ETV Bharat / state

আংশিকভাবে চালু হল কংসাবতী নদীর উপরের লোয়াদা সেতু - হুমায়ূন কবীর

দেড় দশক ধরে বন্ধ থাকার পর গত দেড় মাস আগে শুরু হয়েছিল কংসাবতী নদীর উপর লোয়াদা সেতুর নির্মাণ কাজ ৷ আজ সেই সেতুটি আংশিকভাবে লোকজনের পায়ে হেঁটে এবং অ্যাম্বুলেন্সের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ আজ রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীর সেতুটি সাধারণের চলাচলের জন্য চালু করিয়ে দিলেন ৷

loada-bridge-over-the-kangsavati-river-was-partially-open-for-people-and-ambulance-in-debra-west-medinipur
আংশিকভাবে চালু হল কংসাবতী নদীর উপর তৈরি হওয়া লোয়াদা সেতু
author img

By

Published : Jul 2, 2021, 4:38 PM IST

ডেবরা (পশ্চিম মেদিনীপুর), 2 জুলাই : ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীর ৷ প্রতিশ্রুতি মতো পশ্চিম মেদিনীপুরের ডেবরা সংলগ্ন এলাকা লোয়াদা সেতু চালু করলেন তিনি ৷ তবে, আংশিকভাবে সেতুটি চালু করা হয়েছে ৷ কোনও ভারী গাড়ি সেখান দিয়ে চলাচল করবে না বলে জানিয়েছেন কবীর ৷ প্রসঙ্গত, এই সেতুটির কাজ এখনও শেষ হয়নি ৷ মাটি দিয়ে ভরাট করে সেতুর রেলিং তৈরির কাজ শেষ হয়েছে ৷

প্রসঙ্গত, দীর্ঘ দেড় দশক ধরে ডেবরা ব্লকে লোয়াদাতে কংসাবতী নদীর উপর একটি কংক্রিটের সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন সেখানকার বাসিন্দারা ৷ 14 বছর আগে বাম আমলে সেতু নির্মাণের কাজ শুরু হলেও, জায়গা সংক্রান্ত সমস্যার জেরে কাজ বন্ধ হয়ে যায় ৷ বিধানসভা ভোটের আগে ডেবরায় তৃণমূল প্রার্থী নির্বাতিত হওয়ার পর হুমায়ুন কবীর প্রতিশ্রুতি দিয়েছিলেন কংসাবতীর উপর কংক্রিটের সেতু তৈরি করে দেবেন ৷ সেই প্রতিশ্রুতি মতো ভোটে জিতে বিধায়ক পদে শপথ নিয়েই সেতুর কাজ শুরু করান তিনি ৷

আংশিকভাবে চালু হল কংসাবতী নদীর উপর তৈরি হওয়া লোয়াদা সেতু

আরও পড়ুন : একমাস আগে তৈরি সেতুর একাংশ ভাঙতেই নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন

প্রাথমিকভাবে সেতুটির কাজ অনেকটাই এগিয়েছে ৷ কিন্তু, তা এখনও শেষ করা সম্ভব হয়নি ৷ তাই সাধারণ মানুষের সুবিধার্থে সেতুটি হালকা গাড়ি এবং মানুষ জনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ বড় গাড়ির ক্ষেত্রে কেবল জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে ৷ সেই সঙ্গে অ্যাম্বুলেন্স চলাচল করবে ওই সেতু দিয়ে ৷ তবে, যেহেতু সেতুটির কাজ শেষ হয়নি, তাই সেখান দিয়ে চলাচল বিপজ্জনক হতে পারে ৷ সেই কারণে প্রশাসনের তরফে 24 ঘণ্টার পুলিশি নিরাপত্তা সেখানে থাকবে ৷ পাশাপাশি সেতুর দুইধারে যেখানে রেলিং তৈরি হয়নি, সেই জায়গাগুলি ঘিরে দেওয়া হয়েছে ৷ ডেবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারদের সঙ্গে তিনি কথা বলে জানতে পেরেছেন, আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে ৷ সেই সময় মুখ্য়মন্ত্রীর অনুমতি নিয়ে ছোট-বড় সব গাড়ির জন্য লোয়াদা সেতু চালু করা হবে ৷

ডেবরা (পশ্চিম মেদিনীপুর), 2 জুলাই : ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীর ৷ প্রতিশ্রুতি মতো পশ্চিম মেদিনীপুরের ডেবরা সংলগ্ন এলাকা লোয়াদা সেতু চালু করলেন তিনি ৷ তবে, আংশিকভাবে সেতুটি চালু করা হয়েছে ৷ কোনও ভারী গাড়ি সেখান দিয়ে চলাচল করবে না বলে জানিয়েছেন কবীর ৷ প্রসঙ্গত, এই সেতুটির কাজ এখনও শেষ হয়নি ৷ মাটি দিয়ে ভরাট করে সেতুর রেলিং তৈরির কাজ শেষ হয়েছে ৷

প্রসঙ্গত, দীর্ঘ দেড় দশক ধরে ডেবরা ব্লকে লোয়াদাতে কংসাবতী নদীর উপর একটি কংক্রিটের সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন সেখানকার বাসিন্দারা ৷ 14 বছর আগে বাম আমলে সেতু নির্মাণের কাজ শুরু হলেও, জায়গা সংক্রান্ত সমস্যার জেরে কাজ বন্ধ হয়ে যায় ৷ বিধানসভা ভোটের আগে ডেবরায় তৃণমূল প্রার্থী নির্বাতিত হওয়ার পর হুমায়ুন কবীর প্রতিশ্রুতি দিয়েছিলেন কংসাবতীর উপর কংক্রিটের সেতু তৈরি করে দেবেন ৷ সেই প্রতিশ্রুতি মতো ভোটে জিতে বিধায়ক পদে শপথ নিয়েই সেতুর কাজ শুরু করান তিনি ৷

আংশিকভাবে চালু হল কংসাবতী নদীর উপর তৈরি হওয়া লোয়াদা সেতু

আরও পড়ুন : একমাস আগে তৈরি সেতুর একাংশ ভাঙতেই নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন

প্রাথমিকভাবে সেতুটির কাজ অনেকটাই এগিয়েছে ৷ কিন্তু, তা এখনও শেষ করা সম্ভব হয়নি ৷ তাই সাধারণ মানুষের সুবিধার্থে সেতুটি হালকা গাড়ি এবং মানুষ জনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ বড় গাড়ির ক্ষেত্রে কেবল জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে ৷ সেই সঙ্গে অ্যাম্বুলেন্স চলাচল করবে ওই সেতু দিয়ে ৷ তবে, যেহেতু সেতুটির কাজ শেষ হয়নি, তাই সেখান দিয়ে চলাচল বিপজ্জনক হতে পারে ৷ সেই কারণে প্রশাসনের তরফে 24 ঘণ্টার পুলিশি নিরাপত্তা সেখানে থাকবে ৷ পাশাপাশি সেতুর দুইধারে যেখানে রেলিং তৈরি হয়নি, সেই জায়গাগুলি ঘিরে দেওয়া হয়েছে ৷ ডেবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারদের সঙ্গে তিনি কথা বলে জানতে পেরেছেন, আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে ৷ সেই সময় মুখ্য়মন্ত্রীর অনুমতি নিয়ে ছোট-বড় সব গাড়ির জন্য লোয়াদা সেতু চালু করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.