ETV Bharat / state

মেদিনীপুর BDO অফিসের সামনে প্রতিবাদ, গ্রেপ্তার BJP-র 4 মহিলা সদস্য; পরে মুক্তি

BJP-র অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী এই মহামারীর সময়েও রাজনীতি করছেন শ্রমিকদের নিয়ে । আর এই বিষয়ে প্রতিবাদ করলে তাঁদের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে । দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে জামিন অযোগ্য ধারায় কেস । সেই কারণেই গতকাল, একাধিক অভিযোগের প্রতিবাদ জানিয়ে BDO অফিসের সামনে BJP-র মহিলা মোর্চার সদস্যরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানান ।

ছবি
ছবি
author img

By

Published : May 13, 2020, 4:48 PM IST

মেদিনীপুর, 13 মে : বিদ্যুতের বিল মকুব, ভিনরাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনা ও অকারণে দলীয় নেতা-কর্মীদের হেনস্থার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন BJP-র মহিলা মোর্চার 4 সদস্য । গতকাল মেদিনীপুর BDO অফিসের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ জানাতে গেছিলেন মহিলা মোর্চার সদস্যরা । তখনই গ্রেপ্তার করা হয় তাঁদের ।

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দেশজুড়ে চলছে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ । তবে এই রাজ্যের ছবিটা কার্যত আলাদা । শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে চলছে কেন্দ্র-রাজ্য বিরোধ । BJP-র অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী এই মহামারীর সময়েও রাজনীতি করছেন শ্রমিকদের নিয়ে । আর এই বিষয়ে প্রতিবাদ করলে তাঁদের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে । দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে জামিন অযোগ্য ধারায় কেস । সেই কারণেই গতকাল, একাধিক অভিযোগের প্রতিবাদ জানিয়ে BDO অফিসের সামনে BJP-র মহিলা মোর্চার সদস্যরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানান । তবে সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউনের সমস্ত নিয়ম মেনেই এই প্রতিবাদ জানানো হয়েছিল । কিন্তু পুলিশ এসে ওই অবস্থান-বিক্ষোভ থেকে 4 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় ।

এই বিষয়ে BJP মহিলা মোর্চার জেলার সাধারণ সম্পাদিকা শম্পা মণ্ডল বলেন, " আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু দাবি-দাওয়া নিয়ে এই আন্দোলন করেছিলাম । সেখানে তৃণমূলের দলদাস পুলিশ-প্রশাসন আমাদের অবস্থান থেকে তুলে নিয়ে আসে । সকাল সাড়ে 11 থেকে বিকেল 4 পর্যন্ত আমাদের থানায় রাখা হয় । এরপর আমাদের আইনজীবী যথোপযুক্ত কাগজ দেখিয়ে আমাদের ছাড়ানোর ব্যবস্থা করেন । বর্তমানে পুলিশ-প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দিচ্ছি ।"




মেদিনীপুর, 13 মে : বিদ্যুতের বিল মকুব, ভিনরাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনা ও অকারণে দলীয় নেতা-কর্মীদের হেনস্থার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন BJP-র মহিলা মোর্চার 4 সদস্য । গতকাল মেদিনীপুর BDO অফিসের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ জানাতে গেছিলেন মহিলা মোর্চার সদস্যরা । তখনই গ্রেপ্তার করা হয় তাঁদের ।

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দেশজুড়ে চলছে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ । তবে এই রাজ্যের ছবিটা কার্যত আলাদা । শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে চলছে কেন্দ্র-রাজ্য বিরোধ । BJP-র অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী এই মহামারীর সময়েও রাজনীতি করছেন শ্রমিকদের নিয়ে । আর এই বিষয়ে প্রতিবাদ করলে তাঁদের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে । দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে জামিন অযোগ্য ধারায় কেস । সেই কারণেই গতকাল, একাধিক অভিযোগের প্রতিবাদ জানিয়ে BDO অফিসের সামনে BJP-র মহিলা মোর্চার সদস্যরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানান । তবে সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউনের সমস্ত নিয়ম মেনেই এই প্রতিবাদ জানানো হয়েছিল । কিন্তু পুলিশ এসে ওই অবস্থান-বিক্ষোভ থেকে 4 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় ।

এই বিষয়ে BJP মহিলা মোর্চার জেলার সাধারণ সম্পাদিকা শম্পা মণ্ডল বলেন, " আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু দাবি-দাওয়া নিয়ে এই আন্দোলন করেছিলাম । সেখানে তৃণমূলের দলদাস পুলিশ-প্রশাসন আমাদের অবস্থান থেকে তুলে নিয়ে আসে । সকাল সাড়ে 11 থেকে বিকেল 4 পর্যন্ত আমাদের থানায় রাখা হয় । এরপর আমাদের আইনজীবী যথোপযুক্ত কাগজ দেখিয়ে আমাদের ছাড়ানোর ব্যবস্থা করেন । বর্তমানে পুলিশ-প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দিচ্ছি ।"




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.