ETV Bharat / state

Fire in Kharagpur: খড়গপুরে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, সাড়ে 6 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে - Fire at Biscuit Factory

Fire at Biscuit Factory: রবিবার সকালে খড়গপুরের একটি বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে আসে দমকলের 7টি ইঞ্জিন ৷ আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ ৷ সাড়ে 6 ঘণ্টার চেষ্টায় আগুন নিযন্ত্রণে আনে দমকল ৷

Fire in Kharagpur
ভয়াবহ অগ্নিকাণ্ড
author img

By

Published : Aug 21, 2023, 4:06 PM IST

খড়গপুরে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন

খড়গপুর, 21 অগস্ট: সাত সকালে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড । ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন এসে সাড়ে 6 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় ৷

জানা গিয়েছে, এ দিন সকাল নটা নাগাদ মালঞ্চর এই বিস্কুট কারখানা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় ৷ মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া চারদিক দিকে ছড়িয়ে পড়ে । এরপরেই গোটা কারখানা দাউ দাউ করে জ্বলতে থাকে ৷ আগুনের লেলিহান শিখা দেখতে পায় এলাকার মানুষজন । তারাই খবর দেয় দমকলে । প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ পরে আরও ছ'টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ।

দমকল দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে ৷ কারণ এই বিস্কুট কারখানার গায়েই রয়েছে বহু বাড়ি এবং একটি পেট্রোল পাম্প । এই আগুন যেকোন মুহূর্তে এই পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়তে পারত, বা কোনওধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ কিন্তু কোনওরকম হতাহতের ঘটনা ঘটেনি ৷ দমকল কারখানা থেকে নিরাপদে শ্রমিকদের বের করে আগুন নিয়ন্ত্রণে এনেছে ৷ যদিও কী কারণে বা কীভাবে আগুন লাগলো, তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । পুলিশ ও দমকলের কর্মীরা আগুন লাগার কারণ সন্ধান করছেন । তবে সকাল সকাল এই ভয়ংকর আগুন ও ধোঁয়া দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । অনেকেই ছোটাছুটি শুরু করে দেয় । রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে । ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

আরও পড়ুন: গভীর রাতে খড়গপুর আইআইটি-তে বিধ্বংসী আগুন, পুড়ে গেল লাল বাহাদুর শাস্ত্রী কমনরুমের জিনিসপত্র

রেল শহর খড়্গপুরে বড় বড় কারখানা এবং গোডাউনে আগুন লাগার ঘটনা কোন নতুন নয় । মাঝেমধ্যেই এরকম আগুন লাগার ঘটনা সামনে আসে । সম্প্রতি কিছুদিন আগেই খড়গপুর আইআইটির একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছিল । তার জেরে পুড়ে গিয়েছিল বহু আসবাসপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র । তার আগেও আইআইটির টেক মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে । এছাড়াও খড়গপুরের একটি হোটেলেও কয়েকদিন আগে আগুন লেগে পুড়ে যায় সর্বস্ব ।

খড়গপুরে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন

খড়গপুর, 21 অগস্ট: সাত সকালে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড । ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন এসে সাড়ে 6 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় ৷

জানা গিয়েছে, এ দিন সকাল নটা নাগাদ মালঞ্চর এই বিস্কুট কারখানা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় ৷ মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া চারদিক দিকে ছড়িয়ে পড়ে । এরপরেই গোটা কারখানা দাউ দাউ করে জ্বলতে থাকে ৷ আগুনের লেলিহান শিখা দেখতে পায় এলাকার মানুষজন । তারাই খবর দেয় দমকলে । প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ পরে আরও ছ'টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ।

দমকল দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে ৷ কারণ এই বিস্কুট কারখানার গায়েই রয়েছে বহু বাড়ি এবং একটি পেট্রোল পাম্প । এই আগুন যেকোন মুহূর্তে এই পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়তে পারত, বা কোনওধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ কিন্তু কোনওরকম হতাহতের ঘটনা ঘটেনি ৷ দমকল কারখানা থেকে নিরাপদে শ্রমিকদের বের করে আগুন নিয়ন্ত্রণে এনেছে ৷ যদিও কী কারণে বা কীভাবে আগুন লাগলো, তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । পুলিশ ও দমকলের কর্মীরা আগুন লাগার কারণ সন্ধান করছেন । তবে সকাল সকাল এই ভয়ংকর আগুন ও ধোঁয়া দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । অনেকেই ছোটাছুটি শুরু করে দেয় । রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে । ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

আরও পড়ুন: গভীর রাতে খড়গপুর আইআইটি-তে বিধ্বংসী আগুন, পুড়ে গেল লাল বাহাদুর শাস্ত্রী কমনরুমের জিনিসপত্র

রেল শহর খড়্গপুরে বড় বড় কারখানা এবং গোডাউনে আগুন লাগার ঘটনা কোন নতুন নয় । মাঝেমধ্যেই এরকম আগুন লাগার ঘটনা সামনে আসে । সম্প্রতি কিছুদিন আগেই খড়গপুর আইআইটির একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছিল । তার জেরে পুড়ে গিয়েছিল বহু আসবাসপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র । তার আগেও আইআইটির টেক মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে । এছাড়াও খড়গপুরের একটি হোটেলেও কয়েকদিন আগে আগুন লেগে পুড়ে যায় সর্বস্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.