ETV Bharat / state

Gunfire : শ্মশানে দাহ করার সময় চলল গুলি, মেদিনীপুর জুড়ে আতঙ্ক - শ্মশানে দাহ করার সময় চলল গুলি

ঘটনার খবর পেয়ে পদ্মাবতী শ্মশান ঘাটে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি । যদিও কানঘুষাে এবং পুলিশ সূত্রে খবর, পুরানো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে ।

gunfire
gunfire
author img

By

Published : Aug 28, 2021, 11:04 PM IST

মেদিনীপুর, 28 অগস্ট : আত্মীয়ের শেষকৃত্যের জন্য শ্মশানে এসেছিলেন ৷ আর সেখানেই কিছু দুষ্কৃতীর পাল্লায় পড়ে প্রাণটাই খোয়াতে বসেছিলেন মেদিনীপুরের বাসিন্দা অভিজিৎ গোপ ৷ বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গেলেও দুষ্কৃতীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় ৷ আর তাতেই মেদিনীপুর শহর জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক ৷

মেদিনীপুর শহরে বজরঙ ক্লাবের কাছেই থাকেন অভিজিৎ গোপ ৷ আত্মীয় মারা যাওয়ায় মেদিনীপুরের মহতাবপুর পদ্মাবতী শ্মশান ঘাট এলাকায় শেষকৃত্যের জন্য আসেন । দাহ কার্য চলার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে একজনের খবর জানতে চায় । অভিযোগ, এরপরই অভিজিতের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করতে যায় দুষ্কৃতীরা ৷ কিন্তু সেই সময় একটি বাস সামনে চলে আসায় দুষ্কৃতীদের ঠেলে দিয়ে রাস্তার পাশে চলে আসেন । গুলি চালাতে ব্যর্থ হয়ে আকাশ পানে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা ৷ তারপর পালিয়ে যায় । এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা । আতঙ্কে মানুষ ঘরে দোর দিয়েছে ৷

আরও পড়ুন : Toy Train : পাহাড়ে ধসের জেরে রবিবার বন্ধ থাকবে শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘটনার খবর পেয়ে পদ্মাবতী শ্মশান ঘাটে আসে মেদিনীপুর থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি । যদিও কানঘুষাে এবং পুলিশ সূত্রে খবর, পুরানো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে । তবে ওই যুবক তা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই । দীর্ঘদিন আমরা কোভিডর জন্য ঘরেই ছিলাম । সম্প্রতি একজন আত্মীয় মারা যাওয়ায় শ্মশানে দাহ করতে এসেছি ৷ কিন্তু সেখানেও দুষ্কৃতীরা এসে গুলি চালাচ্ছে ৷ আমরা এর বিচার চাই ।"

মেদিনীপুর, 28 অগস্ট : আত্মীয়ের শেষকৃত্যের জন্য শ্মশানে এসেছিলেন ৷ আর সেখানেই কিছু দুষ্কৃতীর পাল্লায় পড়ে প্রাণটাই খোয়াতে বসেছিলেন মেদিনীপুরের বাসিন্দা অভিজিৎ গোপ ৷ বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গেলেও দুষ্কৃতীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় ৷ আর তাতেই মেদিনীপুর শহর জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক ৷

মেদিনীপুর শহরে বজরঙ ক্লাবের কাছেই থাকেন অভিজিৎ গোপ ৷ আত্মীয় মারা যাওয়ায় মেদিনীপুরের মহতাবপুর পদ্মাবতী শ্মশান ঘাট এলাকায় শেষকৃত্যের জন্য আসেন । দাহ কার্য চলার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে একজনের খবর জানতে চায় । অভিযোগ, এরপরই অভিজিতের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করতে যায় দুষ্কৃতীরা ৷ কিন্তু সেই সময় একটি বাস সামনে চলে আসায় দুষ্কৃতীদের ঠেলে দিয়ে রাস্তার পাশে চলে আসেন । গুলি চালাতে ব্যর্থ হয়ে আকাশ পানে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা ৷ তারপর পালিয়ে যায় । এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা । আতঙ্কে মানুষ ঘরে দোর দিয়েছে ৷

আরও পড়ুন : Toy Train : পাহাড়ে ধসের জেরে রবিবার বন্ধ থাকবে শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘটনার খবর পেয়ে পদ্মাবতী শ্মশান ঘাটে আসে মেদিনীপুর থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি । যদিও কানঘুষাে এবং পুলিশ সূত্রে খবর, পুরানো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে । তবে ওই যুবক তা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই । দীর্ঘদিন আমরা কোভিডর জন্য ঘরেই ছিলাম । সম্প্রতি একজন আত্মীয় মারা যাওয়ায় শ্মশানে দাহ করতে এসেছি ৷ কিন্তু সেখানেও দুষ্কৃতীরা এসে গুলি চালাচ্ছে ৷ আমরা এর বিচার চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.