ETV Bharat / state

ধসে গিয়েছে কংক্রিট পোল, ভেঙে তছনছ রাস্তা; জল নামতেই কঙ্কালসার ঘাটাল

author img

By

Published : Aug 6, 2021, 4:20 PM IST

ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন । চরম দুর্দশার শিকার হচ্ছেন এলাকাবাসীরা । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন নাগাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্গতদের সাহায্য করার । জলবন্দি এলাকাগুলিতে আটকে পড়া মানুষদের চিকিৎসা থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য যাতায়াত করতে হচ্ছে ডিঙি বা নৌকায় ।

Ghatal Flood Situation
ঘাটালের ছবি

ঘাটাল, 6 অগস্ট : ঘাটালের বেশ কিছু এলাকায় ধীরে ধীরে জল নামতে শুরু করেছে । আর এই জল নামতেই ফের কঙ্কালসার চেহারা উঠে আসছে । বিশেষ করে মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় জল নামতেই বেরিয়ে এসেছে বিবর্ণ চিত্র । কোথাও জলের পাইপ ফেটে পড়েছে । কোথাও আবার কংক্রিটের ঢালাই রাস্তা ভেঙে পড়েছে ।

Ghatal Flood Situation
ঘাটালের ছবি

এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা থেকে চাষের জমি পুরোটাই জলমগ্ন ছিল বিগত কয়েকদিন ধরে । ঘাটালের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এখনও জলমগ্ন থাকলেও, মনসুকা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় বন্যার জল নামছে ধীরে ধীরে । বেশ কিছু এলাকায় জলের স্রোতে ধসে গিয়েছে কংক্রিট পোল, ভেঙে তছনছ রাস্তা । কঙ্কালসার চেহারা গ্রাম সড়ক যোজনার রাস্তারও । ভেঙে গিয়েছে রাস্তার অর্ধেক অংশ । দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে পথচলতি মানুষদের মনে ।

কঙ্কালসার ঘাটাল
জল নামতেই কঙ্কালসার ঘাটাল

রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে খড়ার থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । বিস্তর ক্ষতির মুখে পানীয় জলের পাইপ ।

এদিকে ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন । চরম দুর্দশার শিকার হচ্ছেন এলাকাবাসীরা । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন নাগাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্গতদের সাহায্য করার । জলবন্দি এলাকাগুলিতে আটকে পড়া মানুষদের চিকিৎসা থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য যাতায়াত করতে হচ্ছে ডিঙি বা নৌকায় । ঘাটাল পৌরসভার 17 নং ওয়ার্ডে অসুস্থ এক শিশুকে চিকিৎসা করিয়ে তার বাবা নৌকায় করে জল পেরিয়ে বাড়িতে নিয়ে যান । অপরদিকে এদিন ঘাটালের ঘোলসাই গ্রামের এক প্রসূতিতে বাড়ি থেকে ঘাটাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ।

জলমগ্ন ঘাটাল
যদিও এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা বলেন, "মুখ্যমন্ত্রী প্রায় সাতবার কেন্দ্রকে বলেছেন ঘাটাল মাস্টারপ্ল্যান করার জন্য । কিন্তু কেন্দ্র কোনও ভ্রুক্ষেপ করছে না । কেন্দ্র কোনও কারণ ছাড়াই মাস্টারপ্ল্যানের কাজ শুরু করছে না । কিছুতেই অনুমোদন দিচ্ছে না । এই মাস্টার প্ল্যানের অনীহার জন্য মরতে হচ্ছে এই চন্দ্রকোণা, ঘাটালের মানুষদের । যদিও এই জল নামার পরে আমরা খুব দ্রুত বৈঠকে বসব সবাইকে নিয়ে যেখানে প্রশাসনে আধিকারিকরা ও মন্ত্রীরা থাকবেন । আমাদের প্রধান উদ্দেশ্যই জল নামলেই এলাকাকে কীভাবে দ্রুত পূর্বের অবস্থায় ফেরানো যায় তার ব্যবস্থা করা ।"
এলাকা পরিদর্শনে মন্ত্রী মানস ভুঁইঞা

ঘাটাল, 6 অগস্ট : ঘাটালের বেশ কিছু এলাকায় ধীরে ধীরে জল নামতে শুরু করেছে । আর এই জল নামতেই ফের কঙ্কালসার চেহারা উঠে আসছে । বিশেষ করে মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় জল নামতেই বেরিয়ে এসেছে বিবর্ণ চিত্র । কোথাও জলের পাইপ ফেটে পড়েছে । কোথাও আবার কংক্রিটের ঢালাই রাস্তা ভেঙে পড়েছে ।

Ghatal Flood Situation
ঘাটালের ছবি

এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা থেকে চাষের জমি পুরোটাই জলমগ্ন ছিল বিগত কয়েকদিন ধরে । ঘাটালের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এখনও জলমগ্ন থাকলেও, মনসুকা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় বন্যার জল নামছে ধীরে ধীরে । বেশ কিছু এলাকায় জলের স্রোতে ধসে গিয়েছে কংক্রিট পোল, ভেঙে তছনছ রাস্তা । কঙ্কালসার চেহারা গ্রাম সড়ক যোজনার রাস্তারও । ভেঙে গিয়েছে রাস্তার অর্ধেক অংশ । দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে পথচলতি মানুষদের মনে ।

কঙ্কালসার ঘাটাল
জল নামতেই কঙ্কালসার ঘাটাল

রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে খড়ার থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । বিস্তর ক্ষতির মুখে পানীয় জলের পাইপ ।

এদিকে ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন । চরম দুর্দশার শিকার হচ্ছেন এলাকাবাসীরা । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন নাগাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্গতদের সাহায্য করার । জলবন্দি এলাকাগুলিতে আটকে পড়া মানুষদের চিকিৎসা থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য যাতায়াত করতে হচ্ছে ডিঙি বা নৌকায় । ঘাটাল পৌরসভার 17 নং ওয়ার্ডে অসুস্থ এক শিশুকে চিকিৎসা করিয়ে তার বাবা নৌকায় করে জল পেরিয়ে বাড়িতে নিয়ে যান । অপরদিকে এদিন ঘাটালের ঘোলসাই গ্রামের এক প্রসূতিতে বাড়ি থেকে ঘাটাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ।

জলমগ্ন ঘাটাল
যদিও এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা বলেন, "মুখ্যমন্ত্রী প্রায় সাতবার কেন্দ্রকে বলেছেন ঘাটাল মাস্টারপ্ল্যান করার জন্য । কিন্তু কেন্দ্র কোনও ভ্রুক্ষেপ করছে না । কেন্দ্র কোনও কারণ ছাড়াই মাস্টারপ্ল্যানের কাজ শুরু করছে না । কিছুতেই অনুমোদন দিচ্ছে না । এই মাস্টার প্ল্যানের অনীহার জন্য মরতে হচ্ছে এই চন্দ্রকোণা, ঘাটালের মানুষদের । যদিও এই জল নামার পরে আমরা খুব দ্রুত বৈঠকে বসব সবাইকে নিয়ে যেখানে প্রশাসনে আধিকারিকরা ও মন্ত্রীরা থাকবেন । আমাদের প্রধান উদ্দেশ্যই জল নামলেই এলাকাকে কীভাবে দ্রুত পূর্বের অবস্থায় ফেরানো যায় তার ব্যবস্থা করা ।"
এলাকা পরিদর্শনে মন্ত্রী মানস ভুঁইঞা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.