খড়গপুর, 9 জানুয়ারি : বিয়ের পাঁচ মাস পর কলেজ যাওয়ার পথে উধাও হয়ে গিয়েছিলেন গৃহবধূ (housewife Missing in Kharagpur) ৷ তাঁর 24 ঘণ্টা পর বাড়িতে বার্তা পাঠান, ভাল আছেন তিনি ৷ সেই মেসেজ নিয়ে এবার পুলিশের দ্বারস্থ গৃহবধূর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৷ নিখোঁজ গৃহবধূর নাম অর্চনা ভঞ্জ ৷ গত 3 জানুয়ারি কলেজ যাওয়ার নাম করে বেরিয়ে ছিলেন তিনি ৷ তার পর থেকেই নিখোঁজ হয়ে যান অর্চনা ৷ ঘটনায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই গৃহবধূ বাড়ি ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে (Housewife Escape With Her Lover) ৷ তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷
জানা গিয়েছে, খড়গপুর থানা এলাকার চক গোবিন্দপুরের বাসিন্দা তাপস সুরের সঙ্গে বিয়ে হয় অর্চনা ভঞ্জর ৷ ডেবরা কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অর্চনা বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন ৷ সেই মতো তাঁর পড়াশোনা চলছেও ৷ কিন্তু, গত 3 জানুয়ারি কলেজ যাওয়ার নাম করে বেরিয়ে আর বাড়ি ফেরেননি অর্চনা ৷ বাড়ির লোকজন এর পরেই খোঁজ শুরু করে ৷ প্রায় 24 ঘণ্টা পরে অর্চনা তাঁর মায়ের ফোনে মেসেজ পাঠান, তিনি ভাল আছেন ৷ সেই মেসেজ পেয়ে পরিবারের লোকজন প্রথমে ডেবারা থানায় যান ৷ কিন্তু সেই থানার আওতায় না ছাত্রীর বাড়ি না হওয়ায়, পরে খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করা হয় ৷
আরও পড়ুন : Howrah Extramarital Affair Case : প্রেমিকদের সঙ্গে আসানসোল থেকে আটক হাওড়ার নিশ্চিন্দার দুই গৃহবধূ
পুলিশ সূত্রে খবর, ওই গৃহবধূ তাঁর মায়ের ফোনে মেসেজে লিখেছেন, ‘‘আমি বাইরে চলে এসেছি ৷ যেখানেই আছি, ভাল আছি ৷ যার সঙ্গে ভাল থাকতে পারব, তাঁর কাছেই আছি ৷’’ মেসেজ পেয়ে পরিবারের দুশ্চিন্তা বেড়েছে বলে দাবি তাঁদের ৷ অভিযোগ, সেই মেসেজ নিয়ে কখনও খড়গপুর লোকাল থানায়, তো কখনও সাইবার থানায় দৌড়াচ্ছেন তাঁরা ৷ 6দিন হয়ে গেলেও পুলিশ তাঁদের মেয়ের খোঁজ দিতে পারেনি ৷ বধূর পরিবারের দাবি, মেয়েকে খুঁজে দিতে হবে ৷
আরও পড়ুন : Howrah Extramarital Affair Case : ‘স্বামীসঙ্গে’র অভাব, চাহিদা মেটাতেই ঘর ছেড়েছিলেন দুই গৃহবধূ
অন্যদিকে অর্চনা ভঞ্জের শ্বশুরবাড়ির দাবি, কোনও সমস্যা ছিল না তাঁদের সঙ্গে ৷ কিন্তু, হঠাৎ করে তিনি কেন বাড়ি ছাড়লেন ? অর্চনার বাবার দাবি, তাঁর মেয়ে কারও প্ররোচনায় এই কাজ করেছেন ৷ স্বামী তাপস সূর এবং তাঁর বাড়ির লোকজনও অর্চনার খোঁজ চালাচ্ছেন ৷
তবে, পুলিশের ধারণা অর্চনার বিয়ের আগেই হয়তো কারও সঙ্গে সম্পর্ক ছিল ৷ প্রশ্ন উঠছে, সেই সম্পর্কের কথা কি তাঁর বাবা-মা জানতেন না ৷ নাকি সম্পর্ক মেনে না নেওয়ার জন্যই অন্যত্র মেয়েকে বিয়ে দিয়েছিলেন ৷ আর তার জেরেই বিয়ের পাঁচ মাস পর বাড়ি ছেড়েছেন অর্চনা ৷ এই সব প্রশ্নের উত্তর এখনও পায়নি পুলিশ ৷ তাই পুলিশও বিষয়টি নিয়ে সাবধানে এগোচ্ছে ৷