ETV Bharat / state

Landslide in Kharagpur : টানা বৃষ্টিতে খড়্গপুরে রেল লাইনে ধস, ব্যাহত পরিষেবা - ধস

টানা বৃষ্টিতে খড়্গপুরে রেল লাইনে ধস ৷ দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা ৷ ঘটনাস্থলে পৌঁছেই দ্রুত লাইন মেরামতি ও ধস ভরাটের নির্দেশ দেন রেলের আধিকারিকরা ৷ বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে বলে আশঙ্কা রেল কর্তৃপক্ষের ৷

landslide under railway track due to heavy rain in Kharagpur
Landslide in Kharagpur : টানা বৃষ্টিতে খড়্গপুরে রেল লাইনে ধস, ব্যাহত পরিষেবা
author img

By

Published : Jul 29, 2021, 3:02 PM IST

খড়্গপুর, 29 জুলাই : বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ধস নামে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেল লাইনে ৷ আর তাতেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রী (খড়্গপুর-হাওড়া শাখা) থেকে রেলের কর্মী ও আধিকারিকরা ৷ কাজের দিনে এমন ঘটনায় সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা ৷ দ্রুত শুরু হয় লাইন সংস্কারের কাজ ৷ সূত্রের খবর, যত তাড়াতাড়ি সম্ভব ধসে যাওয়া অংশ ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে ৷ জোর কদমে চলছে সেই কাজ ৷

আরও পড়ুন : Landslide in Darjeeling: রাতভর বৃষ্টি, সুখিয়াপোখরিতে মানেভঞ্জনের রাস্তার বড়সড় ধস

রেল সূত্রে জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরেই ধস নেমেছে রেল লাইনে ৷ প্রসঙ্গত, এই রুটে কয়েক হাজার লোকাল ও দূরপাল্লার ট্রেন যাতায়াত করে ৷ একাধিক মালগাড়িও এই পথ ধরেই পণ্য সামগ্রী গন্তব্যে পৌঁছে দেয় ৷ এদিন লাইনের যে অংশে ধস নেমেছে, তার ঠিক পাশেই একটি ফুট ব্রিজের কাজ চলছে ৷ সেটির নির্মাণ এখনও শেষ হয়নি ৷ তার মধ্যেই এই অঘটন ৷

রেলের কর্মী ও আধিকারিকরা জানিয়েছেন, লাইনের বেশ খানিকটা অংশের নীচে মাটি ধসে যাওয়ায় বিদ্যুতের একাধিক খুঁটি উপড়ে যায় ৷ বিদ্য়ুতের তার ছিঁড়ে পড়ে লাইনের উপর ৷ লাইন বরাবর ফাটলেরও সৃষ্টি হয় ৷ এই বিষয়টি নজরে আসার পরই রেলের আধিকারিকরা দ্রুত চলে আসেন ঘটনাস্থলে ৷ সবদিক খতিয়ে দেখার পরই শুরু হয় ধস ভরাট ও লাইন মেরামতির কাজ ৷

landslide under railway track due to heavy rain in Kharagpur
লাগাতার বৃষ্টিতে জল জমেছে রেল লাইনে ৷

আরও পড়ুন : কালিম্পংয়ে ধস কবলিত এলাকায় নদীতে পড়ল পিকআপ ভ্যান , নিখোঁজ ছাত্র

এদিকে, বুধবার রাত থেকেই খড়্গপুর-সহ জেলার নানা প্রান্তে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে ৷ আবহবিদদের পূর্বাভাস বলছে, এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই ৷ সেক্ষেত্রে রেল লাইনের অন্যান্য অংশেও ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন রেলের আধিকারিক ও কর্মীরা ৷ তাছাড়া, বেশ কিছু জায়গায় লাইনের উপরেও জল জমতে শুরু করেছে ৷ এই অবস্থায় দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে আগামী কয়েক দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ ৷ একইসঙ্গে, বৃষ্টি-বাদলার এই মরশুমে চালকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যাতে ট্রেন চালাতে গিয়ে কোনও দুর্ঘটনা না ঘটে ৷

খড়্গপুর, 29 জুলাই : বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ধস নামে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেল লাইনে ৷ আর তাতেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রী (খড়্গপুর-হাওড়া শাখা) থেকে রেলের কর্মী ও আধিকারিকরা ৷ কাজের দিনে এমন ঘটনায় সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা ৷ দ্রুত শুরু হয় লাইন সংস্কারের কাজ ৷ সূত্রের খবর, যত তাড়াতাড়ি সম্ভব ধসে যাওয়া অংশ ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে ৷ জোর কদমে চলছে সেই কাজ ৷

আরও পড়ুন : Landslide in Darjeeling: রাতভর বৃষ্টি, সুখিয়াপোখরিতে মানেভঞ্জনের রাস্তার বড়সড় ধস

রেল সূত্রে জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরেই ধস নেমেছে রেল লাইনে ৷ প্রসঙ্গত, এই রুটে কয়েক হাজার লোকাল ও দূরপাল্লার ট্রেন যাতায়াত করে ৷ একাধিক মালগাড়িও এই পথ ধরেই পণ্য সামগ্রী গন্তব্যে পৌঁছে দেয় ৷ এদিন লাইনের যে অংশে ধস নেমেছে, তার ঠিক পাশেই একটি ফুট ব্রিজের কাজ চলছে ৷ সেটির নির্মাণ এখনও শেষ হয়নি ৷ তার মধ্যেই এই অঘটন ৷

রেলের কর্মী ও আধিকারিকরা জানিয়েছেন, লাইনের বেশ খানিকটা অংশের নীচে মাটি ধসে যাওয়ায় বিদ্যুতের একাধিক খুঁটি উপড়ে যায় ৷ বিদ্য়ুতের তার ছিঁড়ে পড়ে লাইনের উপর ৷ লাইন বরাবর ফাটলেরও সৃষ্টি হয় ৷ এই বিষয়টি নজরে আসার পরই রেলের আধিকারিকরা দ্রুত চলে আসেন ঘটনাস্থলে ৷ সবদিক খতিয়ে দেখার পরই শুরু হয় ধস ভরাট ও লাইন মেরামতির কাজ ৷

landslide under railway track due to heavy rain in Kharagpur
লাগাতার বৃষ্টিতে জল জমেছে রেল লাইনে ৷

আরও পড়ুন : কালিম্পংয়ে ধস কবলিত এলাকায় নদীতে পড়ল পিকআপ ভ্যান , নিখোঁজ ছাত্র

এদিকে, বুধবার রাত থেকেই খড়্গপুর-সহ জেলার নানা প্রান্তে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে ৷ আবহবিদদের পূর্বাভাস বলছে, এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই ৷ সেক্ষেত্রে রেল লাইনের অন্যান্য অংশেও ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন রেলের আধিকারিক ও কর্মীরা ৷ তাছাড়া, বেশ কিছু জায়গায় লাইনের উপরেও জল জমতে শুরু করেছে ৷ এই অবস্থায় দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে আগামী কয়েক দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ ৷ একইসঙ্গে, বৃষ্টি-বাদলার এই মরশুমে চালকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যাতে ট্রেন চালাতে গিয়ে কোনও দুর্ঘটনা না ঘটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.