ETV Bharat / state

খড়গপুর IIT-র টেক মার্কেটে আগুন, পুড়ল 28টি দোকান

IIT ক্যাম্পাসের মধ্যে এই গুটিকয়েক দোকানে লোকজন কেনাকাটা করতে আসতেন দিনের বেলায় l মূলত সবজি, দর্জি , ভূষিমাল , সফট ড্রিঙ্ক এবং ভাতের দোকান ছিল l  কোনও কোনও দোকানে ফলও বিক্রি হত l গতরাতে হঠাৎ করে আগুন লেগে যায় l একটার পর একটা দোকানে আগুন ছড়াতে শুরু করে l

IIT
খড়গপুর আইআইটির টেক মার্কেটে বিধ্বংসী আগুন
author img

By

Published : Apr 25, 2020, 7:39 AM IST

খড়গপুর, 24 এপ্রিল : খড়গপুর IIT-র টেক মার্কেটে আগুনে পুড়ে গেল 28টি দোকান । গতরাতে ঘটনাটি ঘটে। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে l শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

লকডাউনের কারণে এলাকা ফাঁকা l IIT ক্যাম্পাসের মধ্যে গুটিকয়েক দোকানে লোকজন কেনাকাটা করতে আসতেন দিনের বেলায় l মূলত সবজি, দর্জি , ভূষিমাল , সফট ড্রিঙ্ক এবং ভাতের দোকান ছিল l কোনও কোনও দোকানে ফলও বিক্রি হত l গতরাতে হঠাৎ করে আগুন লেগে যায় l একটার পর একটা দোকানে আগুন ছড়াতে শুরু করে l

এই টেক মার্কেটের অপরদিকে রয়েছে IIT-র পরিত্যক্ত রুমগুলি । সেখানে কেউ না থাকায় প্রথমে নজরে আসেনি বিষয়টি l এরপর নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে দমকলে খবর দেন l দমকলের দুটটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে l ততক্ষণে দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে পুড়ে যায় প্রায় 28 টি দোকান l কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে l প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে । দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জন্যই এই আগুন লাগে l তবে তদন্ত না করে কোনও কিছুই বলা যাচ্ছে না l

IIT
দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ

খড়গপুর দমকল আধিকারিক নির্মল মুর্মু বলেন, “আমরা খবর পেয়েই গেছিলাম l আগুন নিভিয়ে দিয়েছি l প্রায় 28 টি দোকান পুড়ে গেছে l বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর চালাচ্ছি ।” যদিও স্থানীয়রা বলছেন, দোকানগুলির সামনে থাকা ট্রান্সফর্মার থেকেই এই বিপত্তি ঘটেছে l

খড়গপুর, 24 এপ্রিল : খড়গপুর IIT-র টেক মার্কেটে আগুনে পুড়ে গেল 28টি দোকান । গতরাতে ঘটনাটি ঘটে। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে l শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

লকডাউনের কারণে এলাকা ফাঁকা l IIT ক্যাম্পাসের মধ্যে গুটিকয়েক দোকানে লোকজন কেনাকাটা করতে আসতেন দিনের বেলায় l মূলত সবজি, দর্জি , ভূষিমাল , সফট ড্রিঙ্ক এবং ভাতের দোকান ছিল l কোনও কোনও দোকানে ফলও বিক্রি হত l গতরাতে হঠাৎ করে আগুন লেগে যায় l একটার পর একটা দোকানে আগুন ছড়াতে শুরু করে l

এই টেক মার্কেটের অপরদিকে রয়েছে IIT-র পরিত্যক্ত রুমগুলি । সেখানে কেউ না থাকায় প্রথমে নজরে আসেনি বিষয়টি l এরপর নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে দমকলে খবর দেন l দমকলের দুটটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে l ততক্ষণে দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে পুড়ে যায় প্রায় 28 টি দোকান l কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে l প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে । দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জন্যই এই আগুন লাগে l তবে তদন্ত না করে কোনও কিছুই বলা যাচ্ছে না l

IIT
দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ

খড়গপুর দমকল আধিকারিক নির্মল মুর্মু বলেন, “আমরা খবর পেয়েই গেছিলাম l আগুন নিভিয়ে দিয়েছি l প্রায় 28 টি দোকান পুড়ে গেছে l বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর চালাচ্ছি ।” যদিও স্থানীয়রা বলছেন, দোকানগুলির সামনে থাকা ট্রান্সফর্মার থেকেই এই বিপত্তি ঘটেছে l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.