দাঁতন, 6 জুন : স্কুলের মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি দাঁতন থানা এলাকার একমলিপুর গ্রামের । এই ঘটনায় ওই শিক্ষকের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকসহ ছাত্রছাত্রীরা । পরে পুলিশ গিয়ে আটক করে ওই শিক্ষককে ।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার একামলিপুর গ্রামে দৈবকীনন্দন পাল নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মিড-ডে মিলের চাল চুরি করার অভিযোগ উঠল রবিবার । জানা গিয়েছে, বিদ্যালয়ের মিড-ডে মিলের চাল স্কুলে না রেখে তাঁর বাড়িতে নিয়ে চলে এসেছেন প্রধান শিক্ষক । এই খবর জানতে পেরে ওই স্কুলের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে চাল চুরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান ।
পঞ্চায়েত সদস্য এলেও বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে যান । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতন থানার পুলিশ । দৈবকীনন্দন পাল নামে ওই প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ । চাপের মুখে তিনি বলেন, ‘‘এই চাল বাড়িতে মজুত করা তাঁর ভুল হয়েছে ।’’ যদিও জয়েন্ট বিডিও জানান, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।
উল্লেখ্য অতিমারি পরিস্থিতিতে এখন বন্ধ রয়েছে স্কুল-কলেজ । বিশেষ বিশেষ ক্ষেত্রে অনলাইনে ক্লাস করানো হচ্ছে । এরই মধ্যে বিভিন্ন স্কুলের মিড-ডে মিলের চাল-ডাল দেওয়া হচ্ছে মাসের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে । তবে এই পরিস্থিতিতে চাল চুরির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দাঁতনের একমলিপুর । পুলিশ তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন : খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুললেন কৈলাস
যদিও ওই শিক্ষক স্বীকার করে নিয়েছেন এই চাল মজুত রাখা সঠিক হয়নি । তবে প্রশ্ন উঠছে, কেন তিনি এই চাল মজুত করতে গেলেন নিজের বাড়িতে । তাছাড়া এই চাল কেন সঠিক সময়ে দিয়ে দেওয়া হল না নির্দিষ্ট স্কুলের বাচ্চাদের মধ্যে । সে নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন ।