শালবনি, 24 জানুয়ারি : 2018 সালের স্মৃতি উস্কে দিয়ে ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলে ৷ এবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে । লোকালয়ে মিলেছে বন্যপ্রাণীর পায়ের ছাপ ৷ তবে তা বাঘ না অন্য কোনও জন্তুর তা এখনও বুঝে উঠতে পারেনি বন দফতর । তবে এই আতঙ্কের মধ্যে গবাদি পশুদের বাইরে ছাড়তে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা । পাহারা দিচ্ছেন নিজের বাড়িতে রেখেই । ক্রমশ বাড়ছে আতঙ্ক (Scare in Salbani)
শালবনির কন্যাবালি গ্রাম, ঝাড়গ্রামের পর এবার জঙ্গলমহলের এই এলাকার লোকজন বাঘের আতঙ্কে কাবু ৷ আতঙ্কে জঙ্গলে যাওয়াও বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা । খুব প্রয়োজন না থাকলে কেউ বাইরে বেরোতে বা জঙ্গলে যেতে চাইছেন না ৷ গোয়ালেই বাঁধা থাকছে গরু ৷ বাড়িতেই আটকে রাখা হচ্ছে ছাগল, ভেড়া-সহ অন্য গবাদি পশুকে ৷ সোমবার নতুন করে ফের অজানা জন্তুর পায়ের ছাপ মিলেছে এই গ্রামে ৷ কন্যাবালি গ্রামের বাসিন্দা আশিস মাহাতোর বাড়ির উঠোনে মিলেছে ছাপ ৷ মনে করা হচ্ছে এদিন ভোরের দিকে গ্রামে জল খেতে এসেছিল জন্তুটি ৷ রাতে বৃষ্টি হওয়ায় ভিজে মাটিতে পায়ের ছাপ স্পষ্ট দেখতে পাওয়া যায় আজ । গ্রামে একটি ছাগলের ক্ষত-বিক্ষত দেহও মিলেছে ৷ মনে করা হচ্ছে অজানা ওই বন্যজন্তুর শিকার হয়েছে সেটি ৷ তবে গ্রামের এক বাসিন্দার দাবি, তিনি জন্তুটিকে দেখেছেন, সেটি একটি বাঘ ৷
আরও পড়ুন : আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করাতে কিনতে হবে গঙ্গাজল! মালিপাড়া পোস্ট অফিসের ঘটনায় বিতর্ক
বন দফতর গোটা বিষয়টার উপর নজর রাখছে । বাঘ ধরার খাঁচা, নেট সমস্ত কিছুই প্রস্তুত রাখা হয়েছে । এবিষয়ে লালগড় বনবিভাগের রেঞ্জার শ্রাবণী দে'কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখনই সেই ভাবে কিছু বলতে পারব না । তবে খোঁজখবর আমরা চালাচ্ছি । আমাদের কর্মীদের দিয়ে বারে বারে এলাকায় খোঁজখবর নিচ্ছি । তবে বাঘ যে সচরাচর লোকালয়ে চলে আসে এমনটা নয় ৷ জঙ্গলের মধ্যে বহু ছোট-বড় জন্তু-জানোয়ার হয়েছে, বিশেষ করে নেকড়ে বা হায়নার মতো প্রজাতি । আমাদের মনে হয় সেরকমই কিছু একটা দেখেছেন গ্রামবাসীরা । তার জেরেই তাঁরা আতঙ্কিত । ওই জন্তুটির সঙ্গে একটি বাচ্চাও রয়েছে, যার ফলে সে এলাকা ছাড়ছে না । তবে বারে বারে মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে ৷ গভীর জঙ্গলে না যাওয়ার, সন্ধ্যে নামার আগেই বাড়িতে ঢুকে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তাঁদের ৷ রাত্রে বেরোনোর সময় টর্চ লাইট নিয়ে বেরোনোর কথা বলা হচ্ছে ৷"
2018 সালে লালগড়ে এরকম অজানা জন্তুর আতঙ্ক তৈরি হয়েছিল ৷ পরে বোঝা যায় জন্তুটি আসলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ৷ বন দফতর চেষ্টা করেও বাঘটিকে সেসময় বাগে আনতে পারেনি, পরে আতঙ্কিত মানুষ বাঘটিকে পিটিয়ে মারে ৷