মেদিনীপুর, 14 জানুয়ারি: স্বাস্থ্য ক্যাম্পে এসে রাজনৈতিক নেতাদের একহাত নিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার । একইসঙ্গে নেতা-কর্মীদের সভার পাশাপাশি তিনি কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতা এবং গ্লুকোমিটারের ব্যবস্থা করার পরামর্শ দিলেন । তিনি এদিন কারও নাম না-করে বলেন, "এখনকার নেতারা পনেরো রকম তরকারি দিয়ে শুধু লোকের বাড়ি খেতে যায় ৷ কিন্তু এই 15 রকম তরকারি খাওয়া যে শরীরের পক্ষে কত ক্ষতিকর সেটা তারা বার্তা দেন না ।"
স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসক কুণাল সরকার: মেদিনীপুরে এক স্বাস্থ্য ক্যাম্পে যোগ দেন দেশ এবং রাজ্যের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার । এদিন তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ৷ এর পাশাপাশি এক সাংবাদিক বৈঠকে শামিল হন তিনি ৷ সেখানে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । তিনি এদিন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, "এখনকার মানুষদেরকে আরও বেশি স্বাস্থ্য সম্পর্কিত সচেতন হতে হবে । শুধু হার্ট অ্যাটাক বা স্ট্রোক নয় বরং ছোট থেকে ডায়াবেটিস সুগার ও সিগারেটের ধোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ।"
রাজনৈতিক দলের নেতাদের বিঁধেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ: তিনি আরও বলেন, "এখনকারের ফ্যাশন হয়েছে লোকের বাড়িতে পাত পেড়ে খাওয়া । যেখানে 10-15 রকম তরকারি দিয়ে লোক দেখিয়ে খেতে দেখা যায় রাজনৈতিক দলের নেতাদের । আবার কোন কোন জায়গায় না খেয়েও ছবি তোলা যায়, বিতর্ক সৃষ্টি করা যায় । রাজনৈতিক নেতা-নেত্রীদের বলব, ভাষণ সভা করার পাশাপাশি তারা যেন প্রত্যেকের হাতে স্বাস্থ্য সম্পর্কিত গ্লুকোমিটার এবং চেকআপ করার ব্যবস্থা করে দেন । তাতে যেমন রাজনৈতিক দলের সংগঠন বৃদ্ধি হবে, তেমনই মানুষের স্বাস্থ্য ভালো থাকবে এবং দীর্ঘজীবী হবে ।"
স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ায় বার্তা চিকিৎসকের: এদিন মেদিনীপুর ও লায়ন্স ক্লাব-এর উদ্যোগে একটি স্বাস্থ্য সম্পর্কিত শিবিরের আয়োজন করা হয় ৷ সেখানে যোগ দিতে এসেছিলেন কুণাল সরকার ৷ তিনি প্রায় কয়েকশো মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এদিন । স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হওয়ায় বার্তা দেন ৷ শুধু সাধারণ মানুষ নন নেতা-নেত্রীদেরও কর্মীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পরামর্শ এই বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের (Doctor Kunal Sarkar advice to political leaders) ৷