ETV Bharat / state

IIT Kharagpur: মালয়েশিয়ায় প্রতিষ্ঠান গড়ছে আইআইটি খড়গপুর - IIT Kharagpur to set up institute in Malaysia

মালয়েশিয়ায় প্রতিষ্ঠান গড়তে চলেছে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)৷ সেখানকার অধিকর্তা ভিকে তিওয়ারি শনিবার সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা জানিয়েছেন ৷

IIT Kharagpur File image
আইআইটি খড়গপুর
author img

By

Published : Dec 25, 2022, 10:18 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর: এ বার মালয়েশিয়ায় প্রতিষ্ঠান তৈরি করবে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)৷ সেখানকার অধিকর্তা ভিকে তিওয়ারি শনিবার বলেন যে, ভারতের বাইরে শীর্ষ মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রিমিয়ার ইনস্টিটিউট পরিকল্পনার অংশ হিসাবে, অদূর ভবিষ্যতে মালয়েশিয়াতে একটি আইআইটি তৈরি হবে বলে আশা করা হচ্ছে । আইআইটি খড়গপুরের (IIT Kharagpur to set up institute in Malaysia) 68তম সমাবর্তনে বক্তব্য রাখার সময় তিওয়ারি বলেন যে, ইনস্টিটিউটটি বিশ্বের শীর্ষ 10টি ইনস্টিটিউটের মধ্যে থাকার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ৷

তিওযারি বলেছেন, "আইআইটি খড়গপুরের লক্ষ্য হল আইআইটি মালয়েশিয়া প্রতিষ্ঠা করে শিক্ষার শ্রেষ্ঠত্বের বিশ্বব্যাপী মাপকাঠি হয়ে ওঠা, যা ভারতীয় শিক্ষার মানকে উন্নীত করে উচ্চশিক্ষার আন্তর্জাতিক ক্ষেত্রে তার বিশ্বব্যাপী পদচিহ্ন স্থাপনে প্রতিষ্ঠানের জন্য একটি বড় পদক্ষেপ হবে ৷" তিওয়ারি জানান, ইনস্টিটিউটটি তার 75টি উদ্ভাবনের একটি সংকলন তৈরি করেছে ৷ গত দুই বছরে আইআইটি খড়গপুরের প্রকল্প উদ্ভাবনের সাফল্যের ঘটনাগুলি তালিকাভুক্ত করে তিনি বলেন, করোনাভাইরাসের জন্য কোভিরাপ ডায়াগনস্টিক কিট 6.7 কোটি টাকায় বিক্রি হয়েছিল, অন্যান্য অনেকগুলি সফল নতুন ডিভাইস এক কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে । অধিকর্তার কথায়, "আমরা 25টি চিহ্নিত উদ্ভাবনকে সমর্থন করছি ৷ ইনস্টিটিউটটি 260-শয্যার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস স্থাপন করেছে ৷" তিনি আরও বলেন, "বিনোদ গুপ্ত থেকে সুন্দর পিচাই, আইআইটি খড়গপুরের অনেক প্রাক্তন এই ইনস্টিটিউটের জন্য খ্যাতি বয়ে এনেছে ৷"

আরও পড়ুন: জাঁকজমকের সঙ্গে পালিত হল খড়গপুর আইআইটি’র 68তম সমাবর্তন

সমাবর্তনের প্রধান অতিথি, হেরনস বনসাই লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার পিটার চ্যান এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ৷ তিনি 1962 সালে পাশ করেছেন ৷ তিনি বলেন যে, আইআইটি খড়গপুরের ছাত্র হিসেবে তিনি গর্বিত ৷ সমস্ত উদ্ভাবনের ফলে বহু-বিষয়ক এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যত উজ্জ্বল বলে উল্লেখ করে তিনি বলেন যে, ভবিষ্যতে আইআইটিগুলিকেও জলবায়ু পরিবর্তনে ডিগ্রি প্রদান করা উচিত । শিক্ষার্থীদের এবং ইনস্টিটিউট উভয়কেই মহাকাশ বিজ্ঞানের মতো কোর্স বেছে নিতে বলে তিনি বলেন, "আপনি স্থির থাকতে পারবেন না, অনুগ্রহ করে সময়ের সঙ্গে এগিয়ে চলুন । পিছিয়ে থাকবেন না ৷"

সমাবর্তন অনুষ্ঠানে 40 জন বিশিষ্ট প্রাক্তন ছাত্রের সঙ্গে ইনস্টিটিউটের 9 জন লাইফ ফেলোকে পুরস্কৃত করা হয় । 9 জন শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ অধ্যয়নের ক্ষেত্রে স্বর্ণপদক এবং 26টি রৌপ্য পদক প্রদান করা হয় এই অনুষ্ঠানে ৷

কলকাতা, 24 ডিসেম্বর: এ বার মালয়েশিয়ায় প্রতিষ্ঠান তৈরি করবে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)৷ সেখানকার অধিকর্তা ভিকে তিওয়ারি শনিবার বলেন যে, ভারতের বাইরে শীর্ষ মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রিমিয়ার ইনস্টিটিউট পরিকল্পনার অংশ হিসাবে, অদূর ভবিষ্যতে মালয়েশিয়াতে একটি আইআইটি তৈরি হবে বলে আশা করা হচ্ছে । আইআইটি খড়গপুরের (IIT Kharagpur to set up institute in Malaysia) 68তম সমাবর্তনে বক্তব্য রাখার সময় তিওয়ারি বলেন যে, ইনস্টিটিউটটি বিশ্বের শীর্ষ 10টি ইনস্টিটিউটের মধ্যে থাকার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ৷

তিওযারি বলেছেন, "আইআইটি খড়গপুরের লক্ষ্য হল আইআইটি মালয়েশিয়া প্রতিষ্ঠা করে শিক্ষার শ্রেষ্ঠত্বের বিশ্বব্যাপী মাপকাঠি হয়ে ওঠা, যা ভারতীয় শিক্ষার মানকে উন্নীত করে উচ্চশিক্ষার আন্তর্জাতিক ক্ষেত্রে তার বিশ্বব্যাপী পদচিহ্ন স্থাপনে প্রতিষ্ঠানের জন্য একটি বড় পদক্ষেপ হবে ৷" তিওয়ারি জানান, ইনস্টিটিউটটি তার 75টি উদ্ভাবনের একটি সংকলন তৈরি করেছে ৷ গত দুই বছরে আইআইটি খড়গপুরের প্রকল্প উদ্ভাবনের সাফল্যের ঘটনাগুলি তালিকাভুক্ত করে তিনি বলেন, করোনাভাইরাসের জন্য কোভিরাপ ডায়াগনস্টিক কিট 6.7 কোটি টাকায় বিক্রি হয়েছিল, অন্যান্য অনেকগুলি সফল নতুন ডিভাইস এক কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে । অধিকর্তার কথায়, "আমরা 25টি চিহ্নিত উদ্ভাবনকে সমর্থন করছি ৷ ইনস্টিটিউটটি 260-শয্যার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস স্থাপন করেছে ৷" তিনি আরও বলেন, "বিনোদ গুপ্ত থেকে সুন্দর পিচাই, আইআইটি খড়গপুরের অনেক প্রাক্তন এই ইনস্টিটিউটের জন্য খ্যাতি বয়ে এনেছে ৷"

আরও পড়ুন: জাঁকজমকের সঙ্গে পালিত হল খড়গপুর আইআইটি’র 68তম সমাবর্তন

সমাবর্তনের প্রধান অতিথি, হেরনস বনসাই লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার পিটার চ্যান এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ৷ তিনি 1962 সালে পাশ করেছেন ৷ তিনি বলেন যে, আইআইটি খড়গপুরের ছাত্র হিসেবে তিনি গর্বিত ৷ সমস্ত উদ্ভাবনের ফলে বহু-বিষয়ক এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যত উজ্জ্বল বলে উল্লেখ করে তিনি বলেন যে, ভবিষ্যতে আইআইটিগুলিকেও জলবায়ু পরিবর্তনে ডিগ্রি প্রদান করা উচিত । শিক্ষার্থীদের এবং ইনস্টিটিউট উভয়কেই মহাকাশ বিজ্ঞানের মতো কোর্স বেছে নিতে বলে তিনি বলেন, "আপনি স্থির থাকতে পারবেন না, অনুগ্রহ করে সময়ের সঙ্গে এগিয়ে চলুন । পিছিয়ে থাকবেন না ৷"

সমাবর্তন অনুষ্ঠানে 40 জন বিশিষ্ট প্রাক্তন ছাত্রের সঙ্গে ইনস্টিটিউটের 9 জন লাইফ ফেলোকে পুরস্কৃত করা হয় । 9 জন শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ অধ্যয়নের ক্ষেত্রে স্বর্ণপদক এবং 26টি রৌপ্য পদক প্রদান করা হয় এই অনুষ্ঠানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.