দাসপুর, 5 জানুয়ারি: চলন্ত স্কুলগাড়িতে লাগল আগুন ৷ এই ঘটনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল 12 জন পড়ুয়া-সহ এক অভিভাবক । চালকের বুদ্ধিমত্তায় উপস্থিত পড়ুয়ারা কোনওক্রমে প্রাণে বাঁচলেও চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় মারুতি ভ্যানটি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে । তদন্তে পুলিশ ।
গাড়ির চালক গণেশ দাস বলেন, "স্থানীয় হরিরামপুর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়াদের নিয়ে ফিরছিলাম আমি । প্রতিদিন যেভাবে ফিরি আজকেও সেই ভাবে ফেরার সময় এই রাস্তায় বিছানো খড়কুটো থেকেই আগুন লাগে বলে অনুমান । রাস্তায় মাঝে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকায় পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতে গিয়ে চাকার সঙ্গে এই খড়কুটো জড়িয়ে যায় এবং সেই ঘর্ষণের ফলেই ধোঁয়া বের হতে থাকে। পরবর্তীকালে গাড়িটিতে আগুন ধরে যায় । তবে বেগতিক বুঝতে পেরে গাড়িটা দাঁড় করিয়ে পড়ুয়াদের এবং অভিভাবকের নামিয়ে ফেলি । তারপরে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটা ।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুরের একটি বেসরকারি স্কুলে ছুটির পর পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিল মারুতি ভ্যানটি । গাড়িতে ছিল 10-12 জন পড়ুয়া এবং একজন অভিভাবক। ফেরার পথে দাসপুরের চাঁদপুরে গ্রামীণ রাস্তাতে বিছানো ছিল খড়কুটো । অনুমান, তার উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় ঘর্ষণের ফলে গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় । গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে চালক সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের নামিয়ে দেন । তারপরেই গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ । কারও কোনও ক্ষতি না হলেও মারুতি ভ্যানটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় । তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন:
1. কলকাতায় জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
2. পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
3. বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের, দেখুন ভিডিয়ো