বেলদা, 8 এপ্রিল : লকডাউন অমান্য করেই একাধিক জায়গায় বেরিয়ে পড়ছেন অনেকে । এই অবস্থায় সচেতন করতে অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের বেলদার কাজিচক সৃজনী সংঘ । এলাকাবাসীদের ঘরে থাকার বার্তা দিয়ে তাদের মধ্যে লুডো বোর্ড বিলি করল এই ক্লাব ।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে দেশে লকডাউন চলছে । বারবার সাধারণ মানুষকে বাড়িতে থাকার অনুরোধ জানানো হচ্ছে প্রশাসনের তরফে। কিন্তু তা অমান্য করেই অনেকে রাস্তায় বেরোচ্ছেন। কোথাও পাড়ার মোড়ে আড্ডা মারতে দেখা যাচ্ছে তাদের । দীর্ঘদিন গৃহবন্দী থাকা নিয়ে সোশাল মিডিয়ায় নানারকম পোস্ট করছেন । পরিস্থিতি মোকাবিলায় কখনও লাঠিচার্জ কখনও বা বুঝিয়ে তাঁদের বাড়ি পাঠাচ্ছে পুলিশ । তবে এবার একটু অন্যভাবে এলাকাবাসীদের সচেতন করল বেলদার এই ক্লাব । মানুষজন যাতে এই গৃহবন্দী অবস্থায় বিরক্ত না হন, বিনোদনের সঙ্গে তাঁদের অবসর কাটান সেজন্য তাঁদের হাতে লুডো তুলে দিল কাজিচক সৃজনী সংঘ । পাশাপাশি বিলি করল খাদ্যসামগ্রীও ।
আজ কাজিচক সৃজনী সংঘের তরফে পুলিশের মাধ্যমে খাদ্যসামগ্রীর সঙ্গে একটি করে লুডো বোর্ড বিলি করা হয় এলাকার দিনমজুর সহ বাসিন্দাদের । প্রথমে স্যানিটাইজ়ার দিয়ে দুই হাত পরিষ্কার করে দেওয়া হয় । পরে মাস্ক পরিয়ে চাল, ডাল, আলু, পিঁয়াজ ও অন্য খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয় । আর এর সঙ্গে একটাই আবেদন, সবাই যেন অযথা বাড়ির বাইরে বের না হন । বাড়িতেই থাকেন। সময় কাটান । আজকের এই উদ্যোগে শামিল হয় বেলদা থানার পুলিশ । ক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ কর্মীরাও খাদ্যসামগ্রী বিলির কাজে হাত লাগান ।