ETV Bharat / state

Mamata Banerjee Paschim Medinipur Visit: পঞ্চায়েত ভোটের আগে মেদিনীপুরে কল্পতরু মমতা ! - সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘোষণা করেন অসংখ্য জনকল্যাণমুখী প্রকল্পের (Mamata Banerjee announces several Development Projects) ৷

Mamata Banerjee announces several Development Projects during her Paschim Medinipur Visit
মেদিনীপুরে মুখ্যমন্ত্রী
author img

By

Published : Feb 16, 2023, 3:28 PM IST

কল্পতরু মমতা

মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি: জেলা সফরে এসে প্রায় 800 (আটশো) কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee announces several Development Projects) ৷ অসংখ্য প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস করলেন শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ, বাঁধ ও রাস্তা তৈরি এবং সংস্কার, একাধিক স্কুল ও হস্টেলের পুনঃনির্মাণ-সহ নানা প্রকল্পের ৷ সব মিলিয়ে বৃহস্পতিবারের অনুষ্ঠানমঞ্চ থেকে ফের একবার 'কল্পতরু' হলেন মুখ্যমন্ত্রী মমতা ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে যা নজর কেড়েছে সংশ্লিষ্ট মহলের ৷

প্রায় আটমাস পর এদিন পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Paschim Medinipur Visit) ৷ সরকারি পরিষেবা প্রদান উপলক্ষে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে এই সরকারি কর্মসূচির আয়োজন করা হয় ৷ এদিনের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রায় 349 কোটি 51 লক্ষ টাকার অন্তত 45টি প্রকল্পের উদ্বোধন করেন ৷ অন্যদিকে, 405 কোটি 95 লক্ষ টাকার আরও 51টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি ৷ সব মিলিয়ে প্রায় 755 কোটি 46 লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: 'একশো দিনের টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার জীবনটাই অনলাইন করতে বলছে', মেদিনীপুরে তোপ মমতার

এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগের প্রভূত উন্নতির জন্য পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্রকে হাসপাতাল উন্নীত করেন ৷ এদিন ঘোষিত স্বাস্থ্য ক্ষেত্র সংক্রান্ত প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, কেউয়াকোল গ্রামীণ হাসপাতালের জন্য নয়া পরিকাঠামো উদ্বোধন, ঘাটাল হাসপাতালে 200 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণ প্রভৃতি ৷

এর পাশাপাশি, খাল, বাঁধ ও রাস্তা সংস্কারের জন্য একাধিক প্রকল্প এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ যেমন, খড়িকা খালের ডানদিকের বাঁধ এবং কেলেঘাই নদীর বাম পাশের বাঁধ বরাবর কুলেশ্বরী বাজার সেতু থেকে নেধুয়া পর্যন্ত 5.6 কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণ, সবং ব্লকের গোপালপুরে 4.2 কিলোমিটার মোরাম রাস্তা তৈরি, সারবেরিয়া-2 গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ভসরা খালের ওপর স্লিউইস গেট তথা সেতুর প্রতিস্থাপন এবং স্লিউয়িস গেট তথা সড়ক সেতুর পুনর্গঠন প্রভৃতি ৷

এরই সঙ্গে বিপর্যয় মোকাবিলায় খাস জঙ্গল মৌজায় 1 কোটি 45 লক্ষ টাকা খরচ করে কুইক রেসপন্স টিমের জন্য ব্যারাক নির্মাণ, দাসপুরে 3 কোটি 49 লক্ষ টাকা খরচ করে নবীন মহেশপুর জল সরবরাহ ব্যবস্থাপনা মমতার এদিনের ঘোষিত প্রকল্পগুলির মধ্যে অন্যতম ৷ এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন স্কুলের হস্টেল নির্মাণ, হস্টেল সংস্কার সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷

কল্পতরু মমতা

মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি: জেলা সফরে এসে প্রায় 800 (আটশো) কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee announces several Development Projects) ৷ অসংখ্য প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস করলেন শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ, বাঁধ ও রাস্তা তৈরি এবং সংস্কার, একাধিক স্কুল ও হস্টেলের পুনঃনির্মাণ-সহ নানা প্রকল্পের ৷ সব মিলিয়ে বৃহস্পতিবারের অনুষ্ঠানমঞ্চ থেকে ফের একবার 'কল্পতরু' হলেন মুখ্যমন্ত্রী মমতা ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে যা নজর কেড়েছে সংশ্লিষ্ট মহলের ৷

প্রায় আটমাস পর এদিন পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Paschim Medinipur Visit) ৷ সরকারি পরিষেবা প্রদান উপলক্ষে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে এই সরকারি কর্মসূচির আয়োজন করা হয় ৷ এদিনের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রায় 349 কোটি 51 লক্ষ টাকার অন্তত 45টি প্রকল্পের উদ্বোধন করেন ৷ অন্যদিকে, 405 কোটি 95 লক্ষ টাকার আরও 51টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি ৷ সব মিলিয়ে প্রায় 755 কোটি 46 লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: 'একশো দিনের টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার জীবনটাই অনলাইন করতে বলছে', মেদিনীপুরে তোপ মমতার

এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগের প্রভূত উন্নতির জন্য পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্রকে হাসপাতাল উন্নীত করেন ৷ এদিন ঘোষিত স্বাস্থ্য ক্ষেত্র সংক্রান্ত প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, কেউয়াকোল গ্রামীণ হাসপাতালের জন্য নয়া পরিকাঠামো উদ্বোধন, ঘাটাল হাসপাতালে 200 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণ প্রভৃতি ৷

এর পাশাপাশি, খাল, বাঁধ ও রাস্তা সংস্কারের জন্য একাধিক প্রকল্প এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ যেমন, খড়িকা খালের ডানদিকের বাঁধ এবং কেলেঘাই নদীর বাম পাশের বাঁধ বরাবর কুলেশ্বরী বাজার সেতু থেকে নেধুয়া পর্যন্ত 5.6 কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণ, সবং ব্লকের গোপালপুরে 4.2 কিলোমিটার মোরাম রাস্তা তৈরি, সারবেরিয়া-2 গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ভসরা খালের ওপর স্লিউইস গেট তথা সেতুর প্রতিস্থাপন এবং স্লিউয়িস গেট তথা সড়ক সেতুর পুনর্গঠন প্রভৃতি ৷

এরই সঙ্গে বিপর্যয় মোকাবিলায় খাস জঙ্গল মৌজায় 1 কোটি 45 লক্ষ টাকা খরচ করে কুইক রেসপন্স টিমের জন্য ব্যারাক নির্মাণ, দাসপুরে 3 কোটি 49 লক্ষ টাকা খরচ করে নবীন মহেশপুর জল সরবরাহ ব্যবস্থাপনা মমতার এদিনের ঘোষিত প্রকল্পগুলির মধ্যে অন্যতম ৷ এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন স্কুলের হস্টেল নির্মাণ, হস্টেল সংস্কার সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.