ETV Bharat / state

Extramarital Affair at Pingla : পরকীয়ার জেরে স্ত্রীর মৃত্যু, দাদার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ভাই - বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মৃত্যু

কাজ থেকে ফিরে দেখেন স্ত্রী গলায় দড়ি দিয়ে ঝুলছে ৷ এরপর পুলিশ আসতেই ভাইয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন (Extramarital Affair at Pingla) ৷ আর তার জেরেই গ্রেফতার ভাই ৷

Extramarital Affair at Pingla
পরকীয়ার জেরে মৃত্যু
author img

By

Published : Dec 29, 2021, 10:05 PM IST

পিংলা, 29 ডিসেম্বর : পরকীয়ার জেরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ৷ আর তার জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জামনা অঞ্চলের পিংলা গ্রামে ৷ এই ঘটনায় গৃহবধূর দেওরকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ(Extramarital Affair at Pingla) ৷

হাওড়ার নিশ্চিন্তপুরের পর একের পর এক পরকীয়ার ঘটনা সামনে আসছে ৷ পিংলাতেই গত কয়েকদিন আগে গৃহবধূর বাচ্চা-সহ পালানোর ঘটনা ঘটে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক গৃহবধূর গলায় দড়ি দেওয়ায় দেওরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠল ৷

মৃত বধূর স্বামী জানান, সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে রাজমিস্ত্রির কাজ করছিলেন । এরপর দুপুরে বাড়ি ফিরে দেখেন স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে । তাঁর চিৎকারে স্থানীয়রা এসে থানায় খবর দিলে পিংলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তে পাঠায় । এরপরই ঘটনার তদন্তে নেমে মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে তাঁর ভাইকে অর্থাৎ গৃহবধূর দেওরকে প্রথমে জিজ্ঞাসাবদের জন্য আটক পরে ৷

এরপর কথাবার্তায় অস্বাভাবিকতা দেখে তাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ পুলিশি হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এটা খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Wife Arrested In Khirpai: স্বামীকে খুনে গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক

পিংলা, 29 ডিসেম্বর : পরকীয়ার জেরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ৷ আর তার জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জামনা অঞ্চলের পিংলা গ্রামে ৷ এই ঘটনায় গৃহবধূর দেওরকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ(Extramarital Affair at Pingla) ৷

হাওড়ার নিশ্চিন্তপুরের পর একের পর এক পরকীয়ার ঘটনা সামনে আসছে ৷ পিংলাতেই গত কয়েকদিন আগে গৃহবধূর বাচ্চা-সহ পালানোর ঘটনা ঘটে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক গৃহবধূর গলায় দড়ি দেওয়ায় দেওরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠল ৷

মৃত বধূর স্বামী জানান, সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে রাজমিস্ত্রির কাজ করছিলেন । এরপর দুপুরে বাড়ি ফিরে দেখেন স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে । তাঁর চিৎকারে স্থানীয়রা এসে থানায় খবর দিলে পিংলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তে পাঠায় । এরপরই ঘটনার তদন্তে নেমে মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে তাঁর ভাইকে অর্থাৎ গৃহবধূর দেওরকে প্রথমে জিজ্ঞাসাবদের জন্য আটক পরে ৷

এরপর কথাবার্তায় অস্বাভাবিকতা দেখে তাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ পুলিশি হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এটা খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Wife Arrested In Khirpai: স্বামীকে খুনে গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.