ETV Bharat / state

চন্দ্রকোণায় পুকুর ভরাটের অভিযোগ, আটক আর্থমুভার, ট্রাক্টর - আটক ট্রাক্টর

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগ ৷ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত আর্থমুভার, মাটিবোঝাই ট্রাক্টর ৷

wb_wmid_02_chandrakona_pukur_bojano_vis_7204519
চন্দ্রকোণায় পুকুর ভরাটের অভিযোগ, আটক আর্থ মুভার, ট্রাক্টর
author img

By

Published : Apr 30, 2021, 6:17 PM IST

চন্দ্রকোণা, 30 এপ্রিল : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় একের পর এক জলাশয় বুজিয়ে ফেলার অভিযোগ উঠছে একদল অসাধু প্রোমোটারের বিরুদ্ধে ৷ পুকুর চুরি রুখতে এবার অভিযানে নামল সংশ্লিষ্ট প্রশাসন ৷ বাজেয়াপ্ত করা হল জলাশয় ভরাটের কাজে ব্য়বহৃত আর্থমুভার ও ট্রাক্টর ৷

তথ্য বলছে, চন্দ্রকোণার পৌর এলাকাগুলি কার্যত মাটি মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ৷ বুজিয়ে ফেলা হচ্ছে একাধিক পুকুর ও জলাশয় ৷ অভিযোগ, সব জেনেও উদাসীন পৌর প্রশাসন ৷

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-1 ব্লকের ক্ষীরপাই পৌরসভা এলাকায় গত কয়েক মাস ধরেই মাটি মাফিয়াদের রমরমা কারবার চলছে ৷ পৌর এলাকায় একাধিক ছোট, বড় পুকুর ভরাট করে ফেলা হচ্ছে ৷ ফাঁকি দেওয়া হচ্ছে রাজস্ব ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পৌরসভার কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ কিছুদিন আগে পৌরসভার ভবন লাগোয়া একটি বড় পুকুর ভরাটের পরই পৌর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শুরু হয় কানাঘুষো ৷ কাঠগড়ায় তোলা হয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ৷

আরও পড়ুন : পুকুর ভরাটে কড়া কলকাতা পৌরনিগম

এর পাশাপাশি, ক্ষীরপাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একটি বড় জলাশয় বেশ কয়েকদিন ধরেই ভরাটের কাজ চলছিল ৷ অসিত মল্লিক নামে এলাকারই এক প্রমোটার এই কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ৷ ভূমি রাজস্ব দফতর ও চন্দ্রকোণা থানার ক্ষীরপাই ফাঁড়ির আধিকারিকদের কানেও বিষয়টি পৌঁছয় ৷ এরপরই টনক নড়ে প্রশাসনের ৷ শুক্রবার ঘটনাস্থল থেকে মাটি ভরাটের কাজে ব্য়বহৃত আর্থমুভার ও মাটিবোঝাই চারটি ট্রাক্টর আটক করে প্রশাসন ৷

চন্দ্রকোণা, 30 এপ্রিল : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় একের পর এক জলাশয় বুজিয়ে ফেলার অভিযোগ উঠছে একদল অসাধু প্রোমোটারের বিরুদ্ধে ৷ পুকুর চুরি রুখতে এবার অভিযানে নামল সংশ্লিষ্ট প্রশাসন ৷ বাজেয়াপ্ত করা হল জলাশয় ভরাটের কাজে ব্য়বহৃত আর্থমুভার ও ট্রাক্টর ৷

তথ্য বলছে, চন্দ্রকোণার পৌর এলাকাগুলি কার্যত মাটি মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ৷ বুজিয়ে ফেলা হচ্ছে একাধিক পুকুর ও জলাশয় ৷ অভিযোগ, সব জেনেও উদাসীন পৌর প্রশাসন ৷

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-1 ব্লকের ক্ষীরপাই পৌরসভা এলাকায় গত কয়েক মাস ধরেই মাটি মাফিয়াদের রমরমা কারবার চলছে ৷ পৌর এলাকায় একাধিক ছোট, বড় পুকুর ভরাট করে ফেলা হচ্ছে ৷ ফাঁকি দেওয়া হচ্ছে রাজস্ব ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পৌরসভার কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ কিছুদিন আগে পৌরসভার ভবন লাগোয়া একটি বড় পুকুর ভরাটের পরই পৌর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শুরু হয় কানাঘুষো ৷ কাঠগড়ায় তোলা হয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ৷

আরও পড়ুন : পুকুর ভরাটে কড়া কলকাতা পৌরনিগম

এর পাশাপাশি, ক্ষীরপাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একটি বড় জলাশয় বেশ কয়েকদিন ধরেই ভরাটের কাজ চলছিল ৷ অসিত মল্লিক নামে এলাকারই এক প্রমোটার এই কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ৷ ভূমি রাজস্ব দফতর ও চন্দ্রকোণা থানার ক্ষীরপাই ফাঁড়ির আধিকারিকদের কানেও বিষয়টি পৌঁছয় ৷ এরপরই টনক নড়ে প্রশাসনের ৷ শুক্রবার ঘটনাস্থল থেকে মাটি ভরাটের কাজে ব্য়বহৃত আর্থমুভার ও মাটিবোঝাই চারটি ট্রাক্টর আটক করে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.