ETV Bharat / state

World Cup Fever: 250 টাকায় জায়েন্ট স্ক্রিনে ফাইনাল, সঙ্গে স্ন্যাক্স-ডিনার ! বিশ্বকাপ জ্বরে কাঁপছে জেলাও - রবীন্দ্র নগর নাগরিক সমিতি

ফুটবল জ্বরে কাবু গোটা বিশ্ব ৷ খেলা দেখা নিয়ে অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুরের রবীন্দ্রনগর নাগরিক সমিতির (Only 250 Rupees with Snacks and Dinner to Watch Football on Giant Screen)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 18, 2022, 7:43 AM IST

Updated : Dec 18, 2022, 7:49 AM IST

250 টাকায় স্নাক্স ও ডিনারের সঙ্গে জায়েন্ট স্ক্রিনে ফুটবল দেখার আয়োজন পশ্চিম মেদিনীপুরে

মেদিনীপুর, 17 ডিসেম্বর: ফাইনাল দেখানোর অভিনব উদ্যোগ রবীন্দ্রনগর নাগরিক সমিতির । শুধু খেলা নয়, সঙ্গে মাত্র 250 টাকার বিনিময়ে ভক্তদের জন্য রাতে ডিনারের ব্যবস্থা । ফ্রান্স-আর্জেন্তিনা মহারণ দেখতে ইতিমধ্যে নাম নথিভুক্ত করতে শুরু করেছে দর্শকরা (Only 250 Rupees with Snacks and Dinner to Watch Football on Giant Screen) ।

ফুটবল জ্বরের সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরেও । আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও আর্জেন্তিনা । তার আগে উন্মাদনা জেলাজুড়ে ।আর্জেন্তিনার ভক্ত কম নেই এদেশে, রয়েছে ফ্রান্সের ফ্যানও । তাই এই উন্মাদনা আরও ছড়িয়ে দিতে এবং অতি সহজে খেলা দেখানোর জন্য এক অভিনব পদ্ধতি নিল মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর নাগরিক সমিতি ।

মাত্র 250 টাকার বিনিময়ে জায়েন্ট স্ক্রিনে (Giant Screen) এই ফুটবল খেলা দেখানোর সঙ্গে সঙ্গে স্ন্যাক্স ও ডিনারের ব্যবস্থাও করা হয়েছে । ইতিমধ্যে এই ব্যানার নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে সোশাল মিডিয়ার মাধ্যমেও । ইতিমধ্যেই নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে নাগরিক সমিতির অফিসে । এখন অপেক্ষা সন্ধে পেরনোর ।

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

সমিতির উদ্যোক্তা শুভজিৎ মণ্ডল বলেন, "জঙ্গলমহলের মানুষকে ফুটবল খেলা দেখানোর উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ । তাছাড়া আমরা নামমাত্র একটা মূল্য নিচ্ছি যাতে তারা নিজেদের নাম নথিভুক্ত করে এবং নির্দিষ্টভাবে খেলা উপভোগ করতে পারে । গোটা বিশ্বের সঙ্গে জঙ্গলমহলের মানুষকে এই ফুটবলের স্বাদ উপভোগ করার জন্যই এই উদ্যোগ আমাদের ।"

250 টাকায় স্নাক্স ও ডিনারের সঙ্গে জায়েন্ট স্ক্রিনে ফুটবল দেখার আয়োজন পশ্চিম মেদিনীপুরে

মেদিনীপুর, 17 ডিসেম্বর: ফাইনাল দেখানোর অভিনব উদ্যোগ রবীন্দ্রনগর নাগরিক সমিতির । শুধু খেলা নয়, সঙ্গে মাত্র 250 টাকার বিনিময়ে ভক্তদের জন্য রাতে ডিনারের ব্যবস্থা । ফ্রান্স-আর্জেন্তিনা মহারণ দেখতে ইতিমধ্যে নাম নথিভুক্ত করতে শুরু করেছে দর্শকরা (Only 250 Rupees with Snacks and Dinner to Watch Football on Giant Screen) ।

ফুটবল জ্বরের সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরেও । আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও আর্জেন্তিনা । তার আগে উন্মাদনা জেলাজুড়ে ।আর্জেন্তিনার ভক্ত কম নেই এদেশে, রয়েছে ফ্রান্সের ফ্যানও । তাই এই উন্মাদনা আরও ছড়িয়ে দিতে এবং অতি সহজে খেলা দেখানোর জন্য এক অভিনব পদ্ধতি নিল মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর নাগরিক সমিতি ।

মাত্র 250 টাকার বিনিময়ে জায়েন্ট স্ক্রিনে (Giant Screen) এই ফুটবল খেলা দেখানোর সঙ্গে সঙ্গে স্ন্যাক্স ও ডিনারের ব্যবস্থাও করা হয়েছে । ইতিমধ্যে এই ব্যানার নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে সোশাল মিডিয়ার মাধ্যমেও । ইতিমধ্যেই নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে নাগরিক সমিতির অফিসে । এখন অপেক্ষা সন্ধে পেরনোর ।

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

সমিতির উদ্যোক্তা শুভজিৎ মণ্ডল বলেন, "জঙ্গলমহলের মানুষকে ফুটবল খেলা দেখানোর উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ । তাছাড়া আমরা নামমাত্র একটা মূল্য নিচ্ছি যাতে তারা নিজেদের নাম নথিভুক্ত করে এবং নির্দিষ্টভাবে খেলা উপভোগ করতে পারে । গোটা বিশ্বের সঙ্গে জঙ্গলমহলের মানুষকে এই ফুটবলের স্বাদ উপভোগ করার জন্যই এই উদ্যোগ আমাদের ।"

Last Updated : Dec 18, 2022, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.