চন্দ্রকোনা, 11 মার্চ: প্রথমে নিজের দু'বছরের কন্যাকে বিষ খাওয়ালেন তিনি ৷ এরপর নিজে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক গৃহবধূর ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷ শিশু কন্যা এবং গৃহবধূকে ভরতি করা হয়েছে ঘাটাল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বওড়া গ্রামে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও বিষ খাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশের। কারণ পরিবারের সদস্যদের বক্তব্য, তারা তখন বাড়িতে ছিলেন না ৷ ঘটনাস্থলে ছিলেন না গৃহবধূর স্বামীও (Housewife poisons herself and her two year old daughter)।
জানা গিয়েছে, চন্দ্রকোনার বওড়া গ্রামের বাসিন্দা চঞ্চল সিং'য়ের স্ত্রী সুচিত্রা ৷ বাড়িতে কেউ না-থাকার সুযোগে শনিবার সকালে নিজের দু'বছরের কন্যা সন্তানকে কীটনাশক খাওয়ান তিনি ৷ তারপর সুচিত্রা নিজেও কীটনাশক খান । তড়িঘড়ি পরিবারের সদস্যরা তা জানতে পেরে প্রথমে তাঁদের দু'জনকে ক্ষীরপাই হাসপাতালে ভরতি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।
যদিও সুচিত্রার শাশুড়ি গৌরী সিংয়ের দাবি, তাঁর ছেলে গাড়ির চালক । ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি ৷ আর তাঁরাও ছিলেন মাঠে। তবে কী কারণে নাতনিকে নিয়ে বউমা বিষ খেল, বিষয়টি তাঁর জানা নেই । তিনি জানান, কয়েকদিন ধরে বৌমা বলছিল তাঁর মন ভালো নেই । আজকে তাঁরা যখন মাঠে কাজ করছিলেন সেই সময় পাশের বাড়ির প্রতিবেশীরা খবর দেয় যে বৌমা বিষ খেয়েছেন । গৌরী সিং বলেন, "এই ঘটনা শোনার পরই দৌড়ে ফিরে আসি আমরা মাঠ থেকে এবং দু'জনকে ভরতি করা হয়েছে হাসপাতালে । এর বেশি কিছুই আমরা জানি না ।"
দু'জনেই আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন । যদিও এই ঘটনার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে । খতিয়ে দেখছে বিষ খাওয়ার কারণ ৷ পারিবারিক অশান্তি না অন্য কোন কাহিনী রয়েছে, সে বিষয় তদন্ত করে দেখা হচ্ছে ।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্ত্রী'র বিরুদ্ধে