ETV Bharat / state

হিজলিতে পাইপলাইন বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ 1 - pipeline

হিজলি স্টেশনে ওয়াশিং পাইপলাইন বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, চলেছে গুলি । জখম 4 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

শিবা সাবান্ত
author img

By

Published : Apr 22, 2019, 11:50 AM IST

Updated : Apr 22, 2019, 12:24 PM IST

হিজলি, 22 এপ্রিল : স্টেশনে ওয়াশিং পাইপলাইন বসানোকে কেন্দ্র করে চলল গুলি। গতরাতে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-বালেশ্বর বিভাগের হিজলি স্টেশন সংলগ্ন ঝুলি এলাকায় । স্থানীয় সূত্রে খবর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলে । এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর হামলা চালায়। গুলি এবং তরোয়ালের আঘাতে দু'পক্ষের 4 জন জখম হয় । এদের মধ্যে 3 জনকে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং 1 জনকে খড়গপুর হাসপাতালে ভরতি করা হয় । গতরাতেই গুলিবিদ্ধ শিবা সাবান্তকে আশঙ্কাজনক অবস্থায় খড়গপুর হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অন্য তিনজন জখমের নাম সাহিল সোনকার, হেমান্ত সোনকার ও ধর্মরাজ সোনকার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য


স্থানীয় সূত্রে খবর, পাইপলাইন বসানোকে কেন্দ্র করে তিনমাস ধরে ঝুলি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল । এই উত্তেজনা কমাতে রবিবার সন্ধেয় দু'পক্ষের বৈঠক হয় । বৈঠক থেকে ফেরার পথে দুই গোষ্ঠীর লোকজন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে । ঘটনার পর পুলিশবাহিনী ঝুলি এলাকায় টহল শুরু করে ।

উল্লেখ্য, পাইপলাইন বসানোকে কেন্দ্র করে একসময় এই ঝুলি এলাকা মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠত । তবে সম্প্রতি এই এলাকায় অশান্তি কমে গেছিল । কিন্তু গতরাতে ফের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে ।

হিজলি, 22 এপ্রিল : স্টেশনে ওয়াশিং পাইপলাইন বসানোকে কেন্দ্র করে চলল গুলি। গতরাতে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-বালেশ্বর বিভাগের হিজলি স্টেশন সংলগ্ন ঝুলি এলাকায় । স্থানীয় সূত্রে খবর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলে । এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর হামলা চালায়। গুলি এবং তরোয়ালের আঘাতে দু'পক্ষের 4 জন জখম হয় । এদের মধ্যে 3 জনকে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং 1 জনকে খড়গপুর হাসপাতালে ভরতি করা হয় । গতরাতেই গুলিবিদ্ধ শিবা সাবান্তকে আশঙ্কাজনক অবস্থায় খড়গপুর হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অন্য তিনজন জখমের নাম সাহিল সোনকার, হেমান্ত সোনকার ও ধর্মরাজ সোনকার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য


স্থানীয় সূত্রে খবর, পাইপলাইন বসানোকে কেন্দ্র করে তিনমাস ধরে ঝুলি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল । এই উত্তেজনা কমাতে রবিবার সন্ধেয় দু'পক্ষের বৈঠক হয় । বৈঠক থেকে ফেরার পথে দুই গোষ্ঠীর লোকজন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে । ঘটনার পর পুলিশবাহিনী ঝুলি এলাকায় টহল শুরু করে ।

উল্লেখ্য, পাইপলাইন বসানোকে কেন্দ্র করে একসময় এই ঝুলি এলাকা মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠত । তবে সম্প্রতি এই এলাকায় অশান্তি কমে গেছিল । কিন্তু গতরাতে ফের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে ।

Intro:ট্রেড ফেয়ার 2018 এসে শিল্প নষ্টের কারণ বামদের আন্দোলন কেই দায়ী করলেন পরিবহন মন্ত্রী ।


Body:আগে একটা বাৎসরিক বনধ হতো আর সেই বনধের দিনে তাস খেলে , হইহুল্লোড় করে , পিকনিক করে একটা কর্মদিবস নষ্ট করে দিত তৎকালীন বাম সরকার সহ তাবড় তাবড় নেতারা । আমরা এসে শিল্পের পরিবেশ তৈরি করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও বনধ কড়া হাতে দমন করে আজ শিল্পকে একটা নতুন দিশা দেখিয়েছেন এরকমই মন্তব্য করলেন পরিবহন মন্ত্রী তথা সাংসদ শুভেন্দু অধিকারী । এদিন তিনি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গনের এসেছিলেন ন্যাশনাল লেভেল ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম কাম এম এস এম ই ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার 2018 উদ্বোধন অনুষ্ঠানে । এই মেলার আয়োজক কনফেডারেশন অফ পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি , এই মেলা চলবে আগামী কয়েকদিন । এ বছরে মেলা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল, মূলত কৃষি ক্ষুদ্র ও মাঝারি শিল্প কে উৎসাহ দিতেই এ মেলার আয়োজন । এখানে 25 টি প্যাভেলিয়ন সহ মোট 65 টি স্টল রয়েছে , এই স্টলে উৎসাহী যুবক-যুবতীরা যারা পড়াশোনা করে কোন চাকরি পায়নি তারা নিজেদের কর্মদক্ষতা ও কৌশল কে কাজে লাগিয়ে নতুন নতুন হস্তশিল্প ও কর্ম শিল্পের নিপুন দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের ছোট ছোট ব্যবসা পত্রের জিনিস স্টলে রেখেছেন যা নজর কাড়ছে । সেই মেলায় উদ্বোধনে এসে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন বিগত 2-3 বছর আগে বাম সরকার একটা বাৎসরিক বনধ ডাকত , যে বনধ কর্মনাশা বনধ এবং হৈ-হুল্লোড় তাস খেলে তারা একটি দিন কাটিয়ে দিত । সেইটা মুখ্যমন্ত্রী নির্দেশে বন্ধ করা গেছে , তাছাড়া বিগত বাম সরকারের আমলে বনধ এর জন্য বহু কোম্পানি এই রাজ্য ছেড়ে এবং জেলা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে । তাই মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বনধ কোনোভাবেই করা যাবে না । আগে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছিল ধু ধু মাঠ সেই মাঠ এখন শিল্পের জন্য উপযুক্ত করে দেওয়া হয়েছে এবং সেখানে গড়ে উঠেছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক । যেকোনো তাবড় তাবড় নেতারা এই বনধ ডেকে দিত এবং গল্প-গুজব পিকনিকের মাধ্যমে বনধ কে তারা উপভোগ করত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই সব বনধে আমাদের রাজ্য সচল করে রেখেছেন , তাই একটা নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে এসেছে আমাদের এই রাজ্য তথা জেলা যার অনুপ্রেরণা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী নিজেই । আমরা বেরিয়ে এসেছি ভেঙে দাও গুড়িয়ে দাও পুড়িয়ে দাও রাজনীতি থেকে , যা তৎকালীন বামফ্রন্টের সরকার এগুলি করত এবং শ্রমিক সংকট এবং শ্রমিকদের প্রতি হুলিয়া জারি করে এই ধরনের বনধ করতো যাতে করে বহু শিল্পউদ্যোগী পালাতে বাধ্য হয়েছেন । আজ একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি এনভারমেন্ট তৈরি হয়েছে যা মুখ্যমন্ত্রী হাত ধরেই , তাছাড়া তিনি বলেন বর্তমানে কেন্দ্র সরকার যে ধরনের জি এস টি ও নোট বন্দি করেছেন তাতে অনেকাংশে ব্যবসা-বাণিজ্যে প্রভূত ক্ষতি হয়েছে এ ক্ষেত্রে অনেকটাই ধাক্কা খেয়েছে এম এস এম ই । তবে তা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছে আমরাও অনেক ভাবে হেল্প করেছি আগামী দিনে আরো ভালোভাবে গড়ে উঠবে শিল্পাঞ্চল । এভাবে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী বলা বাহুল্য এই দিন শুভেন্দু অধিকারীর ছবি তুলতে গিয়ে শুভেন্দু বাবুর দেহরক্ষীর হাতে কিছুটা হেনস্থার শিকার হলেন সাংবাদিকরা । এদিন শুভেন্দু বাবু যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন তখন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয় । বাধার পাশাপাশি কে কতটা ছবি তুলবে সে বিষয়ে পরামর্শ দিয়ে বসেন সাংবাদিকদের শুভেন্দু বাবুর দেহরক্ষীরা , টিভিতে এতটা দেখাবেন না তো তুলছেন কেন । এই ঘটনায় কিছুটা ক্ষুব্ধ সাংবাদিকরা শুভেন্দু বাবুর মঞ্চ ছাড়েন ।


Conclusion:শিল্প না আসার কারণ বিরোধীদের বনধ কেই দায়ী করলেন শুভেন্দু
Last Updated : Apr 22, 2019, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.