ETV Bharat / state

মক ড্রিলের সময় বায়ুসেনার বোমা জমিতে, এলাকায় আতঙ্ক

প্রায় সময় বায়ুসেনার মক ড্রিল চলে রাজবাঁধ গ্রামের কলাইকুন্ডা এলাকায় । এবারও সেরকম চলছিল । সেইসময় ভুলবশত , নির্দিষ্ট জায়গার প্রায় দশ কিলেমিটার আগেই বোমা পড়ে চাষের জমিতে । এর ফলে চাষের জমির ক্ষতি হয় । ফসল নষ্ট হয় । বোমা পড়ার সময় যদি কেউ সেখানে থাকত , তাহলে প্রাণহানিও হতে পারত । ফলে আতঙ্কে ছড়িয়েছে এলাকায় ।

during the practice bomb dropped in ranjbadh
প্র্যাকটিসের সময় এয়ারফোর্সের বোমা চাষের জমিতে
author img

By

Published : Mar 5, 2020, 8:01 PM IST

ঝাড়গ্রাম , 5 মার্চ : প্র্যাকটিস করার সময় বায়ুসেনার বোমা জমিতে পড়ায় আতঙ্ক ছড়াল এলাকায় । ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার রাজবাঁধ গ্রামের ঘটনা ।

জানা গেছে, প্রায় সময় বায়ুসেনার মক ড্রিল চলে ওই এলাকায় । এবারও তাই চলছিল । প্র্যাকটিসের জন্য যে জায়গায় সাধারণত বোমা ফেলা হয় তা ঘটনাস্থান থেকে দশ কিলোমিটার দূরে । গ্রামবাসীরা মনে করছেন, কোনও কারণে ভুলবশত বোমা গিয়ে পড়ে জমিতে । তবে জমিতে কাদা থাকায় বোমাটি কোনওরকম দুর্ঘটনা ঘটায়নি । প্রায় 15 থেকে 20 কেজির এই বোমাটি মাটির কুড়ি ফুট ভিতরে ঢুকে যায় । এরপরই ঘটনাস্থানে আসেন কলাইকুণ্ডা বেসের কর্মীরা । কীভাবে জমিতে বোমা পড়ল, সে বিষয়ে তদন্ত চালাচ্ছেন বায়ুসেনার কর্মীরা ।

গ্রামবাসী কমল মাহাত ও বিশ্বজিৎ মাহাত-র কথায়, যেখানে বায়ুসেনার মক ড্রিল হয় সেখানে এই ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে । কিন্তু, ভুলবশত হয়ত এই বোমাটি চাষের জমিতে পড়ে গেছে । প্রায় 3-4 ফুট জায়গা নষ্ট হয়ে গেছে । ধানের ক্ষতি হয়েছে । বিষয়টি বিবেচনা করে দেখলে ভালো হবে ।

ঝাড়গ্রাম , 5 মার্চ : প্র্যাকটিস করার সময় বায়ুসেনার বোমা জমিতে পড়ায় আতঙ্ক ছড়াল এলাকায় । ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার রাজবাঁধ গ্রামের ঘটনা ।

জানা গেছে, প্রায় সময় বায়ুসেনার মক ড্রিল চলে ওই এলাকায় । এবারও তাই চলছিল । প্র্যাকটিসের জন্য যে জায়গায় সাধারণত বোমা ফেলা হয় তা ঘটনাস্থান থেকে দশ কিলোমিটার দূরে । গ্রামবাসীরা মনে করছেন, কোনও কারণে ভুলবশত বোমা গিয়ে পড়ে জমিতে । তবে জমিতে কাদা থাকায় বোমাটি কোনওরকম দুর্ঘটনা ঘটায়নি । প্রায় 15 থেকে 20 কেজির এই বোমাটি মাটির কুড়ি ফুট ভিতরে ঢুকে যায় । এরপরই ঘটনাস্থানে আসেন কলাইকুণ্ডা বেসের কর্মীরা । কীভাবে জমিতে বোমা পড়ল, সে বিষয়ে তদন্ত চালাচ্ছেন বায়ুসেনার কর্মীরা ।

গ্রামবাসী কমল মাহাত ও বিশ্বজিৎ মাহাত-র কথায়, যেখানে বায়ুসেনার মক ড্রিল হয় সেখানে এই ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে । কিন্তু, ভুলবশত হয়ত এই বোমাটি চাষের জমিতে পড়ে গেছে । প্রায় 3-4 ফুট জায়গা নষ্ট হয়ে গেছে । ধানের ক্ষতি হয়েছে । বিষয়টি বিবেচনা করে দেখলে ভালো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.