ETV Bharat / state

Panchayat Election 2023: মনোনয়ন কেন্দ্র পরিদর্শন করে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন জুন - পঞ্চায়েত নির্বাচন 2023

চতুর্দিকে মনোনয়ন জমাকে ঘিরে অশান্তির খবরের মাঝেই মনোনয়ন কেন্দ্র ঘুরে দেখলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ৷ সেখান থেকেই শান্তিপূর্ণ নির্বাচনের কথা বললেন ৷

Etv Bharat
মনোনয়ন কেন্দ্র ঘুরে দেখলেন জুন মালিয়া
author img

By

Published : Jun 13, 2023, 7:19 PM IST

মনোনয়ন কেন্দ্র ঘুরে দেখলেন জুন মালিয়া

শালবনি, 13 জুন: পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করতে হবে তাই দল-সহ বিরোধীদের কড়া বার্তা দিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া । দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তাঁর বক্তব্য, কোনওরকম অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । সুষ্ঠুভাবে ভোট করানোটাই এখন প্রধান লক্ষ্য।

মনোনয়ন কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার মেদিনীপুর সদর বিডিও অফিস পরিদর্শনে যান মেদিনীপুরের অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া । এদিন তিনি সদরের বিডিও অফিসের বিভিন্ন অফিস ঘুরে দেখেন ব্যবস্থা কেমন কী নেওয়া হয়েছে ৷ পাশাপাশি কথাও বলেন বিডিও আধিকারিকের সঙ্গে । এরপর তিনি জানান, প্রস্তুতি সব ভালো হয়েছে এবং ঠিকই রয়েছে । ভোট নিয়ে ক্যাম্পেনিং করবেন শান্তিপূর্ণভাবে ৷ সেইভাবেই যাতে ভোট হয় সেদিকেই তিনি নজর দেবেন । কোনওরকম ঝামেলা থেকে সকলকে বিরত থাকতে বলেন বিধায়িকা ৷

এরপর মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় অশান্তির প্রশ্নে তাঁর উত্তর, "অশান্তি ও বিশৃঙ্খলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না । মনোনয়ন নিয়ে যদি কোনওরকম গন্ডগোল হয় বা দলের কোনও নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে দল থেকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন : মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই গত শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ । 15 জুন বৃহস্পতিবার পর্যন্ত জমা দেওয়ার কাজ চলবে ৷ মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা 18 জুন ৷ ভোট হবে আগামী 8 জুলাই । এই নিয়ে বিরোধীরা হাইকোর্টে মামলা করেন ৷ সেই মামলার শুনানিতে আজ রায় দিয়ে আদালত জানিয়ে দেয় নির্বাচন কমিশনের ধার্য করা নির্দিষ্ট দিনেই ভোট হওয়ার কথা ৷ পাশাপাশি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথাও এদিন জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

মনোনয়ন কেন্দ্র ঘুরে দেখলেন জুন মালিয়া

শালবনি, 13 জুন: পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করতে হবে তাই দল-সহ বিরোধীদের কড়া বার্তা দিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া । দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তাঁর বক্তব্য, কোনওরকম অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । সুষ্ঠুভাবে ভোট করানোটাই এখন প্রধান লক্ষ্য।

মনোনয়ন কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার মেদিনীপুর সদর বিডিও অফিস পরিদর্শনে যান মেদিনীপুরের অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া । এদিন তিনি সদরের বিডিও অফিসের বিভিন্ন অফিস ঘুরে দেখেন ব্যবস্থা কেমন কী নেওয়া হয়েছে ৷ পাশাপাশি কথাও বলেন বিডিও আধিকারিকের সঙ্গে । এরপর তিনি জানান, প্রস্তুতি সব ভালো হয়েছে এবং ঠিকই রয়েছে । ভোট নিয়ে ক্যাম্পেনিং করবেন শান্তিপূর্ণভাবে ৷ সেইভাবেই যাতে ভোট হয় সেদিকেই তিনি নজর দেবেন । কোনওরকম ঝামেলা থেকে সকলকে বিরত থাকতে বলেন বিধায়িকা ৷

এরপর মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় অশান্তির প্রশ্নে তাঁর উত্তর, "অশান্তি ও বিশৃঙ্খলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না । মনোনয়ন নিয়ে যদি কোনওরকম গন্ডগোল হয় বা দলের কোনও নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে দল থেকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন : মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই গত শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ । 15 জুন বৃহস্পতিবার পর্যন্ত জমা দেওয়ার কাজ চলবে ৷ মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা 18 জুন ৷ ভোট হবে আগামী 8 জুলাই । এই নিয়ে বিরোধীরা হাইকোর্টে মামলা করেন ৷ সেই মামলার শুনানিতে আজ রায় দিয়ে আদালত জানিয়ে দেয় নির্বাচন কমিশনের ধার্য করা নির্দিষ্ট দিনেই ভোট হওয়ার কথা ৷ পাশাপাশি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথাও এদিন জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.