ETV Bharat / state

খড়গপুর IIT-র ক্যান্টিনে তরকারিতে টিকটিকি - IIT

রান্না করা খাবারে টিকটিকি ৷ গতকাল খড়গপুর IIT ক্যাম্পাসের আজাদ হলের ক্যান্টিনে এক ছাত্র খাবারে টিকটিকি দেখতে পায়৷ এর পর হলের ক্যান্টিন কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা ৷

খড়গপুর
author img

By

Published : Sep 6, 2019, 9:30 PM IST

Updated : Sep 6, 2019, 9:55 PM IST

খড়গপুর, 6 অগাস্ট : খড়গপুরের কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান IIT-র খ্যাতি বিশ্বজোড়া৷ সেখানেই ছাত্রাবাসের খাবারের মান নিয়ে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ ৷ খাবারে পাওয়া গেল টিকটিকি ৷ ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়তেই সমোলোচনার ঝড় উঠেছে ৷ গতকাল দুপুরে খাবার সময় আজাদ হলের ক্যান্টিনে এক ছাত্র তরকারিতে সেদ্ধ হয়ে যাওয়া একটি টিকটিকি দেখতে পায় ৷ এর পর ছাত্ররা ক্যান্টিনের কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে৷ খাবার পরিবেশন করার সময় এত বড় টিকটিকি কর্মচারীদের কেন নজরে পড়ল না তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা৷

খবর পেয়ে আজাদ হলে আসেন হল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ৷ সঙ্গে সঙ্গে প্রত্যেককে IIT ক্যাম্পাসের বি সি রায় মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এর পর আজাদ হলের প্রায় 700 জন ছাত্রের রাতের খাবারের ব্যবস্থা করা হয় অন্য হলের ক্যান্টিনে ৷ বন্ধ করে দেওয়া হয় আজাদ হলের ক্যান্টিন ৷ খড়গপুর IIT-তে 16টি ছাত্র নিবাস হল ও 5 টি ছাত্রীনিবাস হল রয়েছে ৷ মোট 21টি হস্টেলে প্রায় 10 হাজার পড়ুয়া থাকে ৷ প্রত্যেকটি হস্টেলেরই পৃথক ক্যান্টিন রয়েছে ৷ প্রতিদিন ছাত্র-ছাত্রীরা সেখানেই খাওয়া-দাওয়া করে ৷

এদিকে কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে হল ম্যানেজমেন্ট কমিটি ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবার রান্না করার পর ঢাকা না দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে ৷ ছাত্র-ছাত্রীদের খাবার ব্যাপারে সচেতন থাকা ও সবসময় সতর্ক থাকার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এই ক্যান্টিনের কর্মচারীদের ৷ তা সত্ত্বেও এধরনের ঘটনা ঘটায় সমালোচনার মুখে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে ৷

খড়গপুর, 6 অগাস্ট : খড়গপুরের কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান IIT-র খ্যাতি বিশ্বজোড়া৷ সেখানেই ছাত্রাবাসের খাবারের মান নিয়ে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ ৷ খাবারে পাওয়া গেল টিকটিকি ৷ ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়তেই সমোলোচনার ঝড় উঠেছে ৷ গতকাল দুপুরে খাবার সময় আজাদ হলের ক্যান্টিনে এক ছাত্র তরকারিতে সেদ্ধ হয়ে যাওয়া একটি টিকটিকি দেখতে পায় ৷ এর পর ছাত্ররা ক্যান্টিনের কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে৷ খাবার পরিবেশন করার সময় এত বড় টিকটিকি কর্মচারীদের কেন নজরে পড়ল না তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা৷

খবর পেয়ে আজাদ হলে আসেন হল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ৷ সঙ্গে সঙ্গে প্রত্যেককে IIT ক্যাম্পাসের বি সি রায় মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এর পর আজাদ হলের প্রায় 700 জন ছাত্রের রাতের খাবারের ব্যবস্থা করা হয় অন্য হলের ক্যান্টিনে ৷ বন্ধ করে দেওয়া হয় আজাদ হলের ক্যান্টিন ৷ খড়গপুর IIT-তে 16টি ছাত্র নিবাস হল ও 5 টি ছাত্রীনিবাস হল রয়েছে ৷ মোট 21টি হস্টেলে প্রায় 10 হাজার পড়ুয়া থাকে ৷ প্রত্যেকটি হস্টেলেরই পৃথক ক্যান্টিন রয়েছে ৷ প্রতিদিন ছাত্র-ছাত্রীরা সেখানেই খাওয়া-দাওয়া করে ৷

এদিকে কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে হল ম্যানেজমেন্ট কমিটি ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবার রান্না করার পর ঢাকা না দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে ৷ ছাত্র-ছাত্রীদের খাবার ব্যাপারে সচেতন থাকা ও সবসময় সতর্ক থাকার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এই ক্যান্টিনের কর্মচারীদের ৷ তা সত্ত্বেও এধরনের ঘটনা ঘটায় সমালোচনার মুখে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে ৷

Intro:বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল খড়্গপুরের কারিগর শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি ,মেস কর্মচারীদের অবহেলায় রান্না করা খাবারে টিকটিকি পড়ে আতঙ্ক ছড়ানো আই টি খড়গপুর ছাত্রাবাসেBody:বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল খড়্গপুরের কারিগর শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি ,মেস কর্মচারীদের অবহেলায় রান্না করা খাবারে টিকটিকি পড়ে আতঙ্ক ছড়ানো আই টি খড়গপুর ছাত্রাবাসে l বৃহস্পতিবার এ ঘটনায় প্রথমে ক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা, ঘটনাটি ঘটেছে দুপুরে খাবার সময় l আজাদ এন্ড রেস্টুরেন্ট নামক ছাত্রাবাসে ছাত্রাবাসের বেশ কিছু ছেলে দুপুরে খেয়ে উঠে যাবার পর আরেকটি দল খেতে বসে l সেই সময় একটি ছাত্রের তরকারিতে দেখা যায় সেদ্ধ হয়ে যাওয়া প্রমাণ মাপের টিকটিকি l এত বড় টিকটিকি খাবার পরিবেশন করার সময় কর্মচারীদের কেন নজরে পড়লো না সেটাই আশ্চর্যের l এতে ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে ,সাথে সাথে এই খবর যায় ছাত্রাবাসের দায়িত্বে থাকা ও হল ম্যানেজমেন্ট কমিটি বা এইচ এম সি এর চেয়ারম্যানের কাছে l তিনি তাড়াতাড়ি দৌড়ে আসেন এবং ফোন করে সকলকে চলে যেতাম বলা হয় ক্যাম্পাসের বিসি রায় মেমোরিয়াল হাসপাতালে l সেখানে সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় l এর পর এই ছাত্রাবাসের প্রায় 700 জন ছাত্রের রাতের খাবারের ব্যবস্থা করা হয় অন্য হোস্টেলে এবং ওই রাতে মেস বন্ধ করে দেওয়া হয় l উল্লেখ্য এই আইআইটিতে এক ডজনেরও বেশি ছাত্র-ছাত্রী নিবাস রয়েছে এবং প্রায় 10000 পড়ুয়া থাকে l যারা প্রতিদিন এখানে খাওয়া-দাওয়া করে এই খানে l এই দিন্ কিভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে এইচ এম সি l প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবার রান্না করার পর ঢাকা না দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে l এক এইচ এম সি কর্তার কথায় ছাত্র-ছাত্রীদের খাবার কি ব্যাপারে সচেতন থাকা ও সবসময় সতর্ক থাকার জন্য যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয় এই মেস কর্মচারীদের l আমরা বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছি l আই আই টি এই ঘটনার তদন্ত শুরু করেছে l যদিও সংবাদমাধ্যম বা সংবাদমাধ্যমের প্রতিনিধির সাথে কোন ভাবেই যোগাযোগ করতে দেওয়া হয় না আইআইটি কর্তৃপক্ষের সাথে l আইআইটির এক ছাত্র এই ঘটনার ছবি ফেসবুকে আওয়াজ আই আই টি খড়্গপুর নামক পেজে শেয়ার করতে বিষয়টি সম্পর্কে জানা যায় lConclusion:বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল খড়্গপুরের কারিগর শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি ,মেস কর্মচারীদের অবহেলায় রান্না করা খাবারে টিকটিকি পড়ে আতঙ্ক ছড়ানো আই টি খড়গপুর ছাত্রাবাসে
Last Updated : Sep 6, 2019, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.