ETV Bharat / state

ঝাড়গ্রামে বাঘ ধরতে খাঁচা পাতল বনবিভাগ - Tiger story

উল্লেখ্য, 2018 সালে পশ্চিম মেদিনীপুর জেলায় বাঘ বেরিয়েছিল ৷ সেই বাঘকে খাঁচাবন্দী করার জন্য খাঁচা পাতা হয়েছিল ৷ সেই সময়ও খাঁচায় রাখা হয়েছিল ছাগল ৷ কিন্তু, বাঘটিকে খাঁচাবন্দি করতে পারেনি বনবিভাগ ৷ বাঘের নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয়েছিল ৷ তারপরও শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারটি মারা পড়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ৷

photo
ছবি
author img

By

Published : Jan 6, 2020, 11:43 PM IST

ঝাড়গ্রাম, 6 জানুয়ারি : গত দু'দিন ধরে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছিল ঝাড়গ্রামে ৷ আজ বনবিভাগের তরফে জানানো হয়েছে যে, সেটি একটি বাঘের পায়ের ছাপ ৷ এরপরই কোনওরকম ঝুঁকি না নিয়েই বাঘকে খাঁচায় বন্দী করার জন্য প্রস্তুত হয়ে জঙ্গলের মধ্যে খাঁচা রাখতে শুরু করে ঝাড়গ্রাম বনদপ্তর ৷ সুন্দরবন থেকে আনা হয় একটি খাঁচা, ঝাড়গ্রামেও রাখা হয় আরও একটি ছোটো খাঁচা ৷ বাঘকে বন্দী করার জন্যই আজ বিকেল থেকে খাঁচা পাতা শুরু করে ঝাড়গ্রাম বনদপ্তরের কর্মীরা ৷ বাঘের টোপ হিসেবে রাখা হয় একটি ছাগলও ৷

উল্লেখ্য, 2018 সালে পশ্চিম মেদিনীপুর জেলায় বাঘ বেরিয়েছিল ৷ সেই বাঘকে খাঁচাবন্দী করার জন্য খাঁচা পাতা হয়েছিল ৷ সেই সময়ও খাঁচায় রাখা হয়েছিল ছাগল ৷ কিন্তু, বাঘটিকে খাঁচাবন্দি করতে পারেনি বনবিভাগ ৷ বাঘের নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয়েছিল ৷ তারপরও শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারটি মারা পড়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ৷ তাই এইবার প্রথম থেকেই কোনও রকম ঢিলেমি দিতে নরাজ বনদপ্তর ৷ তাই প্রথমদিন কেটে যাওয়ার পরই খাঁচা পাতার কাজ শুরু করে দিয়েছে বনদপ্তর ৷ 5 নম্বর রাজ্য সড়কের পাশেই মালাবতির জঙ্গলের কাছে পাতা হয়েছে খাঁচা ৷ এই খাঁচা দিয়েই বাঘবন্দী করা হবে ৷

ঝাড়গ্রাম, 6 জানুয়ারি : গত দু'দিন ধরে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছিল ঝাড়গ্রামে ৷ আজ বনবিভাগের তরফে জানানো হয়েছে যে, সেটি একটি বাঘের পায়ের ছাপ ৷ এরপরই কোনওরকম ঝুঁকি না নিয়েই বাঘকে খাঁচায় বন্দী করার জন্য প্রস্তুত হয়ে জঙ্গলের মধ্যে খাঁচা রাখতে শুরু করে ঝাড়গ্রাম বনদপ্তর ৷ সুন্দরবন থেকে আনা হয় একটি খাঁচা, ঝাড়গ্রামেও রাখা হয় আরও একটি ছোটো খাঁচা ৷ বাঘকে বন্দী করার জন্যই আজ বিকেল থেকে খাঁচা পাতা শুরু করে ঝাড়গ্রাম বনদপ্তরের কর্মীরা ৷ বাঘের টোপ হিসেবে রাখা হয় একটি ছাগলও ৷

উল্লেখ্য, 2018 সালে পশ্চিম মেদিনীপুর জেলায় বাঘ বেরিয়েছিল ৷ সেই বাঘকে খাঁচাবন্দী করার জন্য খাঁচা পাতা হয়েছিল ৷ সেই সময়ও খাঁচায় রাখা হয়েছিল ছাগল ৷ কিন্তু, বাঘটিকে খাঁচাবন্দি করতে পারেনি বনবিভাগ ৷ বাঘের নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয়েছিল ৷ তারপরও শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারটি মারা পড়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ৷ তাই এইবার প্রথম থেকেই কোনও রকম ঢিলেমি দিতে নরাজ বনদপ্তর ৷ তাই প্রথমদিন কেটে যাওয়ার পরই খাঁচা পাতার কাজ শুরু করে দিয়েছে বনদপ্তর ৷ 5 নম্বর রাজ্য সড়কের পাশেই মালাবতির জঙ্গলের কাছে পাতা হয়েছে খাঁচা ৷ এই খাঁচা দিয়েই বাঘবন্দী করা হবে ৷

Intro:বাঘ বন্দী খেলার মেতে উঠল ঝাড়্গ্রাম, এবার বাঘকে খাঁচাবন্দি করতে খাঁচা পাতলো বনদপ্তর ,খাঁচায় রাখা হলো বাঘের টোপ হিসেবে ছাগলকে l
Body:বাঘ বন্দী খেলার মেতে উঠল ঝাড়্গ্রাম, এবার বাঘকে খাঁচাবন্দি করতে খাঁচা পাতলো বনদপ্তর ,খাঁচায় রাখা হলো বাঘের টোপ হিসেবে ছাগলকে l

গত দুদিন ধরে অজানা জন্তুর আশঙ্কায় কাঁপছে জঙ্গলমহল ঝাড়গ্রাম এবং সেই অজানা্ জন্তু যে বাঘ, সে বিষয়ে সন্দেহ নেই সকলের l তাই কোনরকম রিক্স না নিয়েই বাঘকে খাঁচায় বন্দি করার জন্য প্রস্তুত হয়ে জঙ্গলের মধ্যে খাঁচা রাখতে শুরু করলো ঝাড়গ্রাম বনদপ্তর l সুন্দরবন থেকে আনা একটি খাঁচা এবং ঝাড়গ্রামে থাকা একটি ছোট খাঁচাকে বাঘ বন্দি করার জন্যই এদিন বিকেল থেকে পাততে শুরু করে ঝাড় গ্রামের এর বনদপ্তর এর কর্মীরা এবং বাঘের টোপ হিসেবে রাখা হয় ছাগলকে l যেমনভাবে 2018 সালে পশ্চিম মেদিনীপুর পিড়াকাটার জঙ্গলে বাঘকে বন্দি করার জন্য খাঁচা পাতা হয়েছিল l উল্লেখ গত 2018 সালে পশ্চিম মেদিনীপুর জেলায় যে বাঘ বেরিয়েছিল সেই বাঘকে খাচায় বন্দি করার জন্য খাঁচা পাতা হয়েছিল সেই সময় এবং সে খাঁচায় রাখা হয়েছিল ছাগল l বহু জায়গা থেকে ছাগল ক্রয় করেছিল বনদপ্তর এবং শেষ পর্যন্ত যদিও বাঘকে খাঁচাবন্দি করতে পারেনি l সিসিটিভি ফুটেজ বাঘের ছবি ফুটে উঠেছিল সেই সময়, এছাড়া বাঘের নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তৎকালীন সময়ে শেষ পর্যন্ত রয়েল বেঙ্গল টাইগার টি মারা যায় স্থানীয় মানুষদের দ্বারা l তাঁকে বাঁচানো যায়নি শেষ পযন্ত l তাই এবারে প্রথম থেকেই কোন রকম কোথাও ঢিলেমি দিতে রাজি হয়নি বনদপ্তর l সামান্যটুকুও ভুল করতে রাজি হচ্ছে না তারা l তাই তারা প্রথম দিন কেটে যাওয়ার পরেই খাঁচা পাতার কাজ শুরু করে দিয়েছে জঙ্গলমহল তথা লক্ষণপুর এর জঙ্গলে l 5 নম্বর রাজ্য সড়কের পাশেই মালাবতির জঙ্গলের কাছে পাতা হয়েছে খাঁচা ,এই খাঁচা দিয়েই বাঘ বন্দি করা হবে l যদিও প্রকাশ্যে বলে অজানা জন্তু কে এখনো বাঘ বলে মানতে রাজি হয়নি বনদপ্তর l তারা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছেন ,তবে তাঁরা নতুন বিপদের গন্ধ পাওয়ায় খাঁচা পাতার কাজ শুরু করেছেন l যাতে বাঘ না হয়ে যদি অন্য কোন জন্তু হয় ,তা সে যেন মারা না যায় সাধারণ মানুষের হাতে এবং তার দ্বারা যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় সে বিষয়ে নজর রেখেছে ঝাড়গাম বনদপ্তর l Conclusion:বাঘ বন্দী খেলার মেতে উঠল ঝাড়্গ্রাম, এবার বাঘকে খাঁচাবন্দি করতে খাঁচা পাতলো বনদপ্তর ,খাঁচায় রাখা হলো বাঘের টোপ হিসেবে ছাগলকে l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.