ETV Bharat / state

Rail Fake e-Ticket: কেশপুরে রেলের ভুয়ো ই-টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার এক

রেলের ভুয়ো ই-টিকিট (Rail fake e ticket) বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রেল পুলিশ ৷ রেলের সঙ্গে যৌথ অভিযানে কেশপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

Keshpur Police Arrests One Person for Selling Rail Fake e-Ticket
Keshpur Police Arrests One Person for Selling Rail Fake e-Ticket
author img

By

Published : Sep 11, 2022, 8:42 PM IST

কেশপুর, (পশ্চিম মেদিনীপুর), 11 সেপ্টেম্বর: অভিযোগ পেয়ে রেলের ভুয়ো ই-টিকিটের (Rail fake e ticket) বিরুদ্ধে যৌথ অভিযান রেল ও রাজ্য পুলিশের ৷ আর এই অভিযানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর পীতম্বর চক থেকে ৷ তাঁর কাছ থেকে 33টি ভুয়ো ই-টিকিট ও 31টি ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

সূত্র মারফত খবর পেয়ে রেল পুলিশ ও কেশপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে রেলের জাল ই-টিকিট চক্রের পর্দা ফাঁস করেছে ৷ ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে রেলে ভুয়ো ই-টিকিটের কারবার চালানো হচ্ছে, এমনই অভিযোগ পেয়ে রেল পুলিশ সজাগ হয় এবং তাদের বিভিন্ন সূত্রগুলিকে সজাগ করে দেয় ৷ পরিপ্রেক্ষিতে গোপন সূত্র মারফত খবর পেয়ে কেশপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে রেল ও কেশপুর পুলিশের যৌথ দল ৷ ধৃতের কাছ থেকে 33টি ভুয়ো ই-টিকিট, 31টি ভুয়ো পরিচয়পত্র, কম্পিউটার, প্রিন্টার ও নগদ দেড় হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ উদ্ধার হওয়া ভুয়ো টিকিটগুলি ব্যবহার করা হলে, রেলের 70 হাজার টাকার ক্ষতি হত বলে অভিযোগ ৷

আরও পড়ুন: লক্ষাধিক টাকার জাল নোট সহ মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

ধৃত যুবকের নাম বাপ্পাসুদ্দিন, বয়স 29 বছর ৷ উদ্ধার হওয়া টিকিটগুলির মধ্যে 5টি টিকিট লাইভ । অর্থাৎ, ওই টিকিটগুলিতে যাত্রা করা যাবে এবং বাকি টিকিটগুলির তারিখ পেরিয়ে গিয়েছে ৷ সম্প্রতি একাধিক অভিযোগ আসে যে, ই-টিকিট বুক করতে গেলে তা সাইটে পাওয়া যাচ্ছিল না ৷ এরপরেই জেলা পুলিশের সাহায্য নিয়ে রেলের তরফে এই চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করা হল ৷ আর কারা এই চক্রের সঙ্গে জড়িত, পুলিশ তা জানার চেষ্টা করছে ৷

কেশপুর, (পশ্চিম মেদিনীপুর), 11 সেপ্টেম্বর: অভিযোগ পেয়ে রেলের ভুয়ো ই-টিকিটের (Rail fake e ticket) বিরুদ্ধে যৌথ অভিযান রেল ও রাজ্য পুলিশের ৷ আর এই অভিযানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর পীতম্বর চক থেকে ৷ তাঁর কাছ থেকে 33টি ভুয়ো ই-টিকিট ও 31টি ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

সূত্র মারফত খবর পেয়ে রেল পুলিশ ও কেশপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে রেলের জাল ই-টিকিট চক্রের পর্দা ফাঁস করেছে ৷ ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে রেলে ভুয়ো ই-টিকিটের কারবার চালানো হচ্ছে, এমনই অভিযোগ পেয়ে রেল পুলিশ সজাগ হয় এবং তাদের বিভিন্ন সূত্রগুলিকে সজাগ করে দেয় ৷ পরিপ্রেক্ষিতে গোপন সূত্র মারফত খবর পেয়ে কেশপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে রেল ও কেশপুর পুলিশের যৌথ দল ৷ ধৃতের কাছ থেকে 33টি ভুয়ো ই-টিকিট, 31টি ভুয়ো পরিচয়পত্র, কম্পিউটার, প্রিন্টার ও নগদ দেড় হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ উদ্ধার হওয়া ভুয়ো টিকিটগুলি ব্যবহার করা হলে, রেলের 70 হাজার টাকার ক্ষতি হত বলে অভিযোগ ৷

আরও পড়ুন: লক্ষাধিক টাকার জাল নোট সহ মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

ধৃত যুবকের নাম বাপ্পাসুদ্দিন, বয়স 29 বছর ৷ উদ্ধার হওয়া টিকিটগুলির মধ্যে 5টি টিকিট লাইভ । অর্থাৎ, ওই টিকিটগুলিতে যাত্রা করা যাবে এবং বাকি টিকিটগুলির তারিখ পেরিয়ে গিয়েছে ৷ সম্প্রতি একাধিক অভিযোগ আসে যে, ই-টিকিট বুক করতে গেলে তা সাইটে পাওয়া যাচ্ছিল না ৷ এরপরেই জেলা পুলিশের সাহায্য নিয়ে রেলের তরফে এই চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করা হল ৷ আর কারা এই চক্রের সঙ্গে জড়িত, পুলিশ তা জানার চেষ্টা করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.