চন্দ্রকোনা, 17 জুন: সিপিএম ও আইএসএফ প্রার্থীর মনোনয়ন তুলে নেওয়ার জন্য রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে । এই ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কৃষ্ণপুরে । পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে ৷ তবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে বিরোধীদের ।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-2 ব্লকের ভগবন্তপুর-1 গ্রাম পঞ্চায়েতে আইএসএফ প্রার্থী দিয়েছে 6টি ও সিপিএম প্রার্থী দিয়েছে 3টি আসনে । পঞ্চায়েত সমিতিতে আইএসএফ দিয়েছে 1টি ও সিপিএম 1টি মনোনয়ন । সিপিএম ও আইএসএফ প্রার্থীদের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরেই তা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল ৷ হুমকি দেওয়া হচ্ছে ৷ ওই এলাকার কৃষ্ণপুর-সহ বেশ কয়েকটি এলাকায় এই ধরনের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ।
![Panchayat Elections 2023](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-06-2023/wb-wmid-01-chandrakona-tmc-sasani-vis-wb10035_17062023120530_1706f_1686983730_253.jpg)
আইএসএফ ও সিপিএম প্রার্থীদের আরও অভিযোগ, নির্বাচন কমিশন থেকে পুলিশ ও প্রশাসনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ কিন্তু কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ । শুক্রবার রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ ৷ পুলিশের আধিকারিকরা কথা বলেন বিরোধী দলের প্রার্থীদের সঙ্গে । পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন আইএসএফ ও সিপিএমের প্রার্থীরা । সেই কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাছাড়া মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ হওয়ার পর থেকে কৃষ্ণপুর এলাকায় রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে ৷ তা সত্ত্বেও এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আইএসএফ ও সিপিএমের প্রার্থীরা । তাঁদের দাবি, সিভিক ভলান্টিয়াররা শাসক দলের হয়ে কাজ করছেন ৷
আরও পড়ুন: সুরক্ষা কবচে তাঁর বাড়িতে রাত্রিবাস করেন জুন, তৃণমূলের সেই একনিষ্ঠ কর্মী টিকিট না পেয়ে বাম প্রার্থী
আইএসএফ প্রার্থী নাজিয়া বিবি ও সিপিএম প্রার্থী শাকিলা খাতুনের বক্তব্য, ‘‘আমরা শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার জন্য এই ভোটের লড়াই করছি । কিন্তু মনোনয়ন দেওয়ার পরে দেখছি শাসক দল তৃণমূলের লোকজন আমাদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে । তারা বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে ৷ বাড়িতে হুমকি দিচ্ছে ৷ এই ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ আমরা বিষয়টি অভিযোগ জানিয়েছি ৷ কিন্তু পুলিশ কোনোরকম কাজ করছে না । আমরা আতঙ্কে রয়েছি ।’’
যদিও এই বিষয়ে আইএসএফ ও সিপিএম প্রার্থীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । পশ্চিম মেদিনীপুরের ভগবন্তপুর-1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক আরমান আলি খান বলেন, ‘‘এলাকায় সন্ত্রাস নেই৷ এটাই প্রমাণিত ৷ কারণ, সমস্ত বিরোধী দল প্রার্থী দিয়েছে । আর তাই নির্বাচনের আগে হেরে যাওয়ার ভয়ে ওরা এসব মিথ্যা অভিযোগ করছে । ওদের সংগঠন নেই, মানুষ ওদের সঙ্গে নেই । বাম আমল থেকে এই এলাকায় বিরোধী রাজনৈতিক দল ভোটে অংশ নিতে পারতো না ৷ এবারের পঞ্চায়েত ভোটে এলাকা থেকে বিরোধীরা মনোনয়ন করতে পেরেছে ।’’
আরও পড়ুন: তৃণমূল মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে, হাওড়ায় অভিযোগ বিজেপি প্রার্থীর