ETV Bharat / state

মোদি দেশকে রুটি-কাপড়-বাড়ি দেননি, শুধু বিদেশ ঘুরেছেন : মমতা

"তুমি পাঁচ বছর দিল্লিতে ছিলে । শুধু বড় বড় প্লেনে করে বিদেশ ঘুরেছ । কয়েক হাজার কোটি টাকা খরচ করেছ ।" বীরবাহা সোরেনের সমর্থনে গোয়ালতোড়ে নির্বাচনী জনসভায় গিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

author img

By

Published : May 6, 2019, 3:00 AM IST

মমতা ব্যানার্জি

গোয়ালতোড়, 6 মে : "তুমি দেশের জন্য কাউকে একটা রুটি দাওনি । কাউকে একটা কাপড় দাওনি । কাউকে একটা বাড়ি দাওনি । এগুলো সব রাজ্য সরকার করেছে । তোমরা কোনও কাজ করো না । শুধু ফোটো লাগাও আর পাবলিসিটি করো । তুমি পাঁচ বছর দিল্লিতে ছিলে । কয়েক হাজার কোটি টাকা খরচ করে শুধু বড় বড় প্লেনে করে বিদেশ ঘুরেছ ।" বীর বাহা সোরেনের সমর্থনে গোয়ালতোড়ে নির্বাচনী জনসভায় গিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

গত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের ঝাড়গ্রাম, গোয়ালতোড়ে ভরাডুবি হয়েছে তৃণমূলের । ক্ষত সারাতে সেখানে হাজির হন তৃণমূল সুপ্রিমো । মোদিকে খোঁচা দিয়ে বলেন, "কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদির সরকার পাঁচ বছরে কোনও কাজ করেনি । এই বাংলার জন্য যা কাজ হয়েছে তা রাজ্য সরকার করেছে । মোদি শুধু কয়েক হাজার টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করেছে । ফোটো লাগিয়ে পাবলিসিটি করেছে । তাই এই BJP সরকারকে দ্বিতীয়বারের জন্য আর কেন্দ্রে আনা উচিত নয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, "এই নির্বাচন গ্রাম সভার বা পঞ্চায়েত নির্বাচন নয় । এটা দিল্লির নির্বাচন । মনে রাখবেন, দেশের সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় দুর্যোগ হচ্ছে BJP দল । এই দলকে ক্ষমতা থেকে না সরালে আগামীদিন দেশ বাঁচবে না । তাই সবার আগে এদের হারাতে হবে ।"

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প নিয়ে মমতা বলেন, "আয়ুষ্মান প্রকল্পের জন্য মোদি অর্ধেক টাকা চেয়েছিল । কিন্তু আমি সরাসরি না বলে দিয়েছি । তোমায় আমি কেন টাকা দেব ? আমি স্বাস্থ্যসাথী করে মানুষের উপকার করব । তবু তোমাকে টাকা দেব না ।"

গোয়ালতোড়, 6 মে : "তুমি দেশের জন্য কাউকে একটা রুটি দাওনি । কাউকে একটা কাপড় দাওনি । কাউকে একটা বাড়ি দাওনি । এগুলো সব রাজ্য সরকার করেছে । তোমরা কোনও কাজ করো না । শুধু ফোটো লাগাও আর পাবলিসিটি করো । তুমি পাঁচ বছর দিল্লিতে ছিলে । কয়েক হাজার কোটি টাকা খরচ করে শুধু বড় বড় প্লেনে করে বিদেশ ঘুরেছ ।" বীর বাহা সোরেনের সমর্থনে গোয়ালতোড়ে নির্বাচনী জনসভায় গিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

গত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের ঝাড়গ্রাম, গোয়ালতোড়ে ভরাডুবি হয়েছে তৃণমূলের । ক্ষত সারাতে সেখানে হাজির হন তৃণমূল সুপ্রিমো । মোদিকে খোঁচা দিয়ে বলেন, "কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদির সরকার পাঁচ বছরে কোনও কাজ করেনি । এই বাংলার জন্য যা কাজ হয়েছে তা রাজ্য সরকার করেছে । মোদি শুধু কয়েক হাজার টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করেছে । ফোটো লাগিয়ে পাবলিসিটি করেছে । তাই এই BJP সরকারকে দ্বিতীয়বারের জন্য আর কেন্দ্রে আনা উচিত নয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, "এই নির্বাচন গ্রাম সভার বা পঞ্চায়েত নির্বাচন নয় । এটা দিল্লির নির্বাচন । মনে রাখবেন, দেশের সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় দুর্যোগ হচ্ছে BJP দল । এই দলকে ক্ষমতা থেকে না সরালে আগামীদিন দেশ বাঁচবে না । তাই সবার আগে এদের হারাতে হবে ।"

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প নিয়ে মমতা বলেন, "আয়ুষ্মান প্রকল্পের জন্য মোদি অর্ধেক টাকা চেয়েছিল । কিন্তু আমি সরাসরি না বলে দিয়েছি । তোমায় আমি কেন টাকা দেব ? আমি স্বাস্থ্যসাথী করে মানুষের উপকার করব । তবু তোমাকে টাকা দেব না ।"

ভুবনেশ্বর - নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস কাল রাত থেকে খড়গপুর স্টেশন এ দাঁড়িয়ে থাকার জেরে চরম সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। জল খাবার কিছুই পাওয়া যায়নি সেই সময় এমনি অভিযোগ যাত্রীদের। এর ফলে যাত্রীরা স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ স্টেশনে বিন্দুমাত্র ছিলনা নিরাপত্তা। বিক্ষোভ এতটাই জোড়ালো হওয়ার কারণে রেল পুলিশ ও স্টেশন ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছান। সারারাত যাত্রীরা পান নি খাবার ও জল। অবশ্য আজ সকালে রেলের পক্ষ থেকে যাত্রীদের খাওয়ার জন্য খিচুড়ি , তরকারী, জল এর ব্যবস্থা করা হয়। অবশ্য সকাল ১১ টা নাগাদ ছাড়ে এই ট্রেন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.