ক্ষীরপাই, 17 জানুয়ারি: ক্ষীরপাই পৌরসভার বাইরে সারি দিয়ে দাঁড়িয়ে 25টি জলের ট্যাংক ও 2টি অ্যাম্বুল্যান্স ৷ কিন্তু, কোনওটিই নাগরিক পরিষেবায় কাজে আসে না বলে অভিযোগ উঠেছে ৷ আরামবাগের অপরূপা পোদ্দারের সাংসদ তহবিলের টাকায় এই জলের ট্যাংক ও অ্যাম্বুল্যান্স দেওয়া হয়েছিল ৷ অভিযোগ ক্ষীরপাই পৌরসভার হাতে আসার পর থেকে সেগুলিকে নাগরিক পরিষেবায় ব্যবহার করা হয়নি ৷ আর বর্তমানে পড়ে থেকে অকেজো হয়ে গিয়েছে সেগুলি (Khirpai Municipality Water Tanks and Ambulances were Damaged) ৷ যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান দুর্গাশংকর পান ৷
চন্দ্রকোনা 1 ব্লকের আরামবাগ লোকসভার ক্ষীরপাই পৌরসভাকে 4 বছর আগে 25টি জলের ট্যাঙ্কার এবং 2টি অ্যাম্বুল্যান্স দেওয়া হয়েছিল নাগরিক পরিষেবায় ব্যবহারের জন্য ৷ অপরূপা পোদ্দার সেগুলি পৌরসভাকে দিয়েছিলেন সাংসদ তহবিলের টাকায় ৷ কিন্তু পৌর এলাকায় বাসিন্দা এবং বিরোধীপক্ষের অভিযোগ নাগরিক পরিষেবায় এই জলের ট্যাংক এবং অ্যাম্বুল্যান্সগুলিকে ব্যবহার করা হয় না ৷ 10টি ওয়ার্ড নিয়ে তৈরি ক্ষীরপাই পৌরসভা এলাকার সাধারণ নাগরিকরা প্রয়োজনে জলের ট্যাংকগুলি ও অ্যাম্বুল্যান্সের পরিষেবা পান না বলে অভিযোগ ৷
বিরোধী বিজেপি ও সিপিএম এর অভিযোগ তৃণমূল পরিচালিত পৌরসভা 25টি জলের ট্যাংককে ফেলে রেখে নষ্ট করেছে ৷ এমনকি সাংসদ তহবিলে যে দু’টি অ্যাম্বুল্যান্স পৌরসভাকে দেওয়া হয়েছিল ৷ সেগুলিও জরুরি সময়ে সাধারণ মানুষের কাজে আসেনি ৷ বর্তমানে অ্যাম্বুল্যান্স দু’টি বিকল হয়ে পড়ে আছে ৷ আর কোটি টাকার জলের ট্যাংকও দু'বছর ধরে পড়ে রয়েছে ৷ পৌর এলাকার বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে ৷ এমনকি সেগুলিকে মেরামত করার কোনও ব্যবস্থাও পৌরসভার তরফে করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে ৷
আরও পড়ুন: পৌষ পার্বণের আগে ঢেঁকিতে পা, কালের নিয়মে ফিকে বাংলার ঐতিহ্য
এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের দাবি, বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ সত্য নয় ৷ অ্যাম্বুল্যান্স খারাপ অবস্থায় রয়েছে তা ঠিক ৷ কিন্তু, আলোচনা করে সেই দু’টিকে পরিষেবা চালু করা হবে ৷ এনিয়ে সাংসদ অপরূপা পোদ্দারকেও তাঁরা জানিয়েছেন ৷ আর পানীয় জলের ট্যাঙ্ক নষ্ট হওয়ার বিষয়ে চেয়ারম্যানের দাবি, শুরু থেকেই নিয়মিত পরিষেবা দেওয়া হয়েছে ৷ ব্যবহারের ফলেই সেগুলি নষ্ট হয়ে গিয়েছে ৷ এখন জলের ট্যাংকগুলিকে বিক্রি করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷ কিন্তু প্রশ্ন হল, জলের ট্যাংক নিয়মিত ব্যবহারের ফলে মাত্র 4 বছরে কীভাবে খারাপ হয় ? যার কোনও জবাব তৃণমূল পরিচালিত ক্ষীরপাই পৌরসভা কর্তৃপক্ষ দিতে পারেনি ৷