খড়্গপুর, 24 জুলাই : উচ্চমাধ্যমিকে অকৃকার্য হওয়ায় ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে এদিন বেলার দিক থেকেই ৷ চলছে পরীক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ ৷ গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর বিক্ষোভ ছড়িয়ে পড়ল । ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতন । বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া । স্কুলের আসবাব বাইরে এনে চলল ভাঙচুরও ৷ ছাত্রছাত্রীদের অভিযোগ, অন্যায়ভাবে ফেল করানো হয়েছে তাদের । স্কুল চত্বরে এমন ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকাতেও ৷ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশকে ৷
এদিন মেদিনীপুর শহরের বেশ কিছু স্কুলে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা ৷ খড়্গপুরেও দেখা যায় একই ছবি ৷ এখানে ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে পড়ুয়ারা শুধু অবরোধই নয়, স্কুলের আসবাবপত্র ভাঙচুর পর্যন্ত করে ৷ বিক্ষোভকারী পড়ুয়ারা জানায়, অকৃতকার্য হয়ে তারা প্রথমে অবরোধ করে ৷ কেন তাদের ফেল করানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের থেকে জানতে চাওয়া হলে স্কুলের তরফ থেকে কোনও সদুত্তর না দেওয়াতেই তারা স্কুলের চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে ৷
এদিন খড়্গপুরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে দেখা যায়, একের পর এক শ্রেণিকক্ষ থেকে চেয়ার-টেবিল বের করে আনতে থাকে ছাত্ররা এবং দেদার ভাঙতে থাকে সেগুলি ৷ তাদের অভিযোগ, 200 জন ছাত্রছাত্রীর মধ্যে 30 জনকে ফেল করানো হয়েছে । তাদের অবিলম্বে পাশ করাতে হবে । কারণ কোভিড পরিস্থিতির জন্য এবছর পরীক্ষা নেওয়া হয়নি ৷ পরীক্ষাই যখন নেওয়া হল না, তাদের ফেল কী করে করানো হল ? বিক্ষোভকারীদের দাবি, স্কুলের গাফিলতির জন্য তারা অকৃতকার্য হয়েছে ৷ কারণ স্কুলের তরফে যা নম্বর পাঠানো হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরি হয়েছে ৷ তাই অকৃতকার্যদের পাশ করানোর দায়িত্বও স্কুলেরই ৷
এদিন রেল শহর খড়্গপুরের বিভিন্ন স্কুলে প্রতিবাদে নামে ছাত্রছাত্রীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকেও আসরে নামতে হয় অনেক ক্ষেত্রে ৷ পুলিশের কাছেও এদিন পরীক্ষার্থীরা তাদের পাশ করানোর দাবি জানায় ।
আরও পড়ুন : HS Result : ফেল 11 পরীক্ষার্থী, পাশ না করালে আত্মহত্যার হুমকি ছাত্রীদের