চন্দ্রকোনা, 2 অগাস্ট : রাজ্যে প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আক্রান্তের সংখ্যা বাড়ছে পশ্চিম মেদিনীপুরেও । জেলার প্রশাসনিক আধিকারিকরাও আক্রান্ত হচ্ছেন । সম্প্রতি চন্দ্রকোনার BDO-র কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপর আজ ফের চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এগজ়িকিউটিভ অফিসারের কোরোনা পজ়িটিভ মিলেছে । পঞ্চায়েতের এগজ়িকিউটিভ অফিসারের কোরোনা পজ়িটিভ মেলায় আপাতত এক সপ্তাহের জন্য পঞ্চায়েত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সংশ্লিষ্ট এলাকা স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু করেছে দমকল ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ।
কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । 22 তারিখের পর থেকে আর অফিসে আসেননি তিনি । 30 তারিখ মেদিনীপুরের আয়ুশ হাসপাতাল থেকে তাঁর নমুনা সংগ্রহ করা হয় । গতকাল তাঁর রিপোর্ট আসে । জানা যায় তিনি কোরোনা পজ়িটিভ । খোদ পঞ্চায়েত দপ্তরের এগজ়িকিউটিভ অফিসার কোরোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা । এ বিষয়ে ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার জানান, ওই অফিসার দপ্তরে শেষবার 22 তারিখ এসেছিলেন । তারপর অসুস্থতার জন্য আর আসেননি । গতরাতে ওঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । আপাতত ঝুঁকি না নিয়ে পঞ্চায়েত অফিস এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হচ্ছে । তাঁর সংস্পর্শে দপ্তরের যেসকল কর্মী এসেছিলেন, তাঁদের কোরোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে ।
এদিকে শেষ পাওয়া স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী, চন্দ্রকোনা থানায় নতুন করে আরও দু'জনের কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । একটি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুঁয়াপুর 4 নম্বর গ্রাম পঞ্চায়েতে । অপরটি ওই ব্লকেরই বসনছোড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডালিমাবাড়ি গ্রামে । কুঁয়াপুরের কোরোনা আক্রান্ত ভিনরাজ্য ফেরত 20 বছরের এক মহিলা ও ডালিমাবাড়ির কোরোনা আক্রান্ত স্থানীয় ব্যবসায়ী । দু'জনকেই শালবনীর কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে । সিল করা হয়েছে দু'টি এলাকা ।
জেলায় এই মুহূর্তে মোট আক্রান্ত 1034 জন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 23 জনের । প্রতিদিনই 30-40 জন করে জেলায় সংক্রমিতের খোঁজ পাওয়া যাচ্ছে ।