ক্ষীরপাই, 10 জুন : দাবি ছিল দীর্ঘদিনের ৷ অবশেষে ক্ষীরপাইয়ের মানুষের সেই দাবি পূরণ হতে চলেছে । শুরু হল জায়গা দেখার কাজ ৷ এবার হবে বাসস্ট্যান্ড, আর তাতে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ (Land identification work started for bus stand at Khirpai Haldar Dighi) ।
পশ্চিম মেদিনীপুরে গত 17 মে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষীরপাই হালদার দিঘিতে বাসস্ট্যান্ড তৈরির আবেদন জমা পড়ার পরেই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করল পূর্ত দফতর ৷৷ আর এতেই খুশি ক্ষীরপাইবাসী । জানা গিয়েছে, কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায়ের কাছে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান দাবি জানান ক্ষীরপাই হালদারদিঘি এলাকায় একটি বাসস্ট্যান্ডের । আর সেই দাবি মতই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করল পূর্ত দফতর ।
আরও পড়ুন : PPE মডেলে বাস হল্ট হাব তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের পালসিটে
উল্লেখ্য, 2017 সালে শুভেন্দু অধিকারী পরিবহণ মন্ত্রী থাকাকালীন ক্ষীরপাই হালদার দিঘিতে বাসস্ট্যান্ডের অনুমোদন পায় । সেইসময় পিডব্লুডি ক্ষীরপাই হালদার দিঘির কাশিগঞ্জ মৌজায় 4327 খতিয়ানে 135 ডেসিমল জমির মধ্যে 78 ডেসিমল জায়গা পরিবহণ দফতরকে হস্তান্তর করে কিন্তু অজানা কারণে বাসস্ট্যান্ডের কাজ থমকে যায় । এদিন বাসস্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গা জরিপ করতে আসে পূর্ত দফতর । চন্দ্রকোনা 1 ভূমি দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে পূর্ত দফতরের অফিসারেরা এসে ক্ষীরপাই হালদার দিঘি এলাকায় বাসস্ট্যান্ডের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করেন এবং জায়গার দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা মেপে দেখেন ।
দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজন দাবি তুলেছিলেন ক্ষীরপাই পৌর এলাকায় একটি বাসস্ট্যান্ড হোক । কারণ ক্ষীরপাই হালদার দিঘি থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাস যাতায়াত করে ৷ হাজারো মানুষের আনাগোনা এখানে ৷ ক্ষীরপাইয়ে কোনও বাস স্ট্যান্ড না থাকায় দাবি তুলেছিলেন এলাকাবাসী । অবশেষে এদিন পূর্ত দফতর জায়গা চিহ্নিতকরণ করতে আসায় আশায় বুক বাঁধছে এলাকার বাসিন্দারা ।