ETV Bharat / state

Maoist Leader: 20 বছর পর মাও নেতা মদন মাহাতোর খোঁজে ঝাড়খণ্ড পুলিশ

মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ শুরু করল ঝাড়খণ্ড পুলিশ । পাশাপাশি এলাকার বিভিন্ন জায়গায় টাঙানো হল নোটিশ (Police in Search of Maoist Leader) ৷

Maoist Leader
মাও নেতা মদন মাহাতোর খোঁজে ঝাড়খণ্ড পুলিশ
author img

By

Published : Nov 11, 2022, 1:03 PM IST

মেদিনীপুর, 11 নভেম্বর: মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজে ঝাড়খণ্ড পুলিশ । পশ্চিম মেদিনীপুর সদর বিধানসভার কাশিজোড়া অঞ্চলের করমশোলে এদিন ঝাড়খণ্ড পুলিশ এসে খোঁজ খবর চালায় । এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি টাঙানো হয় নোটিশও (Police in Search of Maoist Leader) ।

বৃহস্পতিবার ঝাড়খণ্ড পুলিশের একটি দল মেদিনীপুর সদর বিধানসভার করমশোলে তার বাড়িতে এসে পরিবার পরিজনদের জিজ্ঞাসাবাদ করে এবং গ্রামে নোটিশ দিয়ে যায় । নোটিশে মদন মাহাতোর বিরুদ্ধে একাধিক ধারায় মামলার উল্লেখ রয়েছে । প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজ চালাচ্ছে মাওবাদী অধ্যুষিত এলাকার পুলিশ । ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশেই ঝাড়খণ্ড পুলিশ তার বাড়ি করমশোল গ্রামে আসে । ঝাড়খণ্ড রাজ্যের বেশ কিছু নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে মদন মাহাতোর বিরুদ্ধে । মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজ দেওয়ার জন্য একটি ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া রয়েছে নোটিশে । যদিও পারিবারের সদস্য সূত্রে খবর, দীর্ঘ 20 বছর আগে 16 বছর বয়সে মাওবাদীদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় মদন মাহাতো । তারপর থেকে আর কোনও খোঁজ নেই ।

মাও নেতা মদন মাহাতোর খোঁজে ঝাড়খণ্ড পুলিশ

আরও পড়ুন: এখানে আর মাওবাদী নেই, যারা ছিল তারা এখন আমাদের সঙ্গে : মমতা

এদিন এই মদন মাহাতোর পরিবারের সদস্য প্রশান্ত মাহাতো জানান, তখন মদন মাহাতো বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তারপর থেকে আর ঘরে ফেরেনি । যদিও মদন মাহাতো শুধু ঝাড়খণ্ড পুলিশের অপরাধী তা নয় বিভিন্ন সময় বিভিন্ন মাও নাশকতার সঙ্গে জড়িত বলে অভিযোগ ।

মেদিনীপুর, 11 নভেম্বর: মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজে ঝাড়খণ্ড পুলিশ । পশ্চিম মেদিনীপুর সদর বিধানসভার কাশিজোড়া অঞ্চলের করমশোলে এদিন ঝাড়খণ্ড পুলিশ এসে খোঁজ খবর চালায় । এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি টাঙানো হয় নোটিশও (Police in Search of Maoist Leader) ।

বৃহস্পতিবার ঝাড়খণ্ড পুলিশের একটি দল মেদিনীপুর সদর বিধানসভার করমশোলে তার বাড়িতে এসে পরিবার পরিজনদের জিজ্ঞাসাবাদ করে এবং গ্রামে নোটিশ দিয়ে যায় । নোটিশে মদন মাহাতোর বিরুদ্ধে একাধিক ধারায় মামলার উল্লেখ রয়েছে । প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজ চালাচ্ছে মাওবাদী অধ্যুষিত এলাকার পুলিশ । ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশেই ঝাড়খণ্ড পুলিশ তার বাড়ি করমশোল গ্রামে আসে । ঝাড়খণ্ড রাজ্যের বেশ কিছু নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে মদন মাহাতোর বিরুদ্ধে । মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজ দেওয়ার জন্য একটি ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া রয়েছে নোটিশে । যদিও পারিবারের সদস্য সূত্রে খবর, দীর্ঘ 20 বছর আগে 16 বছর বয়সে মাওবাদীদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় মদন মাহাতো । তারপর থেকে আর কোনও খোঁজ নেই ।

মাও নেতা মদন মাহাতোর খোঁজে ঝাড়খণ্ড পুলিশ

আরও পড়ুন: এখানে আর মাওবাদী নেই, যারা ছিল তারা এখন আমাদের সঙ্গে : মমতা

এদিন এই মদন মাহাতোর পরিবারের সদস্য প্রশান্ত মাহাতো জানান, তখন মদন মাহাতো বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তারপর থেকে আর ঘরে ফেরেনি । যদিও মদন মাহাতো শুধু ঝাড়খণ্ড পুলিশের অপরাধী তা নয় বিভিন্ন সময় বিভিন্ন মাও নাশকতার সঙ্গে জড়িত বলে অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.