ETV Bharat / state

তৃণমূল কর্মীরা কাটমানি নেওয়ার সঙ্গে জড়িত নয় : ফিরহাদ - tmc

"তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাটমানি নেওয়ার সঙ্গে জড়িত নয় । ওয়ান পার্সেন্ট আছে । তাদের শুদ্ধিকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন । এই শুদ্ধিকরণের ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারেন ।"আজ চন্দ্রকোনায় জনসংযোগ যাত্রার পর একথা বললেন ফিরহাদ হাকিম ।

ফিরহাদ
author img

By

Published : Jun 21, 2019, 9:47 PM IST

চন্দ্রকোনা, 21 জুন : "অমিত শাহ ও তাঁর ছেলে বড়লোক হয়ে গেল । BJP-র বাবার ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি ডাকার ?" আজ চন্দ্রকোনায় জনসংযোগ যাত্রার পর একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।

লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পর এবার বিভিন্ন জেলায় ও ব্লক জনসংযোগ কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস । গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সব কর্মীদের একসাথে চলার পরামর্শ দেওয়া হল এই যাত্রার মূল উদ্দেশ্য । আজ চন্দ্রকোনার গাছশীতলা থেকে কালিকাপুর পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । এই যাত্রায় উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি , ফিরহাদ হাকিম ছাড়াও হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বরা । আগামীকাল কালিকাপুর থেকে ক্ষীরপাই পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।

জনসংযোগ যাত্রার পর ফিরহাদ হাকিম মুকুল রায়কে আক্রমণ করে বলেন, "পানামা কেলেঙ্কারিতে BJP-র এখানকার নেতা জড়িত । BJP-র বাবার ক্ষমতা আছে তাকে দল থেকে বার করা ? BJP বলত তিনি নারদ-সারদায় যুক্ত । BJP-র ক্ষমতা নেই তাকে দল থেকে বার করা । এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন । লোকসভায় কটা মাত্র আসন পেয়ে BJP যেভাবে উগ্রপন্থীদের মতো দখলের রাজনীতিতে মেতেছে এতে তাদের উগ্রপন্থী ছাড়া আর কিছু ভাবা যায় না । 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর রবীন্দ্রসংগীতের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছি । আমরা বিরোধীদের কোনও কার্যালয় দখল করিনি । রাতারাতি কাউকে ঘর ছাড়া করিনি ।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

কাটমানি ফেরত দেওয়ার প্রসঙ্গ ফিরহাদ বলেন, "তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাটমানি নেওয়ার সঙ্গে জড়িত নয় । ওয়ান পার্সেন্ট আছে । তাদের শুদ্ধিকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন । এই শুদ্ধিকরণের ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারেন । লোকসভা ভোটের আগে দলের শুদ্ধিকরণের জন্য কাটমানি বন্ধে জন্য একটি সেল গঠন করেছিলেন তিনি । যে সেলে নিজেদের নেতাকর্মীকে শুদ্ধিকরণের জন্য গ্রেপ্তারও করা হয়েছিল । এটা একমাত্র মমতা ব্যানার্জির দ্বারাই সম্ভব ।"

চন্দ্রকোনা, 21 জুন : "অমিত শাহ ও তাঁর ছেলে বড়লোক হয়ে গেল । BJP-র বাবার ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি ডাকার ?" আজ চন্দ্রকোনায় জনসংযোগ যাত্রার পর একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।

লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পর এবার বিভিন্ন জেলায় ও ব্লক জনসংযোগ কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস । গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সব কর্মীদের একসাথে চলার পরামর্শ দেওয়া হল এই যাত্রার মূল উদ্দেশ্য । আজ চন্দ্রকোনার গাছশীতলা থেকে কালিকাপুর পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । এই যাত্রায় উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি , ফিরহাদ হাকিম ছাড়াও হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বরা । আগামীকাল কালিকাপুর থেকে ক্ষীরপাই পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।

জনসংযোগ যাত্রার পর ফিরহাদ হাকিম মুকুল রায়কে আক্রমণ করে বলেন, "পানামা কেলেঙ্কারিতে BJP-র এখানকার নেতা জড়িত । BJP-র বাবার ক্ষমতা আছে তাকে দল থেকে বার করা ? BJP বলত তিনি নারদ-সারদায় যুক্ত । BJP-র ক্ষমতা নেই তাকে দল থেকে বার করা । এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন । লোকসভায় কটা মাত্র আসন পেয়ে BJP যেভাবে উগ্রপন্থীদের মতো দখলের রাজনীতিতে মেতেছে এতে তাদের উগ্রপন্থী ছাড়া আর কিছু ভাবা যায় না । 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর রবীন্দ্রসংগীতের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছি । আমরা বিরোধীদের কোনও কার্যালয় দখল করিনি । রাতারাতি কাউকে ঘর ছাড়া করিনি ।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

কাটমানি ফেরত দেওয়ার প্রসঙ্গ ফিরহাদ বলেন, "তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাটমানি নেওয়ার সঙ্গে জড়িত নয় । ওয়ান পার্সেন্ট আছে । তাদের শুদ্ধিকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন । এই শুদ্ধিকরণের ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারেন । লোকসভা ভোটের আগে দলের শুদ্ধিকরণের জন্য কাটমানি বন্ধে জন্য একটি সেল গঠন করেছিলেন তিনি । যে সেলে নিজেদের নেতাকর্মীকে শুদ্ধিকরণের জন্য গ্রেপ্তারও করা হয়েছিল । এটা একমাত্র মমতা ব্যানার্জির দ্বারাই সম্ভব ।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.