চন্দ্রকোনা, 2 ফেব্রুয়ারি: খাতায় কলমে এখনও আসন্ন বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি ৷ তার আগেই দুই যুযুধান শিবিরের মধ্যে চলছে আক্রমণ ও পাল্টা আক্রমণ ৷ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি ৷ গতকাল চন্দ্রকোনায় তৃণমূলের তরফে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল ৷ তার আগে শহরে লাগানো হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়, যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্রের কাটআউট ৷ কিন্তু মহাযজ্ঞ অনুষ্ঠানের আগের দিন রাতেই ছিঁড়ে ফেলা হল পোস্টার ৷ কাট আউটে লেপে দেওয়া হল কালি ৷ তৃণমূলের অভিযোগের তির বিজেপির দিকে ৷ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ যদিও মহাযজ্ঞ পর্ব শেষ হয় নির্বিঘ্নেই ৷
আরও পড়ুন : হিন্দমোটরে প্রবীর ঘোষালের পোস্টারে কালি
রাজ্যজুড়ে বিজেপি অশান্তির বাতাবরণ তৈরি করছে ৷ শান্তি ফেরাতে তৃণমূলের তরফে সোমবার চন্দ্রকোনার মেঠানিতে আয়োজন করা হয় মহাযজ্ঞ ৷ মহাযজ্ঞে অংশ নেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র । যজ্ঞকে কেন্দ্র করেই লাগানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সৌমেন মহাপাত্রের পোস্টার, কাটআউট ৷ তবে মহাযজ্ঞ শুরুর আগের রাতে কেউ বা কারা কাটআউটে কালি লেপে দেয় । তৃণমূলের দাবি, বিজেপি নির্লজ্জভাবে কালি দিয়েছে দলনেত্রী ও দলের অন্যান্য নেতাদের কাট আউটে । বিজেপির পাল্টা দাবি, নির্বাচনের আগে প্রচারে আসার জন্যই এসব বলছে তৃণমূল ৷ সবমিলিয়ে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "বিজেপি যেভাবে রাজ্যজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং নৈরাজ্য অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, তা ঠেকাতেই আমরা মহাযজ্ঞের আয়োজন করেছিলাম চন্দ্রকোনাতে। কিন্তু রাতের অন্ধকারে নির্লজ্জ বিজেপির নেতা-কর্মীরা আমাদের নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট ছিঁড়ে ফেলেছে এবং কালি দিয়ে নষ্ট করেছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । গোটা রাজ্যজুড়ে বিজেপি যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তার প্রতিবাদ জানাচ্ছি ।"
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী ও বিধায়কের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি নিশীথ দাস বলেন, "তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটা আউট ছেঁড়া এবং তার উপর কালি লাগানোর সঙ্গে কোনওভাবেই বিজেপি যুক্ত নয়। এখানে একটি শম্ভুনাথ বাবার মন্দির রয়েছে। সেখানে যজ্ঞের মাধ্যমে বিভেদ সৃষ্টি করতে চাইছে তৃণমূল । তাই তারা ধর্মীয় উস্কানির জন্য এই মহাযজ্ঞ করছে।"