ঝাড়গ্রাম, 6 জানুয়ারি : গত দু'দিন ধরে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছিল ঝাড়গ্রামে ৷ আজ বনবিভাগের তরফে জানানো হয়েছে যে, সেটি একটি বাঘের পায়ের ছাপ ৷ এরপরই কোনওরকম ঝুঁকি না নিয়েই বাঘকে খাঁচায় বন্দী করার জন্য প্রস্তুত হয়ে জঙ্গলের মধ্যে খাঁচা রাখতে শুরু করে ঝাড়গ্রাম বনদপ্তর ৷ সুন্দরবন থেকে আনা হয় একটি খাঁচা, ঝাড়গ্রামেও রাখা হয় আরও একটি ছোটো খাঁচা ৷ বাঘকে বন্দী করার জন্যই আজ বিকেল থেকে খাঁচা পাতা শুরু করে ঝাড়গ্রাম বনদপ্তরের কর্মীরা ৷ বাঘের টোপ হিসেবে রাখা হয় একটি ছাগলও ৷
উল্লেখ্য, 2018 সালে পশ্চিম মেদিনীপুর জেলায় বাঘ বেরিয়েছিল ৷ সেই বাঘকে খাঁচাবন্দী করার জন্য খাঁচা পাতা হয়েছিল ৷ সেই সময়ও খাঁচায় রাখা হয়েছিল ছাগল ৷ কিন্তু, বাঘটিকে খাঁচাবন্দি করতে পারেনি বনবিভাগ ৷ বাঘের নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয়েছিল ৷ তারপরও শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারটি মারা পড়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ৷ তাই এইবার প্রথম থেকেই কোনও রকম ঢিলেমি দিতে নরাজ বনদপ্তর ৷ তাই প্রথমদিন কেটে যাওয়ার পরই খাঁচা পাতার কাজ শুরু করে দিয়েছে বনদপ্তর ৷ 5 নম্বর রাজ্য সড়কের পাশেই মালাবতির জঙ্গলের কাছে পাতা হয়েছে খাঁচা ৷ এই খাঁচা দিয়েই বাঘবন্দী করা হবে ৷