ETV Bharat / state

Madhyamik Candidates Injured: পরীক্ষা দিয়ে ফেরার পথে গাড়ি উলটে আহত 9 মাধ্যমিক পরীক্ষার্থী - পশ্চিম মেদিনীপুরে আহত মাধ্যমিক পরীক্ষার্থী

বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে 9 মাধ্যমিক পরীক্ষার্থী ৷ 3 জন গুরুতর আহত চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Madhyamik candidates injured in accident) ৷

ETV Bharat
আহত মাধ্যমিক পরীক্ষার্থী
author img

By

Published : Feb 23, 2023, 7:55 PM IST

মেদিনীপুর, 23 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023) ৷ আর জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হল 9 জন মাধ্যমিক পরীক্ষার্থী । এদের মধ্যে তিন পরীক্ষার্থীর আঘাত গুরুতর ৷ আহত পরীক্ষার্থীরা সকলেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দোগাছিয়া হাই মাদ্রাসার ছাত্রী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল এলাহীগঞ্জ হাই মাদ্রাসায় ।

জানা গিয়েছে, এদিন পরীক্ষা দিয়ে ওই 9 জন একটি মারুতি ওমনি গাড়িতে করে বাড়ি ফিরছিল ৷ পাঁচখুরি সংলগ্ন এলাকায় একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি উলটে যায় ৷ 9 জন পরীক্ষার্থীর প্রত্যেকেই কমবেশি আহত হয় ৷ দুমরে যায় গাড়িটিও ৷ ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় (Madhyamik Candidates Injured in paschim medinipur)।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত 9 পরীক্ষার্থীর মধ্যে 6 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, 3 জন এখনও চিকিৎসাধান ৷ তাদের আঘাত বেশি ৷ তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার ওই দুর্ঘটনার শিকার হন পরীক্ষার্থীরা ৷ 9 জনের মধ্যে 6 জন পরীক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনার জেরে মানসিকভাবে বিধ্বস্ত ওই পরীক্ষার্থীরা ৷ উল্লেখ্য, এদিনই জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ৷

আরও পড়ুন: মাধ্যমিক চলাকালীনই কিশোরীর প্রসব, বাল্যবিবাহ রোধে প্রশ্ন

উল্লেখ্য, এবারে পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি ডিভিশনে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 38 হাজার 276 জন ৷ এদের মধ্যে ছাত্র 18 হাজার 186 জন ও ছাত্রী 20 হাজার 90 জন ৷ মূল পরীক্ষা কেন্দ্র 119টি, সাব সেন্টার 12টি ৷ গত বছর এই জেলায় পরীক্ষার্থী ছিল 59 হাজার 551 জন ৷ এবারে তা অনেকটাই কমেছে ৷ রাজ্যের অন্যান্য জেলাতেও কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৷

মেদিনীপুর, 23 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023) ৷ আর জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হল 9 জন মাধ্যমিক পরীক্ষার্থী । এদের মধ্যে তিন পরীক্ষার্থীর আঘাত গুরুতর ৷ আহত পরীক্ষার্থীরা সকলেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দোগাছিয়া হাই মাদ্রাসার ছাত্রী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল এলাহীগঞ্জ হাই মাদ্রাসায় ।

জানা গিয়েছে, এদিন পরীক্ষা দিয়ে ওই 9 জন একটি মারুতি ওমনি গাড়িতে করে বাড়ি ফিরছিল ৷ পাঁচখুরি সংলগ্ন এলাকায় একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি উলটে যায় ৷ 9 জন পরীক্ষার্থীর প্রত্যেকেই কমবেশি আহত হয় ৷ দুমরে যায় গাড়িটিও ৷ ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় (Madhyamik Candidates Injured in paschim medinipur)।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত 9 পরীক্ষার্থীর মধ্যে 6 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, 3 জন এখনও চিকিৎসাধান ৷ তাদের আঘাত বেশি ৷ তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার ওই দুর্ঘটনার শিকার হন পরীক্ষার্থীরা ৷ 9 জনের মধ্যে 6 জন পরীক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনার জেরে মানসিকভাবে বিধ্বস্ত ওই পরীক্ষার্থীরা ৷ উল্লেখ্য, এদিনই জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ৷

আরও পড়ুন: মাধ্যমিক চলাকালীনই কিশোরীর প্রসব, বাল্যবিবাহ রোধে প্রশ্ন

উল্লেখ্য, এবারে পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি ডিভিশনে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 38 হাজার 276 জন ৷ এদের মধ্যে ছাত্র 18 হাজার 186 জন ও ছাত্রী 20 হাজার 90 জন ৷ মূল পরীক্ষা কেন্দ্র 119টি, সাব সেন্টার 12টি ৷ গত বছর এই জেলায় পরীক্ষার্থী ছিল 59 হাজার 551 জন ৷ এবারে তা অনেকটাই কমেছে ৷ রাজ্যের অন্যান্য জেলাতেও কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.