মেদিনীপুর, 19 জুন : করোনার তৃতীয় ঢেউ যদি আসন্ন হয় তাহলে তা মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্ত পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য জরুরি বৈঠক অনুষ্ঠিত হল জেলার জেলাশাসক কার্যালয়ে । উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলেজের প্রিন্সিপাল সহ বিশিষ্টজনেরা ।
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ'তে শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষজ্ঞদের এই সতর্কবাণীকে শিরোধার্য করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে । জেলা সদর হাসপাতাল তথা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোয় করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসা ব্যবস্থায় যে সমস্ত খামতি রয়েছে গতকাল তা পূরণ করার পরিকল্পনা নেওয়া হল ।
জেলাশাসক রশ্মি কমলের নেতৃত্বে শুক্রবার এই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছিলেন জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকবৃন্দ এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান । বৈঠকে শিশুদের জন্য 25 টি কোভিড আইসিসিইউ (8 টি নিকু ও 17 টি পিকু) এবং 25 টি সেন্ট্রাল অক্সিজেন পাইপ যুক্ত বেড ছাড়াও আরও 100 টি কোভিড শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । বৈঠক শেষে জেলার জেলাশাসক রশ্মি কমল বলেন, "এই বৈঠক অনুষ্ঠিত হল তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে জেলার পরিকাঠামো খতিয়ে দেখার জন্য । যদিও আমরা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেছি এবং আমরা তৃতীয় ঢেউ রোধ করতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত । জেলার সামগ্রিক পরিস্থিতি আমরা তৈরি করে রেখেছি ।"
আরও পড়ুন... সরকারি হাসপাতাল চত্বরে বেসরকারি ক্লিনিকের বিজ্ঞাপন ছিড়ে ফেললেন তৃণমূল কর্মী
এদিনের বৈঠক শেষে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু জানিয়েছেন, "শিশুদের জন্য আইসিসিইউ বেড আরও বাড়ানোর জন্য এবং একটি হাই রাইজ বিল্ডিংয়ের জন্য আমরা আগে থেকেই উদ্যোগ নিয়েছিলাম । এদিন জেলাশাসকের নেতৃত্বে যে বৈঠক হয়েছে সেখানে এই সমস্ত বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। ফলে, কাজগুলি আরও দ্রুত হবে বলে আশা করছি।"
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, তৃতীয় ঢেউ মোকাবিলায় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হল । প্রসঙ্গত এই প্রথম জেলার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী । সংক্রমণ নেমেছে একশোর নীচে, মৃত্যু সংখ্যাও কম ।
আরও পড়ুন...Covid News : শিশুদের আইসিইউ তৈরি হচ্ছে দিনহাটা হাসপাতালের কোভিড ওয়ার্ডে
দ্বিতীয় ঢেউ জঙ্গলমহল কাটিয়ে উঠতে পারলেও যদি তৃতীয় ঢেউ আসে তাহলে কতটা কাটিয়ে উঠতে পারবে সেটাই দেখার ।