ETV Bharat / state

মাঠ থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ - ঘাটালে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ

ঘাটাল থানার ঈশ্বরপুরে আজ সকালে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গৃহবধূকে অন্য কোথাও মেরে মাঠে ফেলে দেওয়া হয়েছে ।

photo
author img

By

Published : Nov 3, 2019, 11:50 PM IST

ঘাটাল, 3 নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঈশ্বরপুরে আজ সকালে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ।


ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । অগ্নিদগ্ধ মৃতদেহটি এক গৃহবধূর । পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুমনা মেটারি (36) । সুমনার বাড়ি ঈশ্বরপুর এলাকাতেই । তাঁর স্বামীর নাম রাজু মেটারি ।


স্থানীয়সূত্রে জানা যায়, আজ সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান সুমনা ৷ পরে স্থানীয় বাসিন্দারা দেখেন সুমনার অগ্নিদগ্ধ দেহ পড়ে আছে মাঠে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গৃহবধূকে অন্য কোথাও মেরে মাঠে ফেলে দেওয়া হয়েছে । কারণ দেহের চারপাশে মাঠে আগুনে পোড়ার কোনও চিহ্ন নেই । তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ ৷

ঘাটাল, 3 নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঈশ্বরপুরে আজ সকালে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ।


ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । অগ্নিদগ্ধ মৃতদেহটি এক গৃহবধূর । পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুমনা মেটারি (36) । সুমনার বাড়ি ঈশ্বরপুর এলাকাতেই । তাঁর স্বামীর নাম রাজু মেটারি ।


স্থানীয়সূত্রে জানা যায়, আজ সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান সুমনা ৷ পরে স্থানীয় বাসিন্দারা দেখেন সুমনার অগ্নিদগ্ধ দেহ পড়ে আছে মাঠে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গৃহবধূকে অন্য কোথাও মেরে মাঠে ফেলে দেওয়া হয়েছে । কারণ দেহের চারপাশে মাঠে আগুনে পোড়ার কোনও চিহ্ন নেই । তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ ৷

Intro:Body:
মাঠের ধান জমিতে মহিলার অগ্নিদ্গ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঈশ্বরপুর এলাকায়, স্বামী স্ত্রীর গন্ডগোল না অন্য কোন কারণ খতিয়ে দেখছে পুলিশ ,


সাত সকালে মাঠের ধান জমিতে মহিলার অগ্নিদ্গ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঈশ্বরপুর এলাকায় l মাঠে কাজ করতে গিয়ে রবিবার সকালে স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় l ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় l অগ্নিদগ্ধ মৃত গৃহবধূর পরিচয় জানা গেছে বলে খবর l ঘাটাল থানার পুলিশ জানায়,বছর 36 এর মৃত গৃহবধূর নাম সুমনা মেটারি,ঈশ্বরপুর এলাকাতেই বাড়ি ,মৃতার স্বামীর নাম রাজু মেটারি l এই সুমনা মেটারি ও রাজু মেটারি পরস্পর স্বামী স্ত্রী একসঙ্গে ভালোভাবে থাকতেন ঈশ্বরপুরে কিন্তু সকাল বেলায় দুজনের মধ্যে সামান্য কিছু ব্যাপার নিয়ে একটু রাগারাগি হয় l তারপর থেকেই সুমনা কে খুঁজে পাওয়া যাচ্ছিল না l এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে বাড়িতেই অপেক্ষা করছিল সুমনার ফিরে আসার কিন্তু পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা খবর দেন সুমনা পড়ে আছে মাঠের মধ্যে খানে এবং পুরো অগ্নিদগ্ধ অবস্থায় l পরনের সম্পূর্ণ জামা কাপড় সহ শরীর পুরো ঝলসে গেছে l যদিও আশেপাশে কোন আগুনের চিহ্ন ছিল না l কী করে ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হলেন তার কারণ এখনও জানা যায়নি l অগ্নিদগ্ধ গৃহবধূ শরীরের পোশাক সম্পুর্ন পুড়ে ঝলসে যাওয়ায় এবং মাঠের ধান জমিতে মৃতদেহটি যে জায়গায় পড়ে রয়েছে সেখানে আগুনের কোনও চিহ্ন না থাকায় ,গৃহবধূকে অন্য কোথাও মেরে মাঠের মাঝে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের l তবে এত কম সময়ের মধ্যে কিভাবে এ কাণ্ড ঘটলো সে বিষয়ে তদন্ত করছে ঘাটাল থানার পুলিশ, সুমনা ও রাজুর একটি বড় মেয়ে রয়েছে l মৃতার বৌদি ঝরনা সিং জানান সকালবেলায় আমি খবর পাই যে নন্দাই এসে বলছে দেখো না তোমার বোন ঝগড়া করে তার দাদার সাথে ঘর থেকে বেরিয়ে গেছে l এই কথা শোনামাত্র আমরাও বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করি কিন্তু খোঁজ পাইনি l কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দাদের মুখে শুনি সুমনা মাঠের মধ্যে খানে পড়ে রয়েছে ধান জমিতে অগ্নিদগ্ধ অবস্থায় ,এই অবস্থা কি করে হলো তা ভেবে উঠতে পারছি না lConclusion:মাঠের ধান জমিতে মহিলার অগ্নিদ্গ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঈশ্বরপুর এলাকায়, স্বামী স্ত্রীর গন্ডগোল না অন্য কোন কারণ খতিয়ে দেখছে পুলিশ ,
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.