চন্দ্রকোনা, 2 ডিসেম্বর : চন্দ্রকোনাতে ভরদুপুরে একটি মাটির বাড়ির টিনের ছাউনিতে আগুন। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। তবে বাড়ির সদস্যদের ক্ষতি না হলেও বাড়িটির ক্ষতি হয়েছে ৷
ভরদুপুরে বাড়িতে আগুন লাগলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। বুধবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড বেগুনবাড়ি এলাকায়। ওই এলাকায় প্রশান্ত রুইদাস নামের এক ব্যক্তির টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে আগুন লেগে যায়। নিমেষেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। টিনের ছাউনি থেকে আগুনের ধোঁয়া বেরতে থাকে। বাড়ির সদস্যরা দ্রুত ঘর ছেড়ে বের হয়ে আসে ৷ ঘটনা জানতে পেরেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয়েছে দমকলে। ঘটনাস্থানে আসে চন্দ্রকোনা থানার পুলিশ। কী করে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা। হতাহতের কোনও খবর নেই।
বাড়ি মালিক প্রশান্ত রুইদাস বলেন," আমরা তখন বাড়িতে ঘুমাচ্ছিলাম। আশেপাশে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি বাড়ির চালে আগুন জ্বলছে ৷ এরপর আশেপাশের লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। যদিও কি কারণে আগুন লাগল তা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। তবে আমাদের ক্ষতি হয়ে গেল।"