খড়গপুর, 20 জানুয়ারি : কলকাতায় CAA-র প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন শহরের নাট্যকর্মী ও বুদ্ধিজীবীরা ৷ গতকাল নাম না করে তাঁদের কুকুর বলেন, BJP সাংসদ সৌমিত্র খাঁ । আজ তাঁরই মন্তব্যকে উদ্ধৃত করে নাট্যকর্মী ও বুদ্ধিজীবীদের বাঁদর বললেন BJP নেতা সায়ন্তন বসু ।
খড়গপুর শহরে আজ একটি দলীয় কর্মসূচিতে এসেছিলেন সায়ন্তন । গাড়ি থেকে নেমেই যানজটের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন । দলীয় কর্মসূচিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "যারা একটা করে CAA বলেছিল তারা 500 টাকা করে পেয়েছে । দেখছেন এখন আর CAA -CAA ছি ছি বলছে না । কারণ টাকা পাচ্ছে না । সৌমিত্র খাঁর কুকুর শব্দে সমস্যা থাকলে বাঁদর লিখে দিন ।"
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল CAA প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমরা জানি না এটা (ভারত সরকার) কেন করল? এটার কোনও প্রয়োজন ছিল না৷ তবে বিষয়টি ভারতের অভ্যন্তরীণ।" এ বিষয়ে সায়ন্তনকে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন প্রয়োজন ছিল না CAA-র । আমার মনে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে যদি শেখ হাসিনা বা অন্য কোনও রাষ্ট্রপ্রধানের কোনও প্রশ্ন থাকে তাহলে ভারতের সরকারের কাছে তাদের করা উচিত । প্রয়োজনে সরকার তাদের উত্তর দেবে । এটা প্রয়োজন ছিল কি ছিল না, এটা ভারতের সরকারের বিষয় । ভারতের জনগণের বিষয় আমাদের বিষয় । এটা তো অস্বীকার করা যাবে না, বাংলাদেশের 34 শতাংশ হিন্দু জনসংখ্যা 71-এ 22 শতাংশ হয়ে, এখন 7 শতাংশে নেমেছে । এর জন্য বাংলাদেশের বিভিন্ন দল দায়ি ।
সব শেষে CAA ও NRC নিয়ে সায়ন্তন বলেন, এখানকার মুসলমান ভাইদের চিন্তা করার কোনও কারণ নেই । ওঁরা নিশ্চিন্তে থাকুক । আর মুসলিম অধ্যুষিত জায়গায় তৃণমূলের লিড? দেখুন না কী হবে । ভোট তো এখন হতেই থাকবে ।
আজকের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে সায়ন্তন বলেন, "যেখানে জনগণ আছে সেখানে যাব । যেখানে কুকুর বাঁদর থাকে সেখানে গিয়ে তো লাভ নেই ।"