ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় 1 কোটি টাকা অনুদান খড়গপুর IIT-র - খড়গপুর আই আই টি

প্রধানমন্ত্রীর কোরোনা রিলিফ ফান্ডে অর্থ দান করল খড়গপুর IIT । প্রতিষ্ঠানের সমস্ত কর্মী ও অধ্যাপকদের তরফে এই সাহায্য করা হয়েছে ।

iit
iit
author img

By

Published : Apr 9, 2020, 1:31 PM IST

খড়গপুর, 9 এপ্রিল: কোরোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়াল খড়গপুর IIT। প্রতিষ্ঠানের সমস্ত কর্মী ও অধ্যাপক-অধ্যাপিকার একদিনের বেতনের টাকা তুলে মোট এক কোটি টাকা দান করা হল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ।

কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে দেশে । সংক্রমণ রোধে জারি হয়েছে লকডাউন । কলকারখানাও বন্ধ । ক্ষতির মুখে দেশের অর্থনীতি । কোরোনা মোকাবিলায় ও দুস্থ মানুষের সাহায্যার্থে গড়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল । সেই তহবিলে দেশের মানুষকে সাধ্যমতো অর্থ দিয়ে সাহায্য়ের আবেদন করা হয়েছে । প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিলেন খড়গপুর IIT-র কর্মী ও অধ্যাপকরা-অধ্যাপিকারা । তাঁদের একদিনের বেতন গতকাল তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে । কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল গঠনের পর IIT-র সমস্ত বিভাগের কর্মী-সদস্যের মধ্যে একটি প্রচার করা হয় । এরপর তাঁরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একদিনের বেতন তহবিলে দান করার সিদ্ধান্ত নেন । সেইমতো গতকাল এই অনুদান দেওয়া হয়েছে ।

IIT পরিচালক বীরেন্দ্র তিওয়ারি বলেন, "দেশের এই সংকটময় পরিস্থিতিতে স্বেচ্ছায় জাতীয় তহবিলে অনুদান দিতে পেরে আমরা আনন্দিত । তহবিলে অনুদানের জন্য প্রথমে আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম সবার কাছে । সেইমতো সমস্ত কর্মচারীর কাছে একটি ফরম পাঠানো হয়েছিল । এক সপ্তাহের মধ্যেই সবাই এই সিদ্ধান্তে সম্মতি জানান । সবার কাছ থেকে একদিনের বেতন তুলে মোট এক কোটি টাকা সংগ্রহ হয় । তারপর তা তহবিলে দান করা হয়েছে । তহবিলে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে আমরা খুশি ।"

অন্যদিকে কোরোনা মোকাবিলায় খড়গপুর IIT-র গৃহীত উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে পরিচালক তিওয়ারি বলেছেন, "আমরা ক্যাম্পাসে প্রত্যেকের গতিবিধির ক্ষেত্রে নিয়ম জারি করেছি । সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে । প্রয়োজনীয় পরিষেবার কাজে নিযুক্ত শ্রমিকদের সুরক্ষার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে । IIT-র প্রবেশ এবং প্রস্থানের সব গেটে নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । সবসময় নজরদারি ও স্যানিটাইজ়েশনের ব্যবস্থা রয়েছে ।" ইতিমধ্যে প্রতিষ্ঠানে এক মাসের গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে । সেই বিষয়ে একটি সংশোধিত নির্দেশ জারি করা হয়েছে । অনলাইনে পাঠদান প্রক্রিয়া চালু হয়েছে বলে জানিয়ছেন রেজিস্ট্রার অধ্যাপক ভৃগুনাথ সিং ।

খড়গপুর, 9 এপ্রিল: কোরোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়াল খড়গপুর IIT। প্রতিষ্ঠানের সমস্ত কর্মী ও অধ্যাপক-অধ্যাপিকার একদিনের বেতনের টাকা তুলে মোট এক কোটি টাকা দান করা হল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ।

কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে দেশে । সংক্রমণ রোধে জারি হয়েছে লকডাউন । কলকারখানাও বন্ধ । ক্ষতির মুখে দেশের অর্থনীতি । কোরোনা মোকাবিলায় ও দুস্থ মানুষের সাহায্যার্থে গড়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল । সেই তহবিলে দেশের মানুষকে সাধ্যমতো অর্থ দিয়ে সাহায্য়ের আবেদন করা হয়েছে । প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিলেন খড়গপুর IIT-র কর্মী ও অধ্যাপকরা-অধ্যাপিকারা । তাঁদের একদিনের বেতন গতকাল তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে । কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল গঠনের পর IIT-র সমস্ত বিভাগের কর্মী-সদস্যের মধ্যে একটি প্রচার করা হয় । এরপর তাঁরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একদিনের বেতন তহবিলে দান করার সিদ্ধান্ত নেন । সেইমতো গতকাল এই অনুদান দেওয়া হয়েছে ।

IIT পরিচালক বীরেন্দ্র তিওয়ারি বলেন, "দেশের এই সংকটময় পরিস্থিতিতে স্বেচ্ছায় জাতীয় তহবিলে অনুদান দিতে পেরে আমরা আনন্দিত । তহবিলে অনুদানের জন্য প্রথমে আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম সবার কাছে । সেইমতো সমস্ত কর্মচারীর কাছে একটি ফরম পাঠানো হয়েছিল । এক সপ্তাহের মধ্যেই সবাই এই সিদ্ধান্তে সম্মতি জানান । সবার কাছ থেকে একদিনের বেতন তুলে মোট এক কোটি টাকা সংগ্রহ হয় । তারপর তা তহবিলে দান করা হয়েছে । তহবিলে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে আমরা খুশি ।"

অন্যদিকে কোরোনা মোকাবিলায় খড়গপুর IIT-র গৃহীত উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে পরিচালক তিওয়ারি বলেছেন, "আমরা ক্যাম্পাসে প্রত্যেকের গতিবিধির ক্ষেত্রে নিয়ম জারি করেছি । সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে । প্রয়োজনীয় পরিষেবার কাজে নিযুক্ত শ্রমিকদের সুরক্ষার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে । IIT-র প্রবেশ এবং প্রস্থানের সব গেটে নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । সবসময় নজরদারি ও স্যানিটাইজ়েশনের ব্যবস্থা রয়েছে ।" ইতিমধ্যে প্রতিষ্ঠানে এক মাসের গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে । সেই বিষয়ে একটি সংশোধিত নির্দেশ জারি করা হয়েছে । অনলাইনে পাঠদান প্রক্রিয়া চালু হয়েছে বলে জানিয়ছেন রেজিস্ট্রার অধ্যাপক ভৃগুনাথ সিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.