ETV Bharat / state

Hanuman Temple Established: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হনুমানের মৃত্যুবার্ষিকীতে হনুমান মন্দির প্রতিষ্ঠা স্থানীয় মহিলাদের - হনুমান মন্দির প্রতিষ্ঠা

গত বছর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল হনুমানের ৷ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে ঝাড়গ্রামে হনুমান মন্দিরের প্রতিষ্ঠা করলেন স্থানীয় মহিলারা ৷

Hanuman Temple Established ETV Bharat
হনুমান মন্দির প্রতিষ্ঠা স্থানীয় মহিলাদের
author img

By

Published : Apr 30, 2023, 2:03 PM IST

হনুমানের মৃত্যুবার্ষিকীতে হনুমান মন্দির প্রতিষ্ঠা স্থানীয় মহিলাদের

ঝাড়গ্রাম, 30 এপ্রিল: গত বছর গ্রীষ্মের পড়ন্ত দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একটি হনুমানের । সেই হনুমানের মৃত্যুবার্ষিকীতে এলাকার মহিলা এবং গৃহবধূদের উদ্যোগে প্রতিষ্ঠিত হল হনুমান মন্দির । পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এলাকার ঘটনা ৷

শহরের দু'নম্বর ওয়ার্ডের বাছুরডোবা এলাকার ইয়ং ইলেভেন ক্লাবের মাঠের একদিকে এই হনুমান মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে । গত বছর 28 এপ্রিল বিদ্যুৎপৃষ্ট হয়ে বাছুরডোবা এলাকায় ইয়ং ইলেভেন ক্লাবের ময়দানের কাছে মৃত্যু হয় একটি হনুমানের । এলাকার মানুষজনরা ওই মাঠেই হনুমানটির সমাধি তৈরি করে । এলাকায় কোনও হনুমানের মন্দির না থাকায় মহিলারা একত্রিত হয়ে হনুমানের মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন । তারপরেই অর্থ সংগ্রহের জন্য বাড়ি বাড়ি গিয়ে চাঁদা এবং বিভিন্ন জায়গায় দান আদায় করেন এলাকার মহিলা এবং গৃহবধূরা । সেই অর্থ দিয়েই নির্মাণ করা হয় হনুমান মন্দির ।

রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের সাবিত্রী পুকুর থেকে প্রায় শতাধিক মহিলা মাথায় ঘট নিয়ে হনুমানের মন্দির প্রতিষ্ঠার জন্য জল নিয়ে আসেন । ঢাক-ঢোল পিটিয়ে এই বিশেষ মুহূর্তকে উদযাপন করা হয় ৷ এ দিন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে ।

Hanuman Temple Established ETV  bharat
হনুমান মন্দির প্রতিষ্ঠা স্থানীয় মহিলাদের

মন্দির নির্মাণের অন্যতম উদ্যোক্তা তুলি দাস বলেন, "গত বছর এখানে আজকের দিনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি হনুমানের মৃত্যু হয়েছিল । আমরা সকলে মিলে এখানেই তার সমাধি তৈরি করেছিলাম । তাই তার সমাধির উপরে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে । এলাকার সমস্ত মহিলাা একত্রিত হয়ে আমরা অর্থ সংগ্রহ করে এই মন্দির নির্মাণ করেছি । এখানে অন্যান্য দেবতার মন্দির থাকলেও হনুমানজির মন্দির ছিল না । তাই আমরা হনুমানজির মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি । আজ আমরা আনন্দের সঙ্গে দিনটিকে পালন করছি ৷"

আরও পড়ুন: অভিষেকের কর্মসূচিতে গিয়ে ফ্লাইট মিস, ট্রেনে চেপে কলকাতার পথে পদ্মশ্রী মঙ্গলাকান্ত

হনুমানের মৃত্যুবার্ষিকীতে হনুমান মন্দির প্রতিষ্ঠা স্থানীয় মহিলাদের

ঝাড়গ্রাম, 30 এপ্রিল: গত বছর গ্রীষ্মের পড়ন্ত দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একটি হনুমানের । সেই হনুমানের মৃত্যুবার্ষিকীতে এলাকার মহিলা এবং গৃহবধূদের উদ্যোগে প্রতিষ্ঠিত হল হনুমান মন্দির । পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এলাকার ঘটনা ৷

শহরের দু'নম্বর ওয়ার্ডের বাছুরডোবা এলাকার ইয়ং ইলেভেন ক্লাবের মাঠের একদিকে এই হনুমান মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে । গত বছর 28 এপ্রিল বিদ্যুৎপৃষ্ট হয়ে বাছুরডোবা এলাকায় ইয়ং ইলেভেন ক্লাবের ময়দানের কাছে মৃত্যু হয় একটি হনুমানের । এলাকার মানুষজনরা ওই মাঠেই হনুমানটির সমাধি তৈরি করে । এলাকায় কোনও হনুমানের মন্দির না থাকায় মহিলারা একত্রিত হয়ে হনুমানের মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন । তারপরেই অর্থ সংগ্রহের জন্য বাড়ি বাড়ি গিয়ে চাঁদা এবং বিভিন্ন জায়গায় দান আদায় করেন এলাকার মহিলা এবং গৃহবধূরা । সেই অর্থ দিয়েই নির্মাণ করা হয় হনুমান মন্দির ।

রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের সাবিত্রী পুকুর থেকে প্রায় শতাধিক মহিলা মাথায় ঘট নিয়ে হনুমানের মন্দির প্রতিষ্ঠার জন্য জল নিয়ে আসেন । ঢাক-ঢোল পিটিয়ে এই বিশেষ মুহূর্তকে উদযাপন করা হয় ৷ এ দিন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে ।

Hanuman Temple Established ETV  bharat
হনুমান মন্দির প্রতিষ্ঠা স্থানীয় মহিলাদের

মন্দির নির্মাণের অন্যতম উদ্যোক্তা তুলি দাস বলেন, "গত বছর এখানে আজকের দিনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি হনুমানের মৃত্যু হয়েছিল । আমরা সকলে মিলে এখানেই তার সমাধি তৈরি করেছিলাম । তাই তার সমাধির উপরে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে । এলাকার সমস্ত মহিলাা একত্রিত হয়ে আমরা অর্থ সংগ্রহ করে এই মন্দির নির্মাণ করেছি । এখানে অন্যান্য দেবতার মন্দির থাকলেও হনুমানজির মন্দির ছিল না । তাই আমরা হনুমানজির মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি । আজ আমরা আনন্দের সঙ্গে দিনটিকে পালন করছি ৷"

আরও পড়ুন: অভিষেকের কর্মসূচিতে গিয়ে ফ্লাইট মিস, ট্রেনে চেপে কলকাতার পথে পদ্মশ্রী মঙ্গলাকান্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.