ETV Bharat / state

ঝাড়গ্রামে বাজ পড়ে মৃত 5 - lightning strike News

বজ্রাঘাতে মৃত্যু হল ঝাড়গ্রামের পাঁচ জনের । ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে দু'জন মহিলা, জামবনি ব্লকে দু'জন পুরুষ এবং গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে ।

another lightning strike in Jhargram
ঝাড়গ্রামে ফের বাজ পড়ে মৃত্যু পাঁচ জনের
author img

By

Published : Jul 20, 2020, 8:42 PM IST

ঝাড়গ্রাম, 20 জুলাই : ঝাড়গ্রামে ফের বাজ পড়ে মৃত্যু হল পাঁচজনের । চাষের জমিতে কাজ করার সময় হঠাৎ বাজ পড়ে । আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার পাঁচ জন ।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে দু'জন মহিলা, জামবনি ব্লকে দু'জন পুরুষ এবং গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিজের জমিতে চাষের কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে সকলেরই । জামবনি ব্লক এর পড়িহাটি গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামে পৃথক দুটি ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের । পড়িহাটি গ্রামে শেখ মুক্তার (45) এবং বাঘঘৌবী গ্রামের নেপাল মুর্মুর (50) মৃত্যু হয়েছে । দু'জনেই নিজের জমিতে চাষের কাজ করছিলেন । সাঁকরাইল ব্লকের ধানঘোরি গ্রাম পঞ্চায়েতের দুধিয়ানালা গ্রামে চাষের কাজ করছিলেন তিনজন মহিলা হঠাৎ বাজ পড়ে দু'জন মহিলার মৃত্যু হয় ও একজন গুরুতর আহত হয় । মৃত দুই মহিলা হলেন যতন কালিন্দী (52) এবং সুন্দরী কালিন্দী (45) এছাড়াও আহত মহিলা হলেন শ্রীবাণী কালিন্দী (28) । আহত মহিলাটি বর্তমানে ভাঙাগড় হাসপাতালে চিকিৎসাধীন । গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের মুহুলি গ্রামে বাড়ির সামনে ফাঁকা জমি থেকে গোরু আনতে গিয়ে হঠাৎ বাজ পড়ে মৃত্যু হয় ক্ষিদিল মহাপাত্র (48) নামের এক ব্যক্তির ।

উল্লেখ্য, গতকাল গোপীবল্লভপুরে সংড়ো ও পায়রাকুলি দুই গ্রামে চাষের জমিতে চাষের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছিল রুবি নায়েক ( 35) নামের এক মহিলার এবং গুরুতরভাবে আহত হয়েছিল আরও 6 জন ।

ঝাড়গ্রাম, 20 জুলাই : ঝাড়গ্রামে ফের বাজ পড়ে মৃত্যু হল পাঁচজনের । চাষের জমিতে কাজ করার সময় হঠাৎ বাজ পড়ে । আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার পাঁচ জন ।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে দু'জন মহিলা, জামবনি ব্লকে দু'জন পুরুষ এবং গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিজের জমিতে চাষের কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে সকলেরই । জামবনি ব্লক এর পড়িহাটি গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামে পৃথক দুটি ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের । পড়িহাটি গ্রামে শেখ মুক্তার (45) এবং বাঘঘৌবী গ্রামের নেপাল মুর্মুর (50) মৃত্যু হয়েছে । দু'জনেই নিজের জমিতে চাষের কাজ করছিলেন । সাঁকরাইল ব্লকের ধানঘোরি গ্রাম পঞ্চায়েতের দুধিয়ানালা গ্রামে চাষের কাজ করছিলেন তিনজন মহিলা হঠাৎ বাজ পড়ে দু'জন মহিলার মৃত্যু হয় ও একজন গুরুতর আহত হয় । মৃত দুই মহিলা হলেন যতন কালিন্দী (52) এবং সুন্দরী কালিন্দী (45) এছাড়াও আহত মহিলা হলেন শ্রীবাণী কালিন্দী (28) । আহত মহিলাটি বর্তমানে ভাঙাগড় হাসপাতালে চিকিৎসাধীন । গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের মুহুলি গ্রামে বাড়ির সামনে ফাঁকা জমি থেকে গোরু আনতে গিয়ে হঠাৎ বাজ পড়ে মৃত্যু হয় ক্ষিদিল মহাপাত্র (48) নামের এক ব্যক্তির ।

উল্লেখ্য, গতকাল গোপীবল্লভপুরে সংড়ো ও পায়রাকুলি দুই গ্রামে চাষের জমিতে চাষের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছিল রুবি নায়েক ( 35) নামের এক মহিলার এবং গুরুতরভাবে আহত হয়েছিল আরও 6 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.