ETV Bharat / state

কোরোনা থেকে বাঁচাতে অ্যাম্বুলেন্স চালকদের PPE কিট বিলি

author img

By

Published : Jun 5, 2020, 1:04 PM IST

প্রতিদিন রোগীদের নিয়ে জেলা থেকে কলকাতার হাসপাতালে আসতে হয় তাঁদের । রোগ সক্রমণের ভয় লেগেই থাকে । তবে পেটের দায়ে এই কোরোনা পরিস্থিতিতেও থেমে থাকেননি তাঁরা । তাই এবার জেলার অ্যাম্বুলেন্স চালকদের কোরোনা সংক্রমণ থেকে রুখতে PPE কিট দিয়ে সাহায্য করলেন পশ্চিম মেদিনীপুর ভূমি দপ্তরের আধিকারিকরা ।

অ্যাম্বুলেন্স চালকদের PPE কিট বিলি
অ্যাম্বুলেন্স চালকদের PPE কিট বিলি

মেদিনীপুর,5 জুন : সারাবছর জেলার সমস্ত মানুষের জমি জায়গার হিসাবপত্র রাখেন জেলার ভূমি দপ্তর আধিকারিকরা । এবার তাঁরাই কোরোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পাশে দাঁড়ালেন জেলার অ্যাম্বুলেন্স চালকদের । আজ জেলার মোট 25 জন অ্যাম্বুলেন্স চালকের হাতে PPE কিট তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি দপ্তরের আধিকারিকরা ।

রাজ্যের ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে গঠিত পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি। এই সমিতি এর আগেও কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিয়েছে । এবার পশ্চিম মেদিনীপুরের ভূমি দপ্তরের আধিকারকরা এগিয়ে এলেন জেলার অ্যাম্বুলেন্স চালকদের কোরোনা মোকাবিলায় সাহায্য করতে ।

PPE কিট বিলি
অ্যাম্বুলেন্স চালকদের PPE কিট বিলি

প্রতিদিন জেলার অ্যাম্বুলেন্স চালকরা একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই কোরোনা ও অন্য রোগীদের মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে আসছেন । ফলে তাঁদের শরীরেও কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় থাকছেই । সেই কথা ভেবেই আজ জেলার 25 জন অ্যাম্বুলেন্স চালকের হাতে PPE কিট তুলে দিলেন জেলার ভূমি দপ্তরের আধিকারিকরা ।

এই বিষয়ে সমিতির সদস্য পীযূষ কান্তি জানান, “এই অ্যাম্বুলেন্স চালক ভাইরা জীবনের ঝুঁকি নিয়েই কঠিন সময়ে জেলার মানুষদের পরিষেবা দিয়ে চলেছেন। তাঁদের এই কাজে আরও উৎসাহ ও সুরক্ষার যোগান দিতেই সমিতির এই উদ্যোগ । আগামীদিনে এই ধরণের উদ্যোগ আরও নেওয়া হবে । ”

PPE পেয়ে অ্যাম্বুলেন্স চালকরা জানান, “এটা পেয়ে আমরা একটু সাহস পেলাম । অনেক সময়ই আমাদের কোরোনার ভয়ে পরিষেবা দিতে সমস্যা হয় ।” এই PPE কিটের ফলে পরিবহণ ব্যবস্থা সচল রাখা যাবে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা ।

মেদিনীপুর,5 জুন : সারাবছর জেলার সমস্ত মানুষের জমি জায়গার হিসাবপত্র রাখেন জেলার ভূমি দপ্তর আধিকারিকরা । এবার তাঁরাই কোরোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পাশে দাঁড়ালেন জেলার অ্যাম্বুলেন্স চালকদের । আজ জেলার মোট 25 জন অ্যাম্বুলেন্স চালকের হাতে PPE কিট তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি দপ্তরের আধিকারিকরা ।

রাজ্যের ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে গঠিত পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি। এই সমিতি এর আগেও কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিয়েছে । এবার পশ্চিম মেদিনীপুরের ভূমি দপ্তরের আধিকারকরা এগিয়ে এলেন জেলার অ্যাম্বুলেন্স চালকদের কোরোনা মোকাবিলায় সাহায্য করতে ।

PPE কিট বিলি
অ্যাম্বুলেন্স চালকদের PPE কিট বিলি

প্রতিদিন জেলার অ্যাম্বুলেন্স চালকরা একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই কোরোনা ও অন্য রোগীদের মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে আসছেন । ফলে তাঁদের শরীরেও কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় থাকছেই । সেই কথা ভেবেই আজ জেলার 25 জন অ্যাম্বুলেন্স চালকের হাতে PPE কিট তুলে দিলেন জেলার ভূমি দপ্তরের আধিকারিকরা ।

এই বিষয়ে সমিতির সদস্য পীযূষ কান্তি জানান, “এই অ্যাম্বুলেন্স চালক ভাইরা জীবনের ঝুঁকি নিয়েই কঠিন সময়ে জেলার মানুষদের পরিষেবা দিয়ে চলেছেন। তাঁদের এই কাজে আরও উৎসাহ ও সুরক্ষার যোগান দিতেই সমিতির এই উদ্যোগ । আগামীদিনে এই ধরণের উদ্যোগ আরও নেওয়া হবে । ”

PPE পেয়ে অ্যাম্বুলেন্স চালকরা জানান, “এটা পেয়ে আমরা একটু সাহস পেলাম । অনেক সময়ই আমাদের কোরোনার ভয়ে পরিষেবা দিতে সমস্যা হয় ।” এই PPE কিটের ফলে পরিবহণ ব্যবস্থা সচল রাখা যাবে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.