ETV Bharat / state

SIT থেকে CBI-র কাছে গেল কুণালের মামলা - মহকুমা আদালত

Kunal Ghosh
কুনাল ঘোষ
author img

By

Published : Mar 6, 2020, 2:00 PM IST

ঘাটাল, 76 মার্চ: আদালতের নির্দেশ অনুযায়ী ঘাটালে কুনাল ঘোষের সারদার একটি মামলা সিটের হাত থেকে CBI-র হাতে গেল ৷ 2013 সালে কুণাল ঘোষের নামে একটি মামলা দায়ের হয় ঘাটাল আদালতে, সেই ঘটনার প্রেক্ষিতেই 2014 সালে কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হয় ৷ কুনাল ঘোষের আইনজীবীর আর্জি ছিল এই মামলাটিকে আলিপুরে মূল মামলা RC 4-র সঙ্গে যুক্ত করার জন্য, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে মূল মামলার অন্তর্ভূক্ত করার নির্দেশ দিল ৷

সারদা মামলায় 2014 সালে গ্রেপ্তার হন কুনাল ঘোষ, কিন্তু 6 দিন পরই তার জামিন হয়ে যায় ৷ মামলাটি চললেও পুলিশ আজ অবধি চার্জশিট জমা দিতে পারেনি ৷ কুনাল ঘোষের আইনজীবী এই মামলায় তাকে বেকসুর খালাসের আবেদন জানায় ৷ তবে তা গ্রাহ্য করা হয়নি ৷ গত 6 ফেব্রুয়ারি CBI মামলাটি নিজেদের হেপাজতে নেওয়ার আর্জি জানায় আদালতে ৷

আদালতের রায় নিয়ে কুনাল ঘোষ ও তাঁর আইনজীবীর বক্তব্য

কুণাল ঘোষের আইনজীবী বলেন, মামলাটির আর্জি খারিজ করা হয়েছিল, সেটি কেপ্ট উইথ রেকর্ড রেখে মামলাটিকে আলিপুরে মুল মামলা RC 4-র সঙ্গে অন্তর্ভুক্ত করা হোক ৷ তবে ঘাটাল মহকুমা আদালতের বিচারপতি সবদিক বিচার-বিবেচনা করে আবেদনকে গ্রাহ্য করে মূল মামলার সঙ্গে ঘাটালের এই মামলাটিকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন ৷ আদালত থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘ এতদিন খামোখা ঘাটালে আমাকে হাজিরা দিতে যেতে হত ৷ এইবার কলকাতাতেই এক সঙ্গে আমি সব মামলার জন্য হাজিরা দিতে পারব ৷’’

ঘাটাল, 76 মার্চ: আদালতের নির্দেশ অনুযায়ী ঘাটালে কুনাল ঘোষের সারদার একটি মামলা সিটের হাত থেকে CBI-র হাতে গেল ৷ 2013 সালে কুণাল ঘোষের নামে একটি মামলা দায়ের হয় ঘাটাল আদালতে, সেই ঘটনার প্রেক্ষিতেই 2014 সালে কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হয় ৷ কুনাল ঘোষের আইনজীবীর আর্জি ছিল এই মামলাটিকে আলিপুরে মূল মামলা RC 4-র সঙ্গে যুক্ত করার জন্য, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে মূল মামলার অন্তর্ভূক্ত করার নির্দেশ দিল ৷

সারদা মামলায় 2014 সালে গ্রেপ্তার হন কুনাল ঘোষ, কিন্তু 6 দিন পরই তার জামিন হয়ে যায় ৷ মামলাটি চললেও পুলিশ আজ অবধি চার্জশিট জমা দিতে পারেনি ৷ কুনাল ঘোষের আইনজীবী এই মামলায় তাকে বেকসুর খালাসের আবেদন জানায় ৷ তবে তা গ্রাহ্য করা হয়নি ৷ গত 6 ফেব্রুয়ারি CBI মামলাটি নিজেদের হেপাজতে নেওয়ার আর্জি জানায় আদালতে ৷

আদালতের রায় নিয়ে কুনাল ঘোষ ও তাঁর আইনজীবীর বক্তব্য

কুণাল ঘোষের আইনজীবী বলেন, মামলাটির আর্জি খারিজ করা হয়েছিল, সেটি কেপ্ট উইথ রেকর্ড রেখে মামলাটিকে আলিপুরে মুল মামলা RC 4-র সঙ্গে অন্তর্ভুক্ত করা হোক ৷ তবে ঘাটাল মহকুমা আদালতের বিচারপতি সবদিক বিচার-বিবেচনা করে আবেদনকে গ্রাহ্য করে মূল মামলার সঙ্গে ঘাটালের এই মামলাটিকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন ৷ আদালত থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘ এতদিন খামোখা ঘাটালে আমাকে হাজিরা দিতে যেতে হত ৷ এইবার কলকাতাতেই এক সঙ্গে আমি সব মামলার জন্য হাজিরা দিতে পারব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.