ETV Bharat / state

ঝাড়গ্রামে লোকালয়ে ঢুকে পড়ল দাঁতাল

পুলিশ ,বন বিভাগ এবং স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত আটটা নাগাদ হঠাৎই ঝাড়গ্রামের মেহেরাবাঁধ এলাকায় একটি দাঁতাল ঢুকে পড়ে । হাতিটি তাড়াতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা । তাড়া করতেই হাতিটি মেহেরাবাঁধ থেকে বামদা এলাকা হয়ে ঝাড়গ্রাম বাজারের লোকালবোর্ড এলাকায় ঢুকে পড়ে ।

elephant
দাঁতাল
author img

By

Published : Apr 23, 2020, 1:08 PM IST

ঝাড়গ্রাম, 23 এপ্রিল : ঝাড়গ্রামের লোকালয়ে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল হাতি । হাতিটিকে তাড়া করতে রাস্তায় নামেন এলাকাবাসী । অবশেষে পুলিশ এবং বন বিভাগের যৌথ প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গলে পাঠানো সম্ভব হয় ।

পুলিশ , বন বিভাগ এবং স্থানীয় সূত্রে খবর, গতরাতে 8টা নাগাদ হঠাৎই ঝাড়গ্রামের মেহেরাবাঁধ এলাকায় একটি দাঁতাল ঢুকে পড়ে । হাতিটি তাড়াতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা । তাড়া করতেই হাতিটি মেহেরাবাঁধ থেকে বামদা এলাকা হয়ে ঝাড়গ্রাম বাজারের লোকালবোর্ড এলাকায় ঢুকে পড়ে ।

অভিযোগ, সেই সময় অনেকেই হাতিটির দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ভিড় ভাঙতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । এরপর হাতিটিকে জঙ্গলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । ঘটনাস্থানে আসেন বন বিভাগের কর্মীরাও । এলাকায় হাতিটি যাতে কোনও ক্ষতি করতে না পারে তার জন্য ঝাড়গ্রাম থানার IC পলাশ চট্টোপাধ্যায় এবং ঝাড়গ্রামের DFO বাসবরাজ হলেইচি তড়িঘড়ি ব্যবস্থা নেন ।

কিছুদিন আগেই মেহেরাবাঁধ এলাকায় ভোররাতে একটি দলছুট হাতির হানায় মৃত্যু হয় এক শ্মশানযাত্রীর । ঝাড়গ্রামের DFO বাসবরাজ হলেইচি বলেন , "ঝাড়গ্রামে হঠাৎ করে একটি হাতি ঢুকে পড়েছিল । তবে হাতিটি তেমন কোনও ক্ষয়ক্ষতি করেনি । বন বিভাগের চেষ্টায় হাতিটিকে পুনরায় জঙ্গলে পাঠানো হয়েছে । হাতিটিকে ড্রাইভ করে বড় কোনও জঙ্গলে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ।

ঝাড়গ্রাম, 23 এপ্রিল : ঝাড়গ্রামের লোকালয়ে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল হাতি । হাতিটিকে তাড়া করতে রাস্তায় নামেন এলাকাবাসী । অবশেষে পুলিশ এবং বন বিভাগের যৌথ প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গলে পাঠানো সম্ভব হয় ।

পুলিশ , বন বিভাগ এবং স্থানীয় সূত্রে খবর, গতরাতে 8টা নাগাদ হঠাৎই ঝাড়গ্রামের মেহেরাবাঁধ এলাকায় একটি দাঁতাল ঢুকে পড়ে । হাতিটি তাড়াতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা । তাড়া করতেই হাতিটি মেহেরাবাঁধ থেকে বামদা এলাকা হয়ে ঝাড়গ্রাম বাজারের লোকালবোর্ড এলাকায় ঢুকে পড়ে ।

অভিযোগ, সেই সময় অনেকেই হাতিটির দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ভিড় ভাঙতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । এরপর হাতিটিকে জঙ্গলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । ঘটনাস্থানে আসেন বন বিভাগের কর্মীরাও । এলাকায় হাতিটি যাতে কোনও ক্ষতি করতে না পারে তার জন্য ঝাড়গ্রাম থানার IC পলাশ চট্টোপাধ্যায় এবং ঝাড়গ্রামের DFO বাসবরাজ হলেইচি তড়িঘড়ি ব্যবস্থা নেন ।

কিছুদিন আগেই মেহেরাবাঁধ এলাকায় ভোররাতে একটি দলছুট হাতির হানায় মৃত্যু হয় এক শ্মশানযাত্রীর । ঝাড়গ্রামের DFO বাসবরাজ হলেইচি বলেন , "ঝাড়গ্রামে হঠাৎ করে একটি হাতি ঢুকে পড়েছিল । তবে হাতিটি তেমন কোনও ক্ষয়ক্ষতি করেনি । বন বিভাগের চেষ্টায় হাতিটিকে পুনরায় জঙ্গলে পাঠানো হয়েছে । হাতিটিকে ড্রাইভ করে বড় কোনও জঙ্গলে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.