ETV Bharat / state

করোনা আবহে মাইকিং করে সতর্কবার্তা বিধায়ক জুন মালিয়ার

মেদিনীপুরের রাস্তায় ঘুরে ঘুরে মাইকিং ৷ মাস্ক বিলি ৷ বৃহস্পতিবার দিনভর ব্যস্ত থাকলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ৷ দিলেন মানুষের পাশে থাকার আশ্বাস ৷

wb_wmid_02_mid_june_sotorko_vis_7203519
করোনা আবহে মাইকিং করে সতর্কবার্তা বিধায়ক জুন মালিয়ার
author img

By

Published : May 20, 2021, 4:27 PM IST

মেদিনীপুর, 20 মে : করোনা আবহে খাবার পরিবেশনের পর এবার মানুষকে সতর্ক করতে রাস্তায় রাস্তায় ঘুরে মাইকিং করে বেড়ালেন অভিনেত্রী তথা মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া ৷ মানুষকে যেমন একদিকে সতর্ক করলেন তিনি, তেমনই মাস্ক বিলি করলেন হকার, রিকশাচালক-সহ পথচলতি মানুষের মধ্যে ৷

একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া ৷ এর অল্প কয়েক দিনের মধ্যেই ‘বহিরাগত’ তকমা দূরে সরিয়ে মেদিনীপুরের কাছের মানুষ হয়ে ওঠেন তিনি ৷

জুন 24 হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী শমিতকুমার দাসকে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পরই বিরোধীরা তো বটেই খোদ তৃণমূলের অন্দরেও প্রশ্ন উঠেছিল, অভিনেত্রী বিধায়ক হয়ে আসার পর আদৌ মেদিনীপুরে থাকবেন কি ? নাকি কলকাতায় চলে যাবেন ?

মেদিনীপুরের মানুষের পাশে থাকার আশ্বাস জুন মালিয়ার ৷

অনেকেরই আশঙ্কা ছিল, বিধায়ক এলাকায় না থাকলে এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে ৷ কিন্তু সেই সব ভাবনাচিন্তা উড়িয়ে দিয়ে বিপুল ভোটে জয়ী হওয়ার পরই জুন নেমে পড়লেন মেদিনীপুর বিধানসভা এলাকার মানুষের সাহায্যার্থে ৷

আরও পড়ুন : জুন মালিয়ার উদ্যোগে মেদিনীপুরে কমিউনিটি কিচেন

প্রতিদিনই শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অভিনেত্রী তথা বিধায়ক ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন জঙ্গলমহলের মানুষের দিকে ৷ বুধবার তিনি একটি কমিউনিটি কিচেনের উদ্বোধন করেন সঙ্গত বাজারে ৷ আর বৃহস্পতিবার ব্য়স্ত থাকলেন মাইকিং ও মাস্ক বিলির কাজে ৷

মেদিনীপুর, 20 মে : করোনা আবহে খাবার পরিবেশনের পর এবার মানুষকে সতর্ক করতে রাস্তায় রাস্তায় ঘুরে মাইকিং করে বেড়ালেন অভিনেত্রী তথা মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া ৷ মানুষকে যেমন একদিকে সতর্ক করলেন তিনি, তেমনই মাস্ক বিলি করলেন হকার, রিকশাচালক-সহ পথচলতি মানুষের মধ্যে ৷

একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া ৷ এর অল্প কয়েক দিনের মধ্যেই ‘বহিরাগত’ তকমা দূরে সরিয়ে মেদিনীপুরের কাছের মানুষ হয়ে ওঠেন তিনি ৷

জুন 24 হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী শমিতকুমার দাসকে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পরই বিরোধীরা তো বটেই খোদ তৃণমূলের অন্দরেও প্রশ্ন উঠেছিল, অভিনেত্রী বিধায়ক হয়ে আসার পর আদৌ মেদিনীপুরে থাকবেন কি ? নাকি কলকাতায় চলে যাবেন ?

মেদিনীপুরের মানুষের পাশে থাকার আশ্বাস জুন মালিয়ার ৷

অনেকেরই আশঙ্কা ছিল, বিধায়ক এলাকায় না থাকলে এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে ৷ কিন্তু সেই সব ভাবনাচিন্তা উড়িয়ে দিয়ে বিপুল ভোটে জয়ী হওয়ার পরই জুন নেমে পড়লেন মেদিনীপুর বিধানসভা এলাকার মানুষের সাহায্যার্থে ৷

আরও পড়ুন : জুন মালিয়ার উদ্যোগে মেদিনীপুরে কমিউনিটি কিচেন

প্রতিদিনই শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অভিনেত্রী তথা বিধায়ক ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন জঙ্গলমহলের মানুষের দিকে ৷ বুধবার তিনি একটি কমিউনিটি কিচেনের উদ্বোধন করেন সঙ্গত বাজারে ৷ আর বৃহস্পতিবার ব্য়স্ত থাকলেন মাইকিং ও মাস্ক বিলির কাজে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.