খড়গপুর 5 ডিসেম্বর : খড়গপুরের গৃহ সম্পর্ক অভিযানে তৃণমূল এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করলেন বিজেপি পর্যবেক্ষক জ্যোতির্ময় সিং মাহাতো । বললেন, "এটা ট্রেলার চলছে এখন একটু সময় ধরে অপেক্ষা করুন অনেক তৃণমূল নেতাকর্মী বিধায়ক সাংসদরা আমাদের সঙ্গে যোগাযোগ করে চলছে ।"
বিজেপি-র "আর নয় অন্যায়" কর্মসূচিকে সামনে রেখে এবার গৃহ সম্পর্ক অভিযানে নেমেছে বিজেপি । প্রতিদিন দফায় দফায় অভিযান চালাচ্ছে তারা । পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গৃহ সম্পর্ক অভিযানে আজ আসেন বিজেপি পর্যবেক্ষক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত । তাঁর সঙ্গে ছিলেন খড়গপুরের বিজেপির নেতা কর্মী ও বিশিষ্ট নেতৃত্ব ।
এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, " পশ্চিমবঙ্গে চোর চিটিংবাজ ডাকাতদের সরকার চলছে । তাদের মুখেই ধরনের কুরুচিকর মন্তব্য মানায় । আমরা মাঠে ঘাটে নেমে রাজনীতি করি ৷ মানুষদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে এসেছি । আমরা প্যারাসুটে নেমে এসে রাজনীতি করিনি । একজন এইখানে আছে যে নিজেকে যুবরাজ ভাবে সে এই দাম্ভিকতা নিয়ে এসব কথাবার্তা বলে বেড়ায় ।" এরপর বিজেপির পর্যবেক্ষককে শুভেন্দু অধিকারী নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "শুধু শুভেন্দু অধিকারী নয় তৃণমূলের এরকম অনেক জন সাংসদ এবং বিধায়ক নেতাকর্মীরা আমাদের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ করে চলছেন । এটা ট্রেলার চলছে সামনের দিকে আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন অপেক্ষা করুন । যত ভোট এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে জঙ্গলমহলে । সেক্ষেত্রে শাসক ও বিরোধীরা প্রতিদিন হাজির হচ্ছেন মানুষের কাছে বিভিন্ন প্রচারের আঙ্গিনায় । এক্ষেত্রে শাসকদলের থেকে বিজেপি অনেকাংশে এগিয়ে বলে মত রাজনৈতিক মহলের ।"