ETV Bharat / state

পাগলের প্রলাপ বকতেন কাজি নজরুল ইসলাম : মদন মিত্র - ডেবরায় মদন মিত্র

"আমাদের রাজ্যের রাজ্যপালের অবশ্যই তাঁর নিজস্ব কথা বলার অধিকার থাকবে ৷ কিন্তু একজন 72 বছরের লোকের মধ্যে যদি শিশুসুলভ আচরণ প্রকাশ পায়, যদি ছোট্ট একটি শিশু তার মধ্যে খুঁজে পাই, তাহলে আমাদের একটা নতুন করে চিন্তাভাবনা অবশ্যই করতে হবে ৷" বৃহস্পতিবার ডেবরায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে এমনই বললেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র ৷

ডেবরায় মদন মিত্র
author img

By

Published : Nov 8, 2019, 2:27 PM IST

ডেবরা, 8 নভেম্বর : জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গতকাল ডেবরায় আসেন তৃণমূল নেতা মদন মিত্র ৷ পুজোর উদ্বোধনের মঞ্চ থেকেই বর্তমানে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ BJP-কে আক্রমণ করেন তিনি ৷ পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের তুলনা টানতে গিয়ে বিতর্কে জড়ালেন ৷ মদন মিত্র বলেন, "কাজি নজরুল ইসলাম সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বেশি বিখ্যাত ছিলেন ৷ কারণ তিনি বেশি উলটো পালটা বকতেন ৷ পাগলের প্রলাপ বকতেন তিনি ৷ রবীন্দ্রনাথ ঠাকুর যদি কাজি নজরুল ইসলামের মতো যেখানে সেখানে উলটো পালটা কথা বলতেন, তাহলে হয়ত কোনওদিনই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না ৷ তিনি কাজি নজরুল ইসলাম হতেন ৷"

ভিডিয়োয় দেখুন নজরুল ইসলাম সম্পর্কে কী বললেন মদন মিত্র

পাশাপাশি BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করতেও ছাড়েননি মদন মিত্র ৷ তিনি বলেন, "এখন হচ্ছে ভুলভাল কথা বলার যুগ ৷ নাম বলব না ৷ উনি রাজ্য সভাপতি ৷ উনি এসব ভুলভাল বলে বিখ্যাত হতে চাইছেন ৷" প্রসঙ্গত দিলীপ ঘোষ সম্প্রতি 'গোরুর কুঁজ থেকে সোনা বেরোনো' সংক্রান্ত একটি মন্তব্য করেছিলেন ৷ BJP-র উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুড়ে দেন মদন মিত্র ৷ বলেন, তিনি কোনও মেগাস্টার বা সুপারস্টার নন ৷ তিনি এখানকার আদি লোক ৷ 24 ঘণ্টার মধ্যে ডেবরা বাজারে সভা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন BJP-র দিকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই সভায় BJP-র থেকে বেশি জমায়েত হবে বলে দাবি করেন তিনি ৷

প্রাক্তন পরিবহন মন্ত্রীর গতকালের নিশানায় ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ তিনি বলেন, "আমাদের রাজ্যের রাজ্যপালের অবশ্যই তাঁর নিজস্ব কথা বলার অধিকার থাকবে ৷ কিন্তু একজন 72 বছরের লোকের মধ্যে যদি শিশুসুলভ আচরণ প্রকাশ পায়, যদি ছোট্ট একটি শিশু তার মধ্যে খুঁজে পাই, তাহলে আমাদের একটা নতুন করে চিন্তাভাবনা অবশ্যই করতে হবে ৷"

ডেবরা, 8 নভেম্বর : জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গতকাল ডেবরায় আসেন তৃণমূল নেতা মদন মিত্র ৷ পুজোর উদ্বোধনের মঞ্চ থেকেই বর্তমানে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ BJP-কে আক্রমণ করেন তিনি ৷ পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের তুলনা টানতে গিয়ে বিতর্কে জড়ালেন ৷ মদন মিত্র বলেন, "কাজি নজরুল ইসলাম সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বেশি বিখ্যাত ছিলেন ৷ কারণ তিনি বেশি উলটো পালটা বকতেন ৷ পাগলের প্রলাপ বকতেন তিনি ৷ রবীন্দ্রনাথ ঠাকুর যদি কাজি নজরুল ইসলামের মতো যেখানে সেখানে উলটো পালটা কথা বলতেন, তাহলে হয়ত কোনওদিনই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না ৷ তিনি কাজি নজরুল ইসলাম হতেন ৷"

ভিডিয়োয় দেখুন নজরুল ইসলাম সম্পর্কে কী বললেন মদন মিত্র

পাশাপাশি BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করতেও ছাড়েননি মদন মিত্র ৷ তিনি বলেন, "এখন হচ্ছে ভুলভাল কথা বলার যুগ ৷ নাম বলব না ৷ উনি রাজ্য সভাপতি ৷ উনি এসব ভুলভাল বলে বিখ্যাত হতে চাইছেন ৷" প্রসঙ্গত দিলীপ ঘোষ সম্প্রতি 'গোরুর কুঁজ থেকে সোনা বেরোনো' সংক্রান্ত একটি মন্তব্য করেছিলেন ৷ BJP-র উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুড়ে দেন মদন মিত্র ৷ বলেন, তিনি কোনও মেগাস্টার বা সুপারস্টার নন ৷ তিনি এখানকার আদি লোক ৷ 24 ঘণ্টার মধ্যে ডেবরা বাজারে সভা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন BJP-র দিকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই সভায় BJP-র থেকে বেশি জমায়েত হবে বলে দাবি করেন তিনি ৷

প্রাক্তন পরিবহন মন্ত্রীর গতকালের নিশানায় ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ তিনি বলেন, "আমাদের রাজ্যের রাজ্যপালের অবশ্যই তাঁর নিজস্ব কথা বলার অধিকার থাকবে ৷ কিন্তু একজন 72 বছরের লোকের মধ্যে যদি শিশুসুলভ আচরণ প্রকাশ পায়, যদি ছোট্ট একটি শিশু তার মধ্যে খুঁজে পাই, তাহলে আমাদের একটা নতুন করে চিন্তাভাবনা অবশ্যই করতে হবে ৷"

Intro:বিতর্কে এবার কাজী নজরুল ! দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা মদন মিত্র, তিনি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর যদি কাজী নজরুল ইসলামের মতন যেখানে সেখানে উল্টো পাল্টা কথা বলতেন, তাহলে হয়তো কোনদিনই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না ,তিনি কাজী-নজরুল-ইসলাম হতেন পাশাপাশি তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন ,24 ঘন্টা টাইম দিলাম ,দম থাকলে ডেবরা বাজারে একটা সভা করে দেখাক , চ্যালেঞ্জ করছি আপনাকে ,মমতা ব্যানার্জি অভিষেক বাদেই আমরা আপনার সভা করবো l Body:বিতর্কে এবার কাজী নজরুল ! দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা মদন মিত্র, তিনি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর যদি কাজী নজরুল ইসলামের মতন যেখানে সেখানে উল্টো পাল্টা কথা বলতেন, তাহলে হয়তো কোনদিনই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না ,তিনি কাজী-নজরুল-ইসলাম হতেন পাশাপাশি তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন ,24 ঘন্টা টাইম দিলাম ,দম থাকলে ডেবরা বাজারে একটা সভা করে দেখাক , চ্যালেঞ্জ করছি আপনাকে ,মমতা ব্যানার্জি অভিষেক বাদেই আমরা আপনার সভা করবো l


ডেবরায় জগধাত্রী পুজো উদ্বোধনে এসে কাজী নজরুল ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মন্ত্রী l তিনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত 'গরুর কুজ থেকে সোনা বেরোয় 'এর মন্তব্যের পেক্ষিতে বলেন কাজী নজরুল ইসলাম সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এর থেকে বেশি বিখ্যাত ছিল কারণ তিনি বেশি উল্টো পাল্টা বকতেন l রবীন্দ্রনাথ ঠাকুর যদি কাজী নজরুল ইসলামের মতন যেখানে সেখানে উল্টো পাল্টা কথা বলতেন, তাহলে হয়তো কোনদিনই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না ,তিনি কাজী-নজরুল-ইসলাম হতেন l এখন হচ্ছে ভুলভাল কথা বলার যুগ ,তাই বলব না ,উনি রাজ্য সভাপতি উনি ,এসব ভুলভাল বলে বিখ্যাত হতে চাইছেন l এদিন রাজ্যের রাজ্যপাল কেউ নিয়ে কটাক্ষ করলেন মদন মিত্র ,তিনি বলেন আমাদের রাজ্যের রাজ্যপাল অবশ্য তার নিজস্ব কথা বলার অধিকার থাকবে কিন্তু একজন 72 বছরের লোকের মধ্যে যদি শিশুসুলভ আচরণ পায় , যদি ছোট্ট একটি শিশু তার মধ্যে খুঁজে পাই তাহলে আমাদের একটা নতুন করে চিন্তাভাবনা অবশ্যই করতে হবে l এদিন মন্ত্রী মদন মিত্র বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে বলেন যাবার সময় একটা ছোট্ট কথা বলে যাব 24 ঘণ্টার মধ্যে জানিয়ে এই ডেবরা বাজারে একটা সভা করা হোক l এটা আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেরকে দরকার হবেনা ,আমরা মেগাস্টার বা সুপারস্টার নয় আমরা এখানকার আদি লোক ,টুইংকেল টুইংকেল লিটিল স্টার,হাউ আর ওয়ান্ডার, হোয়াট ডু আর l ডেবরা বাজারে একটা সভা করে দেখাক বিজেপি l আমরা সেই দিন্ ভুলিনি যে দিন্ যখন মিঠুন চক্রবর্তীর এসেছিলেন এই ডেবরা বাজারে, সূর্য পশ্চিম দিকে ভরে গেছে ,আমরা সেই মিটিং করে উঠে দাঁড়িয়ে ছিলাম l সবের উৎসব এক ,তাই আজকে জগধাত্রী মা এত লম্বা এবং সোজা ভাবে দাঁড়িয়ে আছে, কারণ তার সন্তান ঠিক আছে l আপনারা পিছনের দিকে তাকাবেন না ,সামনের দিকে এগিয়ে চলুন ,আপনার সাথে মমতা ব্যানার্জি থাকছে l




Conclusion:বিতর্কে এবার কাজী নজরুল ! দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা মদন মিত্র, তিনি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর যদি কাজী নজরুল ইসলামের মতন যেখানে সেখানে উল্টো পাল্টা কথা বলতেন, তাহলে হয়তো কোনদিনই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না ,তিনি কাজী-নজরুল-ইসলাম হতেন পাশাপাশি তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন ,24 ঘন্টা টাইম দিলাম ,দম থাকলে ডেবরা বাজারে একটা সভা করে দেখাক , চ্যালেঞ্জ করছি আপনাকে ,মমতা ব্যানার্জি অভিষেক বাদেই আমরা আপনার সভা করবো l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.