ETV Bharat / state

লকডাউন : ফোনেই মিলবে চিকিৎসকের পরামর্শ, উদ্যোগ মেদিনীপুর পৌরসভার - news on corona

ছোটোখাটো শারীরিক সমস্যার জন্য এই মুহূর্তে সংক্রমণের ভয়ে অনেকেই হাসপাতালের দিকে পা দিচ্ছেন না । তাঁদের জন্য ফোনেই ডাক্তারদের পরামর্শের ব্যবস্থা করল মেদিনীপুর পৌরসভা ।

মেদিনীপুর পৌরসভা
মেদিনীপুর পৌরসভা
author img

By

Published : Apr 22, 2020, 2:54 PM IST

মেদিনীপুর, 22 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভয়ে বন্ধ বেশিরভাগ ডাক্তারের চেম্বার । হাসপাতালের পরিষেবা মিললেও কোরোনার ভয়ে সেমুখো হচ্ছে না কেউ । আর বেরোলেই বা গাড়ি কোথায় । ফলে কারোর ছোটো-খাটো শারীরিক সমস্যা হলে পরামর্শ পেতে সমস্য়া হচ্ছে । এই পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া শুরু করল মেদিনীপুর পৌরসভা । সকাল 11 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত যে কোনও ধরনের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে একটি ফোনেই । থাকছেন ছ'জন অভিজ্ঞ চিকিৎসক ।

প্রথম দফায় 21 দিন । তারপর দ্বিতীয়তে 18 দিন । দেশে চলছে লকডাউন । সকলেই প্রায় গৃহবন্দী । এই অবস্থায় বিভিন্ন সমস্যার সঙ্গে রয়েছে শারীরিক বিভিন্ন সমস্যাও । কারও বাড়িতে ছোটো বাচ্চা তার ভ্যাকসিন কী হবে । বা কারও বাড়িতে বাচ্চার সামান্য সর্দি-কাশি । অনেকের আবার পেটে ব্যথা, বমি এসবেরও সমস্যা হচ্ছে । বাড়ির বয়স্কদের ক্ষেত্রেও একই অবস্থা । কারও হঠাৎ করে চোখ থেকে জল পড়ছে বা কারও ব্লাড প্রেসার বেড়ে গেছে । এই ছোটো খাটো বিষয়গুলোর জন্য এই মুহূর্তে সংক্রমণের ভয়ে অনেকেই হাসপাতালের দিকে পা দিচ্ছেন না । ফলে এগুলো নিয়ে রোজই নানা প্রশ্ন, জিজ্ঞাসা থেকে যাচ্ছে । এই পরিস্থিতিতে তাই ফোনে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার পরিষেবা চালু করল মেদিনীপুর পৌরসভা । পৌরসভার একটি নির্দিষ্ট নম্বরে ফোন করলেই চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে ।

এবিষয়ে পৌরসভার প্রশাসক দীননারায়ণ ঘোষ বলেন, "মেদিনীপুরের মানুষজনের সমস্যার কথা ভেবেই এই ধরনের পরিষেবা দেওয়ার কথা ভাবা হয়েছিল । লকডাউনে কাউকে যাতে বাড়ি থেকে না বেরোতে হয় তার জন্যই এমন উদ্যোগ ।

মেদিনীপুর পৌরসভা এলাকর বাসিন্দা আশিস সাঁতরা বলেন, "মেদিনীপুর পৌরসভার উদ্যোগ সত্যি খুব ভালো । কেননা এই লকডাউনে বাড়িতে অসুস্থ কেউ হলে তার কাজ হয়ে যাচ্ছে ।"

মেদিনীপুর, 22 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভয়ে বন্ধ বেশিরভাগ ডাক্তারের চেম্বার । হাসপাতালের পরিষেবা মিললেও কোরোনার ভয়ে সেমুখো হচ্ছে না কেউ । আর বেরোলেই বা গাড়ি কোথায় । ফলে কারোর ছোটো-খাটো শারীরিক সমস্যা হলে পরামর্শ পেতে সমস্য়া হচ্ছে । এই পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া শুরু করল মেদিনীপুর পৌরসভা । সকাল 11 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত যে কোনও ধরনের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে একটি ফোনেই । থাকছেন ছ'জন অভিজ্ঞ চিকিৎসক ।

প্রথম দফায় 21 দিন । তারপর দ্বিতীয়তে 18 দিন । দেশে চলছে লকডাউন । সকলেই প্রায় গৃহবন্দী । এই অবস্থায় বিভিন্ন সমস্যার সঙ্গে রয়েছে শারীরিক বিভিন্ন সমস্যাও । কারও বাড়িতে ছোটো বাচ্চা তার ভ্যাকসিন কী হবে । বা কারও বাড়িতে বাচ্চার সামান্য সর্দি-কাশি । অনেকের আবার পেটে ব্যথা, বমি এসবেরও সমস্যা হচ্ছে । বাড়ির বয়স্কদের ক্ষেত্রেও একই অবস্থা । কারও হঠাৎ করে চোখ থেকে জল পড়ছে বা কারও ব্লাড প্রেসার বেড়ে গেছে । এই ছোটো খাটো বিষয়গুলোর জন্য এই মুহূর্তে সংক্রমণের ভয়ে অনেকেই হাসপাতালের দিকে পা দিচ্ছেন না । ফলে এগুলো নিয়ে রোজই নানা প্রশ্ন, জিজ্ঞাসা থেকে যাচ্ছে । এই পরিস্থিতিতে তাই ফোনে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার পরিষেবা চালু করল মেদিনীপুর পৌরসভা । পৌরসভার একটি নির্দিষ্ট নম্বরে ফোন করলেই চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে ।

এবিষয়ে পৌরসভার প্রশাসক দীননারায়ণ ঘোষ বলেন, "মেদিনীপুরের মানুষজনের সমস্যার কথা ভেবেই এই ধরনের পরিষেবা দেওয়ার কথা ভাবা হয়েছিল । লকডাউনে কাউকে যাতে বাড়ি থেকে না বেরোতে হয় তার জন্যই এমন উদ্যোগ ।

মেদিনীপুর পৌরসভা এলাকর বাসিন্দা আশিস সাঁতরা বলেন, "মেদিনীপুর পৌরসভার উদ্যোগ সত্যি খুব ভালো । কেননা এই লকডাউনে বাড়িতে অসুস্থ কেউ হলে তার কাজ হয়ে যাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.