ETV Bharat / state

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে সঙ্গে নিয়ে শাশুড়িকে খুন, স্বীকার মহিলার - Mother-in-law killed for obstruction

দাসপুর থানার হুসনাবাজারে এক গৃহস্থের বাড়ি থেকে প্রবীণ মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার করে পুলিশ । খুনের ঘটনায় কে বা কারা জড়িত খোঁজ করতে তদন্তে নামে পুলিশ । টানা জেরার মুখে মৃতের বউমা স্বীকার করে, তাদের বাড়ির পুরোহিত গোরাচাঁদ মুখোপাধ্যায়ের সঙ্গে পরিকল্পনা করে দু'জনে শাশুড়িকে খুন করেছে ।

extramarital love
extramarital love
author img

By

Published : Oct 11, 2020, 7:37 AM IST

দাসপুর, 11 অক্টোবর : দাসপুরে বাড়ির পুরোহিতের সঙ্গে বউমার বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় প্রবীণ মহিলাকে খুনের অভিযোগ । তদন্তে নেমে বউমা ও বাড়ির পুরোহিতকে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ । গতকাল ধৃত দুজনকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করে পুলিশ । বিচারক দুজনকেই দুদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

শুক্রবার দুপুরে দাসপুর থানার হুসনাবাজারে এক গৃহস্থের বাড়ি থেকে প্রবীণ ওই মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার করে পুলিশ । মৃতের নাম মৌসুমি গোস্বামী (59) । খুনের ঘটনায় কে বা কারা জড়িত খোঁজ করতে তদন্তে নামে পুলিশ । প্রথমে মৃতের ছেলে, স্বামী, বউমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । পুলিশ সূত্রে খবর, টানা জেরার মুখে মৃতের বউমা স্বীকার করে তাদের বাড়ির পুরোহিত গোরাচাঁদ মুখোপাধ্যায়ের সঙ্গে পরিকল্পনা করে তারা শাশুড়িকে খুন করেছে ।

পুলিশ জানিয়েছে, বাড়ির পুরোহিতের সঙ্গে বউমার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সেটা মৌসুমি গোস্বামী কোনওভাবে জেনে ফেলেছিলেন । শুক্রবার দুপুরে পরিকল্পনা করে প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয় । পরে মৃত্যু নিশ্চিত করতে হাঁসুলি দিয়ে গলা কেটে ফেলা হয় । রাতেই বউমা ও বাড়ির পুরোহিতকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ । গতকাল ধৃত দুজনকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয় । বিচারক দুজনকেই দুদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

বৃদ্ধার ছেলে শুভজিৎ গোস্বামী বলেন, "এই পুরোহিতের সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক ছিল । কিন্তু প্রমাণ না থাকায় আমি বাড়িতে কিছু বলতে পারিনি । আমার মা বহুবার প্রতিবাদ করেছে । আমি মাকে বলতে বারণ করতাম । ওই পুরোহিত সেই ছোটোবেলা থেকে আমার বাড়িতে পুজো করে আসছে । কেন এমন ঘটনা ঘটল বলতে পারব না । আমার চার বছরের একটি মেয়ে । আমি চাই আমার মায়ের দোষীরা কঠোর শাস্তি পাক ।"

দাসপুর, 11 অক্টোবর : দাসপুরে বাড়ির পুরোহিতের সঙ্গে বউমার বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় প্রবীণ মহিলাকে খুনের অভিযোগ । তদন্তে নেমে বউমা ও বাড়ির পুরোহিতকে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ । গতকাল ধৃত দুজনকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করে পুলিশ । বিচারক দুজনকেই দুদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

শুক্রবার দুপুরে দাসপুর থানার হুসনাবাজারে এক গৃহস্থের বাড়ি থেকে প্রবীণ ওই মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার করে পুলিশ । মৃতের নাম মৌসুমি গোস্বামী (59) । খুনের ঘটনায় কে বা কারা জড়িত খোঁজ করতে তদন্তে নামে পুলিশ । প্রথমে মৃতের ছেলে, স্বামী, বউমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । পুলিশ সূত্রে খবর, টানা জেরার মুখে মৃতের বউমা স্বীকার করে তাদের বাড়ির পুরোহিত গোরাচাঁদ মুখোপাধ্যায়ের সঙ্গে পরিকল্পনা করে তারা শাশুড়িকে খুন করেছে ।

পুলিশ জানিয়েছে, বাড়ির পুরোহিতের সঙ্গে বউমার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সেটা মৌসুমি গোস্বামী কোনওভাবে জেনে ফেলেছিলেন । শুক্রবার দুপুরে পরিকল্পনা করে প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয় । পরে মৃত্যু নিশ্চিত করতে হাঁসুলি দিয়ে গলা কেটে ফেলা হয় । রাতেই বউমা ও বাড়ির পুরোহিতকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ । গতকাল ধৃত দুজনকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয় । বিচারক দুজনকেই দুদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

বৃদ্ধার ছেলে শুভজিৎ গোস্বামী বলেন, "এই পুরোহিতের সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক ছিল । কিন্তু প্রমাণ না থাকায় আমি বাড়িতে কিছু বলতে পারিনি । আমার মা বহুবার প্রতিবাদ করেছে । আমি মাকে বলতে বারণ করতাম । ওই পুরোহিত সেই ছোটোবেলা থেকে আমার বাড়িতে পুজো করে আসছে । কেন এমন ঘটনা ঘটল বলতে পারব না । আমার চার বছরের একটি মেয়ে । আমি চাই আমার মায়ের দোষীরা কঠোর শাস্তি পাক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.